Doorstep Banking: আপনার দরজায় পৌঁছে যাবে ব্যাঙ্ক, পরিষেবা নেওয়ার আগে মাথায় রাখতে হবে এই ৪ বিষয়
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Doorstep Banking: ডোরস্টেপ ব্যাঙ্কিংয়ের মাধ্যমে নগদ জমা এবং তোলা, অর্থ স্থানান্তর, রিচার্জ এবং বিল পরিশোধ করা যাবে।
#কলকাতা: এখন আর টাকা লেনদেনের জন্য সশরীরে ব্যাঙ্কে যাওয়ার দরকার নেই। বরং গ্রাহকের বাড়ির দরজায় পৌঁছে যাবে ব্যাঙ্ক। পিএসবি অ্যালায়েন্সের উদ্যোগে শুরু হয়েছে এই ডোরস্টেপ ব্যাঙ্কিং পরিষেবা। সমস্ত পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলিকে এক ছাতার তলায় আনার কাজ চলছে। এর জন্য সাহায্য নেওয়া হচ্ছে ডিএসবি এজেন্টদের (Doorstep Banking)।
ডোরস্টেপ ব্যাঙ্কিংয়ের মাধ্যমে নগদ জমা এবং তোলা, অর্থ স্থানান্তর, রিচার্জ এবং বিল পরিশোধ করা যাবে। অ্যাকাউন্ট-সম্পর্কিত পরিষেবাগুলির মধ্যে রয়েছে প্যান (স্থায়ী অ্যাকাউন্ট নম্বর), মনোনয়নের বিবরণ, অ্যাকাউন্টের বিবৃতি অনুরোধ করা, স্থায়ী নির্দেশ জারি করা ইত্যাদি। অ্যাকাউন্টের সঙ্গে ফোন নম্বর লিঙ্ক করা থাকলেই গ্রাহক তালিকাভুক্ত ১২টি পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলি থেকে ডোর স্টেপ ব্যাঙ্কিংয়ের সুবিধা নিতে পারেন। তবে অবশ্যই এই পরিষেবা নেওয়ার সময় ৪টি জিনিস মাথায় রাখতে হবে।
advertisement
advertisement
প্রথমটি হল, পরিষেবার সীমিত প্রকৃতি। হোম শাখা থেকে সর্বাধিক ৫ কিমির মধ্যে থাকা গ্রাহকরাই এই পরিষেবা পান। এর থেকে বেশি দূরত্বে ডোর স্টেপ ব্যাঙ্কিং পরিষেবা উপলব্ধ নয়। তা ছাড়া ব্যাঙ্কিং সময়ের মধ্যেই এই পরিষেবাগুলি পাওয়া যায়। অনেক সময় আবেদন করার দিনে পরিষেবা নাও মিলতে পারে। বিশেষ করে বিকেল ৩টের পর আবেদন করলে এমন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
advertisement
দ্বিতীয়ত, এই পরিষেবা বিনামূল্যে পাওয়া যায় না। এর জন্য অতিরিক্ত চার্জ দিতে হয়। একটি পরিষেবার জন্য বিভিন্ন ব্যাঙ্কের চার্জ আলাদা আলাদা হতে পারে। যেমন চেক পিকআপ এবং ডেলিভারির জন্য একটি ব্যাঙ্ক ৭৫ টাকা এবং অন্য ব্যাঙ্ক ১০০ টাকা চার্জ করতে পারে। ক্যাশ পিকআপ এবং ডেলিভারির চার্জও পরিমাণের উপর নির্ভর করে বিভিন্ন ব্যাঙ্ক আলাদা আলাদা চার্জ নিতে পারে। সুতরাং ডোর স্টেপ ব্যাঙ্কিং পরিষেবা পেতে চাইলে অতিরিক্ত ব্যয়ের জন্য প্রস্তুত থাকতে হবে।
advertisement
তৃতীয়ত, সব অ্যাকাউন্টে হয় তো এই পরিষেবা নাও মিলতে পারে। যতদূর জানা গিয়েছে, কেবলমাত্র সম্পূর্ণ কেওয়াইসি আপডেট করা রয়েছে এমন অ্যাকাউন্টগুলিতেই এই পরিষেবা দেওয়া হবে। এ ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের জন্য কিছু ছাড় রয়েছে। তবে এই পরিষেবা পেতে তাঁদের সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্সের মতো কিছু শর্ত পূরণ করতে হতে পারে।
advertisement
চতুর্থ বিষয়টা হল, এই পরিষেবা নেওয়ার জন্য যেমন আবেদন করা যায় তেমনই আবেদন বাতিলও করা যায়। ব্যাঙ্কের এজেন্ট গ্রাহকের ডকুমেন্ট তুলে নেওয়ার আগে পোস্ট-সার্ভিস অর্ডার বাতিল করতে হবে। এজেন্ট একবার নথি তুলে নিলে তা আর সম্ভব নয়।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 10, 2022 1:37 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Doorstep Banking: আপনার দরজায় পৌঁছে যাবে ব্যাঙ্ক, পরিষেবা নেওয়ার আগে মাথায় রাখতে হবে এই ৪ বিষয়