Numerology Special Article: E অথবা F দিয়ে নামের শুরু? দেখে নিন কী আছে কপালে!

Last Updated:

জন্মতারিখের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে, এই হিসাব অনুসারে সৌভাগ্য প্রদান করবে, এমন আদ্যক্ষরই বেছে নেওয়া উচিত।

কলকাতা: বেশিরভাগ ভারতীয় পরিবারই এমন কোনও আদ্যক্ষর দিয়ে সন্তানের নামকরণ করতে চায়, যা তার পক্ষে জীবনে শুভ ফল বয়ে আনবে। অনেক ভেবে-চিন্তে তাই নাম বাছা হয়। আর এই নামের আদ্যক্ষরই ভাগ্যের ফেরে ঠিক করে দেয় কেমন কাটবে জীবন, কেমন হতে পারে জাতক বা জাতিকার চারিত্রিক দিকগুলি। তাই জন্মতারিখের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে, এই হিসাব অনুসারে সৌভাগ্য প্রদান করবে, এমন আদ্যক্ষরই বেছে নেওয়া উচিত।
দেখে নেওয়া যাক ইংরেজি E অক্ষর দিয়ে নাম শুরু হলে জীবন কেমন কাটে- কেউই একথা অস্বীকার করবেন না যে ব্যক্তির জীবনপথ গড়ে তোলে আদতে তাঁর চারিত্রিক গুণাবলী!
advertisement
- এই জাতক-জাতিকারা খোলামেলা স্বভাবের হন, তাঁরা সামাজিকতা পছন্দ করেন।
advertisement
- যে কোনও মূল্যে তাঁরা সত্য অনুসরণের পক্ষপাতী।
- এঁদের সৃজনশীলতা অনবদ্য, তার রূপায়ণেও এঁরা দক্ষ।
- বুদ্ধি এবং শক্তির সমন্বয় এঁদের সাফল্যে পৌঁছে দেয়।
- নতুন বিষয়ের সঙ্গে এঁরা ক্রমাগত নিজেদের খাপ খাইয়ে নেন।
- এঁরা কঠোর পরিশ্রম করতে জানেন, কোনও ভাবেই হাল ছাড়েন না।
- যে কোনও কাজ এঁরা নিখুঁত ভাবে সম্পন্ন করতে চান।
advertisement
- সম্পত্তিগত ক্ষেত্রে সব সময়েই এঁরা বৈষয়িক মনোভাবের পরিচয় দেন।
সৌভাগ্য পেতে এঁদের যা করতে হবে:
- সকালে সবুজ ঘাসের ওপরে খালি পায়ে হাঁটতে হবে।
- সবুজ এবং অ্যাকোয়া রঙ এঁদের পক্ষে শুভ, অতএব সঙ্গে রাখা দরকার।
advertisement
আর যদি নাম শুরু হয় ইংরেজি F অক্ষর দিয়ে?
- এই জাতক-জাতিকারা ঘরোয়া স্বভাবের হয়ে থাকেন।
- এঁদের স্বভাব শিশুর মতো হয়ে থাকে, আচরণও- তবে তা অন্যদের মন কেড়ে নেয়।
- এঁরা নীতিবাদী, অন্যের ভাল করতে চান সব সময়েই।
- এঁরা দানশীল স্বভাবের হয়ে থাকেন।
- সহজ সরল স্বভাবের জন্য সতর্ক না থাকলে এঁদের ঠকতেও হয়।
advertisement
- পরিবার হোক বা কর্মক্ষেত্র- এঁদের মতো সঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার।
- এঁরা বিশ্বাসযোগ্য এবং শান্তিপ্রিয় হয়ে থাকেন।
- এঁদের মধ্যে পূর্ণ দেশপ্রেমের দেখা মেলে।
সৌভাগ্য পেতে এঁদের যা করতে হবে:
- গৃহকর্মীদের তাঁদের শিক্ষা এবং অন্য বিষয়ে সাহায্য করা দরকার।
- আকাশি নীল এবং গোলাপি রঙ এঁদের পক্ষে শুভ, অতএব সঙ্গে রাখা দরকার।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Numerology Special Article: E অথবা F দিয়ে নামের শুরু? দেখে নিন কী আছে কপালে!
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement