Dhanteras: ধনতেরসে এখানে বিনিয়োগ করলে রয়েছে মালামাল হওয়ার সুযোগ! মিলবে সোনার মতো ভরসা
Last Updated:
Dhanteras: বর্তমানে ফিজিক্যাল গোল্ড বিনিয়োগের তুলনায় গোল্ড ইটিএফ অত্যন্ত ভাল বিকল্প।
#নয়াদিল্লি: ধনতেরসে তো বটেই, এমনকী যে কোনও শুভ অনুষ্ঠানে সোনা কেনা ভারতীয় ঐতিহ্যের অন্যতম অঙ্গ। বিনিয়োগকারী হিসেবে বিভিন্ন ধরনের সোনার পণ্য কেনা যায়। তবে বর্তমানে ফিজিক্যাল গোল্ড বিনিয়োগের তুলনায় গোল্ড ইটিএফ অত্যন্ত ভাল বিকল্প। এতে সোনা কেনার আনন্দ তো থাকেই, সেই সঙ্গে শেয়ার বাজারে বাম্পার রিটার্নও পাওয়া যায়।
ইটিএফের মাধ্যমেও বিনিয়োগকারীর অর্থ ফিজিক্যাল গোল্ডেই বিনিয়োগ করা হয়। কিন্তু এগুলো মিউচুয়াল ফান্ড ইউনিটের মতো ইলেকট্রনিক আকারে থাকে, যা একটি ডিম্যাট অ্যাকাউন্টে সংরক্ষণ করা হয়। গোল্ড ইটিএফ-এর প্রতিটি ইউনিট অত্যন্ত খাঁটি ফিজিক্যাল গোল্ডের মতোই। অন্যান্য ইটিএফ-এর মতো, গোল্ড ইটিএফগুলিও স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত এবং লেনদেন করা হয়। তাই যে কোনও সময় সহজেই গোল্ড ইটিএফ কেনা কিংবা বিক্রি করা যায়। এই দীপাবলিতে গোল্ড ইটিএফ-এ বিনিয়োগ করে দ্বিগুণ লাভের সুযোগ ছাড়া উচিত হবে না।
advertisement
গোল্ড ইটিএফের সুবিধা:
advertisement
স্বল্প পরিমাণে বিনিয়োগ:
বিনিয়োগকারীরা গোল্ড ইটিএফে ৪৫ টাকারও কমে বিনিয়োগ শুরু করতে পারেন, যা আইসিআইসিআই প্রুডেনশিয়াল গোল্ড ইটিএফ-এর ১ ইউনিটের মূল্য (২০ অক্টোবর, ২০২২ অনুযায়ী)। বোঝাই যাচ্ছে যে, গোল্ড ইটিএফে বিনিয়োগ করতে বিশাল অঙ্কের টাকার প্রয়োজন হয় না। কিন্তু সোনা কিনতে আরও বেশি অঙ্কের অর্থের প্রয়োজন হয়।
advertisement
সামর্থ্য:
ফিজিক্যাল গোল্ড কেনা, সংরক্ষণ এবং বিমার তুলনায় ইটিএফ-এ বিনিয়োগের খরচ অনেক কম।
নির্ভরযোগ্যতা:
গোল্ড ইটিএফ-এর লক্ষ্য হল ৯৯.৫ শতাংশ বা তার বেশি বিশুদ্ধ সোনা কেনা। এর ফলে গ্রাহকরা যে কোনও ধরনের ভেজাল থেকে রক্ষা পান।
advertisement
আরও পড়ুন: ধনতেরসে সোনা কিনতে চান? কীভাবে চিনবেন খাঁটি সোনা? জানুন ২৪, ২২, ১৮ এবং ১৪ ক্যারেটের ফারাক!
কম খরচ:
ইটিএফ গোল্ডের সঙ্গে সম্পর্কিত খরচ ফিজিক্যাল গোল্ডে বিনিয়োগের তুলনায় অনেক কম, কারণ এতে কোনো মেকিং চার্জ নেই। যেমন, আইসিআইসিআই প্রুডেনশিয়াল গোল্ড ইটিএফ-এর ব্যয়ের অনুপাত ০.৫ শতাংশ, যা সোনার ইটিএফগুলির মধ্যে সবচেয়ে সস্তা।
advertisement
লিকুইডিটি:
সোনার ইটিএফগুলি ট্রেডিংয়ের সময় ১ ইউনিটের রিয়েল টাইমে এনএভি (নেট অ্যাসেট ভ্যালু)-তে এক্সচেঞ্জে যে কোনও সময়ে বিক্রি করা যেতে পারে (লিক্যুইডেট)। অর্থাৎ এটি গয়না, কয়েন বা বার বিক্রির চেয়ে অনেক সহজ।
সমান্তরাল:
ইটিএফগুলি ঋণের জন্য জামানত হিসাবে গৃহীত হয়। তাই জরুরি অবস্থায় অর্থের প্রয়োজন হলে ইটিএফ-এর মাধ্যমে ঋণ নেওয়া যাবে।
advertisement
কর সঞ্চয়:
গোল্ড ইটিএফ ৩ বছরের বেশি সময় ধরে রাখলে এর থেকে অর্জিত আয় দীর্ঘমেয়াদী মূলধন লাভ হিসাবে বিবেচিত হয়।
বৈচিত্র্য:
গোল্ড ইটিএফগুলি পোর্টফোলিওকে বৈচিত্র্যময় করার হাতিয়ার হিসাবেও ব্যবহার করা যেতে পারে।
জানা গুরুত্বপূর্ণ:
ইটিএফের মূল্য ফিজিক্যাল গোল্ডের দামের মতো ওঠা-নামা করে। অর্থাৎ, বিনিয়োগকারীরা প্রকৃত সম্পদ না-কিনে সোনায় বিনিয়োগের সুবিধা পেতে পারেন। রিডেম্পশনের সময়, বিনিয়োগকারী নগদ পান, ফিজিক্যাল গোল্ড নয়। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমেও গোল্ড ইটিএফে বিনিয়োগ করা যায়।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 23, 2022 12:07 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Dhanteras: ধনতেরসে এখানে বিনিয়োগ করলে রয়েছে মালামাল হওয়ার সুযোগ! মিলবে সোনার মতো ভরসা