Power Crisis: বাড়ছে গরম, তার মধ্যে কয়লা সঙ্কটের জেরে হতে পারে বিদ্যুৎ পরিষেবায় সমস্যা!
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
দেশের অনেক রাজ্যের বিদ্যুৎ কেন্দ্রগুলিতে এখনও পর্যাপ্ত কয়লা মজুদ নেই। এর জেরে আগামী দিনে বিদ্যুৎ সঙ্কট (Power crisis) দেখা দিতে পারে ৷
#নয়াদিল্লি: গ্রীষ্মের মরশুম শুরু হতেই নাজেহাল অবস্থা সকলের ৷ প্রতিদিনই বেড়ে চলেছে তাপমাত্রা ৷ গরম যত বাড়বে তত বাড়তে চলেছে বিদ্যুতের চাহিদা (power demand)৷ কিন্তু পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এর কারণ হচ্ছে কয়লার জোগান কম রয়েছে ৷ পাওয়ার প্ল্যান্টগুলিতে কয়লার স্টক এই রবিবার কমে ২৫.২ মিলিয়ন টন পেরিয়ে গিয়েছে, যা কয়লা মন্ত্রকের মাধ্যমে ঠিক করা ৪৫ মিলিয়ন টনের লক্ষ্য থেকে অনেকটাই কম ৷
দেশের অনেক রাজ্যের বিদ্যুৎ কেন্দ্রগুলিতে এখনও পর্যাপ্ত কয়লা মজুদ নেই। এর জেরে আগামী দিনে বিদ্যুৎ সঙ্কট (Power crisis) দেখা দিতে পারে বলে অনুমান করা হচ্ছে ৷ কোল ইন্ডিয়া এবার নন পাওয়ার ব্যবহারকারীদের কয়লা সাপ্লাই কম করে দিয়েছে ৷ ব্লুমার্গের একটি রিপোর্ট অনুযায়ী, প্রথমে কোল ইন্ডিয়া নন পাওয়ার ব্যবহারকারীদের ২,৭৫,০০০ টন কয়লার সাপ্লাই করে থাকত ৷ এর মধ্যে প্রতিদিন প্রায় ১৭ শতাংশ কমানো হয়েছে ৷ রেলের পাওয়ার পয়েন্টের কয়লা সাপ্লাইয়ের জন্য বেশি ওয়াগন দেওয়া হচ্ছে ৷ অন্যদিকে কোল ইন্ডিয়া ইন্ডাস্ট্রিয়াল গ্রাহকদের ট্রাকের মাধ্যমে কয়লা সাপ্লাইয়ের বিষয়ে প্রস্তাব দিয়েছে ৷ তবে ইন্ডাস্ট্রিয়াল গ্রাহকরা ট্রাকে সাপ্লাই নেওয়ার বিষয়ে রাজি নয় ৷
advertisement
advertisement
অ্যালুমিনিয়াম অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার তরফে মার্চ ২০২২-এ অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিগুলিকে ৪৫০ গুণ বেশি দামে কয়লা কিনতে হচ্ছে ৷ তা সত্ত্বেও সময়ের মধ্যে মিলছে না সাপ্লাই ৷ আমদানি করা কয়লার দামে ব্যাপক বৃদ্ধির জেরে ইন্ডিস্ট্রিগুলিকে সমস্যার সম্মুখিন হতে হচ্ছে ৷
advertisement
ভারতীয় রেলের এক্সিকিউটিভ ডায়রেক্টর গৌরব কৃষ্ণ বনসল জানিয়েছেন, কয়লার সাপ্লাইয়ের একটি কারণ হচ্ছে দুটি নতুন রেল লাইনে চলতে থাকা নির্মাণ কাজ ৷ এই দুটি লাইনের কাজ আগামী বছরের মার্চ মাস পর্যন্ত পুরো হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ এছাড়া কয়লার সরবরাহ নিশ্চিত করতে আরও ১ লাখ ওয়াগন কেনার টেন্ডার জারি করেছে ভারতীয় রেল।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 06, 2022 11:51 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Power Crisis: বাড়ছে গরম, তার মধ্যে কয়লা সঙ্কটের জেরে হতে পারে বিদ্যুৎ পরিষেবায় সমস্যা!