Winter Flower: শীতে একদম কম খরচে এই রঙিন ফুলের চাষ শুরু করুন, দ্বিগুন লাভবান হবেন, জানুন পদ্ধতি

Last Updated:

Winter Flower: শীতকালীন ফুল লাগানোর উপযুক্ত সময় হল এই নভেম্বর মাস। শীতকালে বিভিন্ন ধরনের রঙিন ফুল ফুটতে দেখা যায়। এমনই রঙিন ফুল চন্দ্রমল্লিকা শীতকালীন সময়ে খুব কম খরচেই চাষ করা সম্ভব।

+
চন্দ্রমল্লিকা

চন্দ্রমল্লিকা ফুল

কোচবিহার: শীত মানেই প্রাণের ছোঁয়া। হিমের কনকনে ঠান্ডা আর চারিদিক কুয়াশাচ্ছন্ন প্রকৃতি। সঙ্গে পুলিপিঠের এক আলাদা অনুভুতি। যেন এক অপূর্ব পরিবেশের মেলবন্ধন। তবে এর সঙ্গে বাড়তি পাওনা বাহারি রঙের শীতকালীন সমস্ত ফুল। এমন কোনও মানুষ নেই যে ফুল ভালবাসে না। শীতকালীন ফুল লাগানোর উপযুক্ত সময় হল এই নভেম্বর মাস। শীতকালে বিভিন্ন ধরনের রঙিন ফুল ফুটতে দেখা যায়। অনেকেই টবে রঙিন ফুল লাগিয়ে থাকেন। আবার অনেকে এই সময় রঙিন ফুল চাষ করে থাকেন কিছুটা লাভের আশায়। তবে শীতকালীন সময়ে চন্দ্রমল্লিকা ফুল খুব কম খরচেই চাষ করা সম্ভব।
কোচবিহারের এক কৃষক দুলাল সরকার জানান, এই ফুল চাষ করার জন্য মূলত কিছুটা খোলা জায়গা থাকা প্রয়োজন। জমি তৈরি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এই ফুল চাষে। প্রথমে গোবর সার এবং কিছুটা রাসায়নিক সার দিয়ে ভাল করে তৈরি করে নিতে হয় জমি। এছাড়াও এই গাছের পাতায় ফাঙ্গাস আক্রমণ হয় বেশি এবং ধসা ধরে যায়। এই কারণে ফাঙ্গিসাইট প্রতি ১০ থেকে ১২ দিন অন্তর অন্তর স্প্রে করা প্রয়োজন। চারা লাগানোর কিছুদিন পর গাছের আগা কেটে দিতে হয়। এতে গাছ লম্বা না হয়ে ছোট ঝোপের মতো হয়। চারা গাছে তাড়াতাড়ি ফুল এলে দ্রুত তুলে নিতে হয়। বড় আকারের ফুল পেতে হলে মাঝের কুঁড়িটি রেখে পাশের দু’টি কুঁড়ি কেটে ফেলতে হয়।
advertisement
advertisement
তিনি আরও জানান, মূলত দু’ধরনের, ছোটো সাইজের এবং বড় সাইজের চন্দ্রমল্লিকা বাজারে দেখতে পাওয়া যায়। বড় সাইজের চন্দ্রমল্লিকা প্রতিটি পিস প্রায় ৮ থেকে ১০ টাকা পাইকারি দামে বিক্রি হয়। তবে ছোটো সাইজের চন্দ্রমল্লিকা গোছা করে বিক্রি হয়। দশ থেকে বারোটি ফুলের একটি গোছা করে বিক্রি করা হয়। বেশ অনেকটা সময় পর্যন্ত ভাল পরিমাণ ফুল পাওয়া যায় একটি গাছ থেকে। তাই দুই ধরনের ফুলেই লাভ হয়ে থেকে প্রচুর পরিমাণে। ছোটো ফুলের চারার দাম প্রতিটি ৪ থেকে ৫ টাকা হয়। এছাড়া বড় ফুলের চারার দাম ৫ থেকে ৬ টাকা হয়ে থাকে। শীতকালে এই ফুলের চাহিদা থাকে বাজারে প্রচুর পরিমাণে। তাই এই ফুল চাষ করে যে কোনও কৃষক ভাল মুনাফার মুখ দেখতে পারবেন খুব সহজেই।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Winter Flower: শীতে একদম কম খরচে এই রঙিন ফুলের চাষ শুরু করুন, দ্বিগুন লাভবান হবেন, জানুন পদ্ধতি
Next Article
advertisement
West Bengal Weather Update: সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
  • সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি

  • দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement