corona virus btn
corona virus btn
Loading

অনলাইন লেনদেনের সময় ভুলেও এই কাজটি করবেন না, সতর্ক করল SBI

অনলাইন লেনদেনের সময় ভুলেও এই কাজটি করবেন না, সতর্ক করল SBI

সাইবার ক্রাইম থেকে বাঁচার জন্য গ্রাহকদের ৬টি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নজর রাখতে বলা হয়েছে ৷

  • Share this:

#নয়াদিল্লি: বেড়েই চলেছে অনলাইন ফ্রডের ঘটনা ৷ নিত্যদিন অনলাইনে কেউ না কেউ এই সমস্ত ফ্রডের শিকার হচ্ছেন ৷ খোয়াচ্ছেন বিপুল পরিমাণ টাকা ৷ গ্রাহকদের সুরক্ষার কথা মাথায় রেখে এবার তাদের একটি বিশেষ ই-মেল পাঠানো হয়েছে স্টেট ব্যাঙ্কের তরফে ৷ গ্রাহকদের মেলে সতর্ক করা হয়েছে যে অনলাইনে লেনদেন করার সময় কয়েকটি বিষয়ে নজরে রাখতে যাতে তারা ফ্রডের চক্করে না পরে ৷ সাইবার ক্রাইম থেকে বাঁচার জন্য গ্রাহকদের ৬টি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নজর রাখতে বলা হয়েছে ৷

১. কোনও অজানা লিঙ্কে ক্লিক না করতে বলা হয়েছে গ্রাহকদের ৷ এরকম লিঙ্কের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে ওটিপি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিয়ে থাকে প্রতারকরা ৷ ইএমআই, ডিবিটি বা প্রধানমন্ত্রী কেয়ার ফান্ডের নামে এই লিঙ্ক পাঠানো হয়ে থাকে ৷ এখানে ক্লিক করতেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য চাওয়া হয় ৷ আর তারপরই অ্যাকাউন্ট থেকেই তুলে নেওয়া হয় টাকা ৷

২. এর পাশাপাশি গ্রাহকদের চাকরি ও ক্যাশ প্রাইজ জেতা সংক্রান্ত লিঙ্ক থেকে সাবধানে থাকতে বলা হয়েছে ৷ এসএমএস, ফোন কল বা ই-মেলের মাধ্যমে গ্রাহকদের থেকে তথ্য নেওয়ার চেষ্টা করা হয় ৷

৩. অনলাইন ব্যাঙ্কিং লগই, পাসওয়ার্ড সময় সময়ে বদলানোর পরামর্শ দেওয়া হয়েছে ৷ এবং অবশ্যই অন্য কারোর সঙ্গে তা শেয়ার না করতে বারবার বলা হয়েছে ব্যাঙ্কের তরফে ৷ এবং অবশ্যই সমস্ত পাসওয়ার্ড AlphaNumeric রাখতে বলা হয়েছে ৷ কারণ এটা ডিকোড করা মুশকিল ৷

৪. কোনও ব্যাঙ্ক গ্রাহকদের থেকে ম্যাসেজ, ই-মেল বা ফোনের মাধ্যমে ওটিপি চায় না ৷ তাই এরকম কোনও ফোন এলে অবশ্যই সাবধান বয়ে যাবেন ৷

৫. ব্যাঙ্কের ফোন নম্বর বা ঠিকানা গুগলে সার্চ করবেন না ৷ কারণে ইন্টারনেটে থাকা তথ্য সব সময়ে সঠিক এরকম নয় ৷ কোনও কিছু জানার হলে ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে চেক করে নিন ৷

৬. আপনার সঙ্গে কোনও ব্যাঙ্কিং ফ্রডের ঘটনা ঘটলে সেটি লুকোবেন না ৷ আপনার নিকটবর্তী পুলিশ স্টেশনে অবশ্যই বিষয়টি জানান ৷ এর পাশাপাশি ব্যাঙ্কের ব্রাঞ্চে গিয়েও বিষয়টিজানাবেন ৷

First published: April 25, 2020, 8:58 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर