Cryptocurrency: ক্রিপ্টোকারেন্সির বাজারে বিরাট পতন; এক নজরে দেখে নিন কার দাম কত হয়েছে
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
ভারতীয় সময় অনুযায়ী আজ সকাল ৯টা ৩০ মিনিটে গ্লোবাল ক্রিপ্টোকারেন্সি মার্কেট ক্যাপের পতন হয়েছে ৫.৪৮ শতাংশ।
#কলকাতা: ক্রিপ্টোকারেন্সির (Cryptocurrency) বাজারে নেমে এসেছে এক বিরাট পতন। ভারতীয় সময় অনুযায়ী আজ, বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিটে গ্লোবাল ক্রিপ্টোকারেন্সি মার্কেট ক্যাপের পতন হয়েছে ৫.৪৮ শতাংশ। এর ফলে এটি পৌঁছেছে ১.২৩ ট্রিলিয়ন ডলারে। বিটকয়েন এবং ইথেরিয়ামের প্রায় ৫ শতাংশ পতন হয়েছে। Coinmarketcap-এর রিপোর্ট অনুযায়ী বিটকয়েনের পতন হয়েছে প্রায় ৬.১২ শতাংশ। এর ফলে এটি ট্রেড করছে ২৯,৭৪১.৬১ ডলারে। ইথেরিয়ামের বিগত ২৪ ঘণ্টায় পতন হয়েছে ৬.১০ শতাংশ। এর ফলে এটি ট্রেড করছে ১,৮১৫.০১ ডলারে। এ ছাড়াও বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সির পতন হয়েছে।
এক নজরে দেখে নেওয়া যাক কোন ক্রিপ্টোকারেন্সির কতটা পতন হয়েছে -
advertisement
- Solana – SOL-এর পতন হয়েছে ১৩.২০ শতাংশ। এর ফলে এর দাম হয়েছে ৩৮.৯৯ ডলার।
- Avalanche-এর পতন হয়েছে ১১.৩৯ শতাংশ। এর ফলে এর দাম হয়েছে ২২.৯৮ ডলার।
advertisement
- Shiba Inu-এর পতন হয়েছে ৭.২৮ শতাংশ। এর ফলে এর দাম হয়েছে ০.০০০০১০৭৭ ডলার।
- Polkadot – DOT-এর পতন হয়েছে ৭.০৭ শতাংশ। এর ফলে এর দাম হয়েছে ৯.৪২ ডলার।
- Cardano – ADA-এর পতন হয়েছে ৬.৪৯ শতাংশ। এর ফলে এর দাম হয়েছে ০.৫৬৩৮ ডলার।
- BNB-এর পতন হয়েছে ৬.১৫ শতাংশ। এর ফলে এর দাম হয়েছে ৩০০.৪৫ ডলার।
advertisement
- Dogecoin – DOGE-এর পতন হয়েছে ৫.৭৮ শতাংশ। এর ফলে এর দাম হয়েছে ০.০৮০৭৩ ডলার।
- XRP-এর পতন হয়েছে ৫.৭২ শতাংশ। এর ফলে এর দাম হয়েছে ০.৩৯৪৩ ডলার।
- Tron TRX-এর পতন হয়েছে ০.৫৮ শতাংশ। এর ফলে এর দাম হয়েছে ০.০৮২৫ ডলার।
advertisement
এক নজরে দেখে নেওয়া যাক এবার কোন কোন ক্রিপ্টোকারেন্সির দাম বৃদ্ধি পেয়েছে -
Coinmarketcap এর রিপোর্ট অনুযায়ী বিগত ২৪ ঘণ্টায় সবথেকে বেশি বৃদ্ধি পেয়েছে তিনটি ক্রিপ্টোকারেন্সি। এই তিনটি ক্রিপ্টোকারেন্সি হল Sweet SOL (SSOL), TNC Coin (TNC) এবং Beyondfi (BYN)। Sweet SOL (SSOL) বিগত ২৪ ঘণ্টায় ১৯৮০.৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। TNC Coin (TNC) বিগত ২৪ ঘণ্টায় ৩৯৪.৮৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। Beyondfi (BYN) বিগত ২৪ ঘণ্টায় ৩৪৪.২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 02, 2022 4:51 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Cryptocurrency: ক্রিপ্টোকারেন্সির বাজারে বিরাট পতন; এক নজরে দেখে নিন কার দাম কত হয়েছে