বন্ধ হয়ে গেল ক্রিপ্টো এক্সচেঞ্জ বিটফ্রন্ট, অথৈ জলে বিনিয়োগকারীরা!

Last Updated:

এই বছরের শেষ নাগাদ ক্রিপ্টো এক্সচেঞ্জ সংক্রান্ত সমস্ত কাজকর্ম বন্ধ করে দেওয়া হবে।

#কলকাতা: ক্রিপ্টোর বাজারে বড় ধাক্কা। অথৈ জলে পড়লেন বিনিয়োগকারীরা। আচমকাই ব্যবসা বন্ধের ঘোষণা করল ক্রিপ্টো এক্সচেঞ্জ বিটফ্রন্ট। মঙ্গলবার জানানো হয়েছে, এই বছরের শেষ নাগাদ ক্রিপ্টো এক্সচেঞ্জ সংক্রান্ত সমস্ত কাজকর্ম বন্ধ করে দেওয়া হবে। এক্সচেঞ্জের ওয়েবসাইটেও এই তথ্য দেওয়া হয়েছে। বলা হয়েছে, ‘সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও আর চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না’।
বিটফ্রন্টের তরফে জানানো হয়েছে, ২৮ নভেম্বর পর্যন্ত সমস্ত নতুন সাইন আপ এবং ক্রেডিট পেমেন্ট বাতিল করা হয়েছে। যে কোনও বিনিয়োগকারী নতুন বছর অর্থাৎ ২০২৪-এর ৩১ মার্ক্স পর্যন্ত টাকা তুলতে পারবেন। তারপর ব্লক করে দেওয়া হবে। প্রসঙ্গত, এক বছর আগে একটি বিটকয়েনের দাম ছিল ৬৯ হাজার মার্কিন ডলার। যা বর্তমানে ১৬ হাজার ৪০০ মার্কিন ডলারে নেমে এসেছে।
advertisement
advertisement
ক্রিপ্টো এক্সচেঞ্জ বিটফ্রন্ট বন্ধ: বিটফ্রন্ট হল আমেরিকান ক্রিপ্টো এক্সচেঞ্জ। এটা পরিচালনা করে জাপানি সোশ্যাল মিডিয়া ফার্ম লাইন কর্প। বিটফ্রন্ট জানিয়েছে, নতুন সাইন আপ এবং ক্রেডিট কার্ড পেমেন্ট স্থগিত রাখা হয়েছে। ক্রিপ্টোকারেন্সির বাজার দ্রুত বাড়ছে। তরুণ বিনিয়োগকারীরা টাকা ঢালছেন। কিন্তু বর্তমানে ক্রিপ্টোর সামনে কঠিন চ্যালেঞ্জ। বিটফ্রন্টের তরফে বলা হয়েছে, ‘চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা করেছি আমরা। কিন্তু কোনও লাভ হয়নি। এখন বন্ধ করা ছাড়া আর কোনও উপায় নেই’।
advertisement
ক্যালিফোর্নিয়া-ভিত্তিক সংস্থাটি রবিবার তাদের ওয়েবসাইটে একটি বিবৃতি জারি করে। সেখানে বলা হয়েছে, ‘অনেক প্রচেষ্টাতেও কোনও লাভ হয়নি। আমরা দুঃখিত। এঁকে আর এগিয়ে নিয়ে যেতে পারছি না’। তবে বিটফ্রন্ট এও জানিয়েছে যে এই পদক্ষেপ ক্রিপ্টো এক্সচেঞ্জের মধ্যে সাম্প্রতিক সমস্যার সঙ্গে সঃম্পর্কিত নয়। তাহলে কেন ব্যবসা এবং যাবতীয় লেনদেন বন্ধ করে দিল বিটফ্রন্ট? তার কোনও সদুত্তর মেলেনি। তবে বিটফ্রন্টের এই সিদ্ধানে কয়েক হাজার বিনিয়োগকারী যে বিপাকে পড়লেন সে কথা বলাই বাহুল্য।
advertisement
বলে রাখা ভালো, এফটিএক্স, বিশ্বের বিশ্বের অন্যতম বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ আনা হয়েছিল। এর পরে, এই মাসের শুরুতে এফটিএক্স নিজেদের দেউলিয়া ঘোষণা করে।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বন্ধ হয়ে গেল ক্রিপ্টো এক্সচেঞ্জ বিটফ্রন্ট, অথৈ জলে বিনিয়োগকারীরা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement