ধনতেরসে সোনা কিনতে চান? কীভাবে চিনবেন খাঁটি সোনা? জানুন ২৪, ২২, ১৮ এবং ১৪ ক্যারেটের ফারাক!

Last Updated:

সোনার ওজন বা বিশুদ্ধতা ক্যারেটে পরিমাপ করা হয়। ক্যারেট যত বেশি, সোনার বিশুদ্ধতাও তত বেশি থাকবে।

#কলকাতা: আজ ধনত্রয়োদশী। এই দিনে সোনা, রুপো কেনাকে শুভ বলে মনে করা হয়। তাই তিথি মিলিয়ে সোনার দোকানে ভিড় জমান ভারতীয়রা। চলে গয়না কেনাকাটা। তবে শুধু সোনা কিনলেই হবে? সেটা খাঁটি কি না - সেটাও তো যাচাই করে নিতে হবে। সোনার ওজন বা বিশুদ্ধতা ক্যারেটে পরিমাপ করা হয়। ক্যারেট যত বেশি, সোনার বিশুদ্ধতাও তত বেশি থাকবে। সোনার মুদ্রা থেকে গয়নাগাঁটি- সব ক্ষেত্রেই মেনে চলা হয় এই নিয়ম। এর ভিত্তিতেই মূলত নির্ধারিত হয় এর দাম। ২৪, ২২, ১৮ এবং ১৪ - এই চার ক্যারেটের সোনা পাওয়া যায়। ধনতেরসে সোনা কেনার আগে দেখে নেওয়া যাক এই চার ক্যারেটের পার্থক্য।
২৪ ক্যারেট সোনা:
২৪ ক্যারেট সোনা মানে ১০০ শতাংশ খাঁটি। এতে অন্য কোনও ধাতু মেশানো হয় না। এটাই সোনার বিশুদ্ধতম রূপ। ভারতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতিদিন ওঠা-নামা করে। তবে ২২ বা ১৮ ক্যারেট সোনার চেয়ে এর দাম বেশি হয়। ২৪ ক্যারেট সোনা নমনীয়। তাই গয়না তৈরিতে ব্যবহার করা হয় না বললেই চলে। বিনিয়োগের উদ্দেশ্যেই এতে টাকা ঢালা হয়। তবে ২৪ ক্যারেট সোনার কয়েন, বার এবং ইলেকট্রনিক্স এবং মেডিকেল ডিভাইস তৈরিতে ব্যবহৃত হয়।
advertisement
advertisement
২২ ক্যারেট সোনা:
গয়না তৈরিতে ব্যবহৃত হয় ২২ ক্যারেট সোনা। এটি ৯১.৬৭ শতাংশ খাঁটি সোনা হিসাবেও পরিচিত। এতে রূপা, দস্তা, নিকেল এবং অন্যান্য মিশ্র ধাতু মেশানো হয়। মিশ্র ধাতুর উপস্থিতি এটিকে আরও শক্ত করে তোলে। তাই এটা দিয়েই গয়না তৈরি করা যায়। টেকসইও হয়।
advertisement
১৮ ক্যারেট সোনা:
১৮ ক্যারেট সোনায় ৭৫ শতাংশ সোনা এবং ২৫ শতাংশ অন্যান্য ধাতু যেমন - তামা, রুপো মেশানো হয়। এই ধরনের সোনা পাথর খচিত গয়না এবং অন্যান্য হিরের গহনা তৈরি করতে ব্যবহৃত হয়। এটি ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার চেয়ে সস্তা। এর রং হালকা হলুদ। তবে এটি ২২ বা ২৪ ক্যারেটের চেয়ে শক্তিশালী। এর ওজন কম হওয়ায় প্রচলিত গয়না তৈরি এবং সাধারণ নকশা তৈরিতেও ব্যবহৃত হয়।
advertisement
১৪ ক্যারেটের সোনা:
১৪ ক্যারেটের সোনা হল ৫৮.৫ শতাংশ খাঁটি সোনা এবং বাকিটা অন্যান্য ধাতুর মিশ্রণ। ১৮ ক্যারেট সোনার তুলনায়, ১৪ ক্যারেট বেশি টেকসই এবং দামেও সস্তা। ১৪ ক্যারেট সোনার গয়না দৈনন্দিন ব্যবহারের জন্য ভালো। পরার জন্য ১৮ এবং ২২ ক্যারেট সোনার চেয়ে উপযুক্ত।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
ধনতেরসে সোনা কিনতে চান? কীভাবে চিনবেন খাঁটি সোনা? জানুন ২৪, ২২, ১৮ এবং ১৪ ক্যারেটের ফারাক!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement