এই গাছের চাহিদা শুনলে অবাক হয়ে যাবেন ! দাম কত জানেন?
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
চাহিদের উপর নির্ভর করে এই সমস্ত গাছের বাজারদর থাকে।
হাওড়া : খরিদ্দার রীতিমতো হুমড়ি খেয়ে এই গাছ কেনেন! এই গাছের চাহিদার কারণে বন্ধ হয়েছে বিক্রি। শুনতে অবাক মনে হলেও সত্যি। এমন ঘটনা জেলাজুড়ে। বর্তমান সময়ে ফুল অথবা বাহারি গাছের চাহিদা ব্যাপক। সৌন্দর্য বাড়াতে গাছের ব্যবহার দীর্ঘদিনের।
ফুল মানুষের মন আকৃষ্ট করে, তবে বর্তমান সময়ে বাহারি গাছও দারুন ভাবে আকর্ষণের কারণ। সেই দিক থেকে নিত্যনতুন পাহাড়ি গাছের খোঁজে থাকেন অনেকেই। সৌন্দর্য বাড়াতে বাড়ির সামনে বাগান অথবা ছাদ বাগান বেশ কদর দিয়ে বাগান তৈরি করে থাকে মানুষ।
advertisement
advertisement
বর্তমান সময়ে বিভিন্ন গাছের সঙ্গে ইনডোর প্ল্যান্টের চাহিদা চোখে পড়ার মত। জেলার নার্সারিগুলিতে ইনডোর প্যান্টের বিপুল সম্ভার। এই সমস্ত গাছ ব্যালকনি, ডাইনিং রুম বা অফিস রুমে দারুণভাবে ব্যবহার হচ্ছে। চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে এর দামও মন্দ নয়।
বহু ধরনের ইনডোর প্ল্যান্ট রয়েছে। চাহিদের উপর নির্ভর করে এই সমস্ত গাছের বাজারদর থাকে। সেই দিক থেকে, পিকক প্রিন্ট ইনডোর প্ল্যান্টের চাহিদা দারুন। খুচরো পাইকারি উভয় ক্ষেত্রেই এর চাহিদা, চাহিদা থাকলেও এই গাছের যোগান একেবারেই নেই। ফলে দামও আকাশ ছোঁয়া।
advertisement
৫০০ থেকে ৭০০ টাকা দাম হাকলেও এই গাছ বিক্রি হয় অনায়সে। আসলে এই গাছ যেকোনও গাছ প্রেমীর মন মুগ্ধ করে।এ প্রসঙ্গে নার্সারি মালিক উমা প্রসাদ বোস জানান, পিকক ইনডোর প্ল্যান্টের চাহিদা প্রচুর। বর্তমান
advertisement
সময়ে এই গাছ অমিল প্রায়, জেলার অধিকাংশ নার্সারীতে এই গাছ নেই। সৌন্দর্যের দিক থেকে এই গাছ সহজেই মানুষের মন আকৃষ্ট করে। তবে এই গাছ পালন করা একটু কঠিন। এটি ক্লেথিয়া গ্রুপে গাছ।রাকেশ মাইতি
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 07, 2024 6:20 PM IST