অ্যাকাউন্টে টাকা ঢুকছে না? এলপিজি সিলিন্ডারে সাবসিডি পাওয়ার জন্য দ্রুত করতে হবে এই কাজ!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
গ্রাহকদের অ্যাকাউন্টে সরকারের তরফ থেকে আসতে শুরু করেছে প্রতি সিলিন্ডার পিছু ৭৯.২৬ টাকা করে সাবসিডি।
#নয়াদিল্লি: এলপিজি সিলিন্ডারের (Rasoi Gas LPG Cylinder) গ্রাহকদের জন্য সুখবর। কারণ গ্রাহকদের অ্যাকাউন্টে সরকারের তরফ থেকে আসতে শুরু করেছে প্রতি সিলিন্ডার পিছু ৭৯.২৬ টাকা করে সাবসিডি। কেউ যদি এই এলপিজি গ্যাস সিলিন্ডারের সাবসিডি না পেয়ে থাকেন, তার প্রধান কারণ হল এলপিজি আইডির সঙ্গে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর লিঙ্ক করানো নেই। এই সমস্যা সমাধানের জন্য নিজেদের গ্যাস সিলিন্ডারের ডিস্ট্রিবিউটরের সঙ্গে যোগাযোগ করতে হবে। এছাড়াও ট্রোল ফ্রি নম্বর ১৮০০২৩৩৩৫৫-তে কল করে অভিযোগ জানানো যাবে।
কারা পেতে পারে এই সাবসিডি-
যে সকল গ্রাহকের আয় প্রতি বছর ১০ লাখ টাকার বেশি তাদের এলপিজি সিলিন্ডারের সাবসিডি দেওয়া হয় না। প্রতি বছর ১০ লাখ টাকার এই আয় স্বামী এবং স্ত্রী দু'জনের উপার্জন মিলিয়ে ধরা হয়।
advertisement
advertisement
সাবসিডির পরিমাণ-
বর্তমানে ঘরের কাজে ব্যবহারের গ্যাস সিলিন্ডারে অনেক কম সাবসিডি পাওয়া যায়। এখন গ্রাহকরা প্রায় ৭৯.২৬ টাকা করে সাবসিডি পাচ্ছে।
আরও পড়ুন- বাজারে শুরু হয়েছে ওঠানামা; এক নজরে দেখে নিন ক্রিপ্টোকারেন্সির বর্তমান বাজারদর
এক সময়ে এই সাবসিডির পরিমাণ ছিল প্রায় ২০০ টাকা। যা কমতে কমতে এখন ৭৯.২৬ টাকায় এসে দাঁড়িয়েছে। কিন্তু কিছু সংখ্যক গ্রাহক প্রায় ১৫৮.৫২ টাকা বা ২৩৭.৭৮ টাকা করে সাবসিডি পাচ্ছে।
advertisement
এলপিজি সিলিন্ডারের সাবসিডি পাওয়ার উপায়
স্টেপ ১ - প্রথমেই ওপেন করতে হবে এই ওয়েবসাইট- http://mylpg.in/। এরপর এখানে নিজেদের এলপিজি আইডির নম্বর লিখতে হবে।
স্টেপ ২ - যে গ্রাহক যেই কোম্পানির এলপিজি সিলিন্ডার ব্যবহার করছে, তাকে সেই কোম্পানির সমস্ত বিবরণ দিতে হবে।
স্টেপ ৩ - এর পর নিজেদের ১৭ সংখ্যার এলপিজি আইডি এবং রেজিস্টার মোবাইল নম্বর এন্টার করতে হবে।
advertisement
স্টেপ ৪ - এর পর সেখানে দেওয়া ক্যাপচা কোড এন্টার করে ক্লিক করতে হবে।
স্টেপ ৫ - এরপর এন্টার করা মোবাইল নম্বরে একটি ওটিপি চলে আসবে।
স্টেপ ৬ - এর পর সেখানে একটি ইমেল আইডি এন্টার করতে হবে এবং পাসওয়ার্ড বানাতে হবে।
advertisement
স্টেপ ৭ - ইমেল আইডি এন্টার করে পাসওয়ার্ড ক্রিয়েট করার পর, সেই ইমেল আইডিতে একটি লিঙ্ক চলে আসবে। এর পর নিজেদের মেল আইডি খুলে সেই লিঙ্কে ক্লিক করতে হবে।
স্টেপ ৮ - এর পর আবার mylpg.in এ লগ ইন করে নিজেদের ডিটেলস দিতে হবে।
স্টেপ ৯ - এর পর সিলিন্ডার বুকিং হিস্ট্রি/সাবসিডি ট্রান্সফার অপশনে ক্লিক করতে হবে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 26, 2021 7:48 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
অ্যাকাউন্টে টাকা ঢুকছে না? এলপিজি সিলিন্ডারে সাবসিডি পাওয়ার জন্য দ্রুত করতে হবে এই কাজ!