Bankura News: বাঁকুড়ার রাঙ্গামাটিতে বিদেশি জারবেরা ফুলের চাষ, লাভও হচ্ছে বিপুল
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
Last Updated:
বাঁকুড়ার সুদর্শন বিদেশি ফুলের চাহিদা এখন কলকাতার নামকরা ফুল বাজারগুলিতে।
বাঁকুড়া: জেলা উদ্যানপালন দফতরের সহযোগিতায় ২০০০ স্কোয়ার ফুট জমিতে স্থায়ী গ্রিন পলিহাউসে জারবেরা ফুলের চাষ করছেন জনৈক সৌমেন মন্ডল । লাল,সাদা,হলুদ, গোলাপী-সহ বিভিন্ন রঙের বিদেশি জারবেরা ফুলে ফুলে ভরে গেছে এই উদ্যান। শীতকালেই সাধারণত জারবেরা ফুলের চাষ হয়ে থাকে।
বর্তমানে সারা বছরই গ্রিন পলিহাউসে জারবেরা ফুলের চাষ করা সম্ভব।সে বিয়ে বাড়ি সাজানো হোক বা সামাজিক অনুষ্ঠান-সহ ঘর সাজানো অথবা প্রিয় মানুষকে প্রেম নিবেদন, সবেতেই প্রয়োজন ফুলের কোন জুড়ি মেলা ভার। ফলেই চাহিদা বেড়েছে ফুলের, চাহিদা বাড়ার কারণেই বৈজ্ঞানিক পদ্ধতিতে বাণিজ্যিক ভাবে ফুল চাষের প্রসার হয়েছে বিপুল।
advertisement
advertisement
বাঁকুড়ার রাঙা মাটিও এর ব্যাতিক্রম নয়। গাঁদা আর গোলাপের পাশাপাশি বিদেশি জারবেরা ফুলের চাষে বিশেষ আগ্রহ দেখা দিয়েছে বাঁকুড়ার কৃষক মহলে। এই বিদেশি ফুলের চাষ একেবারেই হত না বাঁকুড়া জেলায় তবে বর্তমানে এই ফুল ধীরে ধীরে প্রিয় হয়ে উঠেছে বাঁকুড়ার মানুষের কাছে। খোলা মাঠে নয়, এই চাষ ভালো পলিহাউসের মধ্যে।
advertisement
জেলা উদ্যান পালন দফতরের তরফে জানা গেছে পার্মানেন্ট পলিহাউস ও জারবেরা ফুল চাষে এককালীন ৫০ শতাংশ অনুদান দেওয়া হচ্ছে।সুদর্শন এই ফুল চাষে উদ্যোগী ব্যক্তি আর্থিকভাবে স্বনির্ভরতার পথে অগ্রসর হতে পারবেন।
Nilanjan Banerjee
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 11, 2023 11:20 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bankura News: বাঁকুড়ার রাঙ্গামাটিতে বিদেশি জারবেরা ফুলের চাষ, লাভও হচ্ছে বিপুল
