মোদি সরকার কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করেছে সম্প্রতি ৷ ৩ শতাংশ ডিএ বৃদ্ধির পরে ৩১ থেকে সেটি দাঁড়িয়েছে ৩৪ শতাংশ ৷ প্রতীকী ছবি ৷
2/ 11
একই সঙ্গে তিন মাসের এরিয়ারও পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৷ প্রতি বছরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ২ বার বৃদ্ধি পায় প্রথমবার জানুয়ারিতে পরেরটা জুলাইতে ৷ প্রতীকী ছবি ৷
3/ 11
অর্থাৎ জানুয়ারি থেকে জুনের মধ্যে ডিএ-এর গণনা হয়, আর জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে আরও একবার ডিএ বৃদ্ধি হয়ে থাকে সাধারণত কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৷ প্রতীকী ছবি ৷
4/ 11
এরই মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির সূচক আসতে শুরু করেছে ৷ সেই সূত্রেই বলা যেতে পারে পরবর্তী মহার্ঘ ভাতা জুলাই বৃদ্ধির সম্ভাবনা অত্যন্তই কম ৷ প্রতীকী ছবি ৷
5/ 11
AICPI-এর সূচক অনুযায়ী বলা যেতে পারে যে ডিসেম্বরের থেকে এখানে ডিএ বৃদ্ধির সূচকে নিম্নমুখী একটি ট্রেন্ড দেখতে পাওয়া যাচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
6/ 11
ডিসেম্বরে AICPI-এর সূচক ছিল ১২৫.৪ ৷ যা জানুয়ারি ২০২২ ০.৩ শতাংশ পড়েছে ৷ ১২৫.১ শতাংশে পড়েছে ৷ তারপরে ফেব্রুয়ারিতেও সেই অঙ্ক ০.১ শতাংশ পড়েছে ৷ প্রতীকী ছবি ৷
7/ 11
পরপর দুই মাসে সূচকে পতনই বলে দেয় জুলাইয়ে ফের ডিএ বৃদ্ধি নাও হতে পারে ৷ যদি এর গড়ে ১২৪.৭ এর নীচে চলে যায় সেক্ষেত্রে নিশ্চিত ভাবে বলাই যেতে পারে ডিএ আর বাড়বে না জুলাইয়ে ৷ প্রতীকী ছবি ৷
8/ 11
১২৪-এর নীচে ডিএ রাখা যেতে পারে ৷ বিশেষজ্ঞরা মনে করছেন এতে ডিএ কম করা হবেনা ৷ যদিও সম্ভাবনা শেষ হয়ে যাচ্ছেনা ৷ প্রতীকী ছবি ৷
9/ 11
কেননা মার্চ, এপ্রিল, মে, জুন, ২০২২-এর নম্বর আসা বাকি আছে ৷ যদি সেখানে AICPI-এর সূচক উপরের দিকে যায় সেক্ষেত্রে নিশ্চিত ভাবে মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে ৷ প্রতীকী ছবি ৷
10/ 11
All India Consumer Price Index (AICPI)-এর সূচকের শ্রম ও রোজগার মন্ত্রক ৮৮ টি গুরুত্বপূর্ণ ৩১৭টি বাজার থেকে খুচরো মূল্য সংগ্রহ করে দেখা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
11/ 11
এই সূচক ৮৮টি সংস্থা মিলেই প্রস্তুত করে সারা দেশের জন্য ৷ (AICPI)-এই সূচক প্রকাশিত করে প্রতি মাসের শেষ কর্মদিবসে ৷ প্রতীকী ছবি ৷