Fish Market Price: মাছের দাম বেড়ে দ্বিগুণ, তিনগুণ! টানা দুর্যোগে চড়া দাম মোহনার মাছের আড়তে, কত টাকায় মিলবে বাজারে? জানুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Madan Maity
Last Updated:
Fish Market Price: চাহিদা বাড়ছে, জোগান কমছে! সামুদ্রিক মাছের বাজারে এখন আকাশছোঁয়া দাম। উত্তাল সমুদ্র, প্রশাসনের নিষেধাজ্ঞা আর বারবার নিম্নচাপের প্রভাবে দিঘা মোহনার চেনা ছন্দ যেন একেবারে হারিয়ে গিয়েছিল। তবে এখন সেই পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করেছে।
দিঘা, মদন মাইতি: টানা দুর্যোগে থমকে গিয়েছিল উপকূলীয় মৎসজীবীদের জীবনযাত্রা। উত্তাল সমুদ্র, প্রশাসনের নিষেধাজ্ঞা আর বারবার নিম্নচাপের প্রভাবে দিঘা মোহনার চেনা ছন্দ যেন একেবারে হারিয়ে গিয়েছিল। তবে এখন সেই পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। রোদ উঠেছে, আবহাওয়া শান্ত হয়েছে, আর সেই সঙ্গেই ফের সমুদ্রে নেমেছেন মৎস্যজীবীরা। তবে দুর্যোগের সেই দাগ এখনও পুরোপুরি মুছে যায়নি। কারণ, দীর্ঘদিন মৎস্য শিকার বন্ধ থাকার ফলে বাজারে মাছের জোগান কমে গিয়েছে চরমভাবে। ফলে এখন সামুদ্রিক মাছের দাম ছুঁয়েছে আকাশ! আগের তুলনায় প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে রুলি, পটল, ভোলা, ঠিকরি-সহ বিভিন্ন মাছ, আর এই অবস্থায় বিপাকে পড়েছেন উপকূলজুড়ে সাধারণ ক্রেতারা।
পুজোর আগেই টানা নিম্নচাপ ও প্রবল বর্ষণে উত্তাল হয়েছিল সমুদ্র। প্রশাসনের নির্দেশে একাধিকবার সমুদ্র থেকে ফিরতে হয়েছে মৎস্যজীবীদের। টানা কয়েক সপ্তাহ মৎস্য শিকার বন্ধ থাকার কারণে বাজারে দেখা দিয়েছে অকাল। সাধারণ ক্রেতার পাতে এখন মাছ যেন বিলাসবস্তু। টানা দুর্যোগ শেষে দীর্ঘদিন পর মৎস্যজীবীরা মৎস্য শিকারে বেরিয়েছেন আর তাতেই মাছের দামে লেগেছে আগুন। আগে ৪০-৫০ টাকায় বিক্রি হওয়া ছোট সামুদ্রিক মাছ এখন বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকায়। রুলি মাছের দাম ২০-৩০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬০-৭০ টাকায়। পটল মাছ আগে ১১৫ টাকায় মিললেও এখন তা বিক্রি হচ্ছে প্রায় ১৮০ টাকায়। আর ভোলা মাছ ১৮০ টাকার বদলে এখন বিক্রি হচ্ছে ২৮০ টাকায়।
advertisement
আরও পড়ুনঃ ‘বউ সারাদিন ফেসবুক করে’, আপত্তি জানাতেই শাশুড়ির রুদ্রমূর্তি! রক্তে ভিজে জামাই পৌঁছল হাসপাতাল, পাড়া-পড়শিরা হতবাক
দিঘা ফিশারমেন অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস বলেন, “বর্তমানে বাজারে মাছ প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। টানা দুর্যোগের কারণে মৎস্যজীবীরা সমুদ্রে যেতে পারেননি। ফলে বাজারে সামুদ্রিক মাছের অকাল দেখা দিয়েছে। তবে আশা করছি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে, তখন দামও অনেকটাই কমে যাবে।” উপকূলীয় এলাকা থেকে শুরু করে কলকাতার বাজার, সব জায়গাতেই সামুদ্রিক মাছের চাহিদা ব্যাপক। ফলে সরবরাহ কম থাকায় চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরাও। দীর্ঘদিন পর মৎস্যজীবীরা ধীরে ধীরে ফিরেছেন তাদের পুরোনো পেশায়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ১ ডিসেম্বর থেকে টানা ৩ মাস দূরপাল্লার প্রচুর ট্রেন বাতিল! আপনার কোথাও যাওয়ার প্ল্যান নেই তো? দেখে নিন ক্যানসেল ট্রেনের তালিকা
দিঘা মোহনার মৎস্য ব্যবসায়ীদের কথায়, মৎস্যজীবীরা ট্রলার নিয়ে ফিরলেই পরিস্থিতি আবার স্বাভাবিক হবে। কিন্তু ততদিন পর্যন্ত অতিরিক্ত গাঁটের কড়ি খরচ করেই মাছ কিনতে হবে ক্রেতাদের। সমুদ্র এখন শান্ত হলেও বাজার রয়ে গিয়েছে উত্তাল। দিঘা মোহনায় ফের ব্যস্ততা শুরু হলেও, মাছে-ভাতে বাঙালির মুখে এখনও পুরোপুরি স্বস্তির হাসি ফেরেনি। কবে স্বাভাবিক হবে সামুদ্রিক মাছের বাজার, সেই অপেক্ষায় দিন গুনছেন মৎস্যপ্রেমীরা।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
October 11, 2025 12:25 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Fish Market Price: মাছের দাম বেড়ে দ্বিগুণ, তিনগুণ! টানা দুর্যোগে চড়া দাম মোহনার মাছের আড়তে, কত টাকায় মিলবে বাজারে? জানুন