Duare Sarkar: রাজ্যে ফের শুরু দুয়ারে সরকার! কবে থেকে শুরু হচ্ছে এই প্রকল্প, জানুন বিস্তারিত
- Written by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Duare Sarkar: দুয়ারে সরকার হওয়ার আগেই এখনো পর্যন্ত যা যা কাজ টেন্ডার করতে বাকি রয়েছে সব কাজের টেন্ডার করে দিতে হবে
কলকাতা: রাজ্যে হবে ফের দুয়ারে সরকার। আগামী ১৫ই ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত হবে দুয়ারে সরকার। বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে এমনটাই জানালেন মুখ্য সচিব বলে নবান্ন সূত্রে খবর। দুয়ারে সরকার হওয়ার আগেই এখনো পর্যন্ত যা যা কাজ টেন্ডার করতে বাকি রয়েছে সব কাজের টেন্ডার করে দিতে হবে।
কেন্দ্রীয় প্রকল্পের কোন কাজ ফেলে রাখা যাবে না। পঞ্চদশ অর্থ কমিশনের অনেক টাকা এখনো পর্যন্ত খরচ করা হয়নি বিভিন্ন জেলায়। সেই টাকাগুলো অবিলম্বে খরচ করতে হবে। তার জন্য ১৫ ই ডিসেম্বরের মধ্যেই সব টেন্ডার করে দিতে হবে। আপনারা কোন টাকা ফেলে রাখবেন না। জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্য সচিবের কড়া বার্তা।
advertisement
advertisement
এই কর্মসূচীতে মোট ৩৫টি প্রকল্পের জন্য আবেদন জানানো যাবে। সেই সব প্রকল্পের মধ্যে থাকছে খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, জয় জোহর, তপশিলী বন্ধু, কৃষকবন্ধু, মেধাশ্রী, শিক্ষাশ্রী ও ঐক্যশ্রী। এর পাশাপাশি আবেদন জানানো যাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ কার্ডের জন্য।
advertisement
আবেদন জানানো যাবে কিষাণ ক্রেডিট কার্ড ও মৎস্যজীবী ক্রেডিট কার্ডের জন্য। আবেদন জানানো যাবে প্রতিবন্ধী সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র ও জমির পাট্টার জন্য। একই সঙ্গে এবারেই প্রথম দুয়ারে সরকার থেকে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণের কাজও করা হবে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 30, 2023 9:39 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Duare Sarkar: রাজ্যে ফের শুরু দুয়ারে সরকার! কবে থেকে শুরু হচ্ছে এই প্রকল্প, জানুন বিস্তারিত







