Salary: কোনও আইডিয়া নেই...! বলুন তো, 'এই' নামী কোম্পানি ফ্রেশারদের কত বেতন দেয়? টাকার অঙ্ক শুনলে মাথা ঘুরে যাবে

Last Updated:

Salary: রেভেনিউ এবং কর্মচারীর সংখ্যার দিক থেকে ডেলয়েট বিশ্বের বৃহত্তম পেশাদার পরিষেবা নেটওয়ার্কগুলির মধ্যে একটি। বিগ ফোর অ্যাকাউন্টিং ফার্ম বলতে EY, KPMG এবং PwC-এর পাশাপাশি সমান ভাবে ডেলয়েটেরও নাম উঠে আসে।

News18
News18
চাকরি করার উদ্দেশ্য একটাই- যাতে ঠিকঠাক ভাবে জীবনের ব্যয়ভার বহন করা সম্ভব হয়। অর্থ উপার্জনের দায় না থাকলে কেউ চাকরিতে ঢোকার কথা কোনও দিন বিবেচনাও করতেন না। এর মধ্যেও আবার চাকরি নিয়ে কথা আছে। সব চাকরির বেতন সমান হয় না, তা সম্ভবও নয়। কিছু চাকরি এক দিকে যেমন অসম্ভব ভাল বেতন দিয়ে থাকে কর্মীদের, তেমনই আবার বেশ কিছু চাকরিতে মাথার ঘাম পায়ে ফেললে তবে দুটো পয়সা হাতে আসে! তবে, অ্যাকাউন্টিং ফার্মের বেতন সাধারণত ভাল হয় বলেই সবাই মনে করে থাকেন। দেশের অন্যতম বিখ্যাত অ্যাকাউন্টিং ফার্ম ডেলয়েট তার ফ্রেশারদের কত বেতন দেয়, সেটা এবার দেখে নেওয়া যাক!
রেভেনিউ এবং কর্মচারীর সংখ্যার দিক থেকে ডেলয়েট বিশ্বের বৃহত্তম পেশাদার পরিষেবা নেটওয়ার্কগুলির মধ্যে একটি। বিগ ফোর অ্যাকাউন্টিং ফার্ম বলতে EY, KPMG এবং PwC-এর পাশাপাশি সমান ভাবে ডেলয়েটেরও নাম উঠে আসে।
advertisement
advertisement
একজন ফ্রেশার এই কোম্পানিতে কত টাকা আয় করেন, তা এখানে দেওয়া হল।
অ্যাম্বিশনবক্সের মতে, ডেলয়েটের একজন অ্যানালিস্ট প্রতি বছর প্রায় ৫ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা আয় করেন।
ডেলয়েটে একজন অ্যাসোসিয়েট অ্যানালিস্টের বার্ষিক বেতন ২.৫ লক্ষ টাকা থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত।
ট্যাক্স কনসালট্যান্টের বার্ষিক আয় ৫.২ লক্ষ থেকে ৬ লক্ষ টাকার মধ্যে হতে পারে।
advertisement
একজন অডিট অ্যাসিসট্যান্ট তাঁর অভিজ্ঞতার ভিত্তিতে বছরে ৪.৯ লক্ষ টাকা থেকে ৯ লক্ষ টাকা পর্যন্ত আয় করেন।
ডেলয়েটের একজন অ্যাসোসিয়েট সলিউশন অ্যাডভাইজর সাধারণত প্রতি বছর ৮.৭ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকার মধ্যে আয় করেন।
advertisement
একজন ট্রেইনি অ্যানালিস্ট বছরে ৪ লক্ষ থেকে ২৬.৮ লক্ষ টাকার মধ্যে আয় করেন।
এদিকে, একজন ডেটা অ্যানালিস্টের গড় বেতন সাধারণত প্রতি বছর ৮.৪ লক্ষ টাকা থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে।
একজন অডিট অ্যানালিস্টের বার্ষিক বেতন প্রতি বছর ৩ লক্ষ টাকা থেকে ৬.৬ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে।
একজন ফিনান্সিয়াল অ্যানালিস্ট সাধারণত বছরে ৫ লক্ষ টাকা থেকে ৯.৮ লক্ষ টাকার মধ্যে আয় করেন।
advertisement
একজন রিস্ক অ্যানালিস্টের বার্ষিক আয় ৪.১ লক্ষ টাকা থেকে ৮.৮ লক্ষ টাকা পর্যন্ত।
একজন কনসাল্টিং অ্যানালিস্ট বছরে প্রায় ৫.১ লক্ষ টাকা থেকে ৮.৩ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারেন।
ডেলয়েটের একজন সফটওয়্যার ডেভেলপার বছরে ৯ লক্ষ টাকা থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয় করেন।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Salary: কোনও আইডিয়া নেই...! বলুন তো, 'এই' নামী কোম্পানি ফ্রেশারদের কত বেতন দেয়? টাকার অঙ্ক শুনলে মাথা ঘুরে যাবে
Next Article
advertisement
'মায়েদের রান্নার জিরেতে  জিএসটি, আর হিরেতে নেই...?' 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!
'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' গর্জে উঠলেন অভিষেক!
  • 'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' অভিষেক বন্দ্যোপাধ্যায়

  • 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!

  • মোদি সরকারের নতুন জিএসটি ২.০ লাগু করা নিয়ে এবার চরম নিশানা

VIEW MORE
advertisement
advertisement