Money Making Tips: মাত্র দুই গাছেই কোকো চাষে সাফল্য, বসিরহাটে চকলেটের সুবাস, প্রতি কেজি ৮০০ টাকা!

Last Updated:

Money Making Tips: বসিরহাটের মধ্যমপুরে পরীক্ষামূলকভাবে লাগানো দুটি কোকো গাছেই মিলেছে চমকপ্রদ ফলন। এখন বাজার ও অনলাইনে বিক্রি হচ্ছে কোকো প্রতি কেজি ৮০০ টাকায়। কৃষকদের আশায় নতুন সম্ভাবনা দেখাচ্ছে বাংলার কোকো চাষ।

+
বাণিজ্যিকভাবে

বাণিজ্যিকভাবে কোকো গাছের চাষ 

বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: বসিরহাটে কোকো চাষে নতুন সম্ভাবনা — মাত্র দুই গাছেই বাণিজ্যিক সাফল্য! চকলেটের মূল উপাদান কোকো গাছ এখন বসিরহাটের মাটিতেই ফল দিচ্ছে। দক্ষিণ আমেরিকার এই বিদেশি গাছের ফল থেকে তৈরি হয় সুস্বাদু চকলেট, আর সেই গাছ এখন সফলভাবে চাষ হচ্ছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের মধ্যমপুরে।
বসুন্ধরা নার্সারির উদ্যোক্তা শাহরুখ ইসলাম জানান, “প্রায় আড়াই বছর আগে পরীক্ষামূলকভাবে মাত্র দুটি কোকো গাছ লাগিয়েছিলাম। আশ্চর্যের বিষয়, এখন সেই গাছেই ভাল ফলন হয়েছে এবং আমরা কোকো বিক্রি করছি বাজারে ও অনলাইনে প্রতি কেজি ৮০০ টাকায়। এখন চারা তৈরি করে এই চাষ বড় আকারে করার পরিকল্পনা আছে।” প্রতিটি মাঝারি গাছ থেকে সিজনে ২৫–৩০ কেজি পর্যন্ত ফল পাওয়া যায়, এবং সারা বছরই গাছে ফল ধরে।
advertisement
আরও পড়ুন: ব্রাজিলের বিরল ও সুস্বাদু ফল এখন বাংলার মাটিতে! ঔষধি গুণে ভরা জাবুটিকাবা ফল চাষ করে মাসে লাখ লাখ টাকা আয়
শুকনো কোকো বীজ থেকে তৈরি হয় কোকো বীন, যা দিয়ে বানানো হয় চকলেট, কোকো মাখন, আইসক্রিম, রুটি, এমনকি প্রসাধনী পর্যন্ত। উদ্যোক্তারা মনে করছেন, এলাকার আবহাওয়া ও মাটির গুণাগুণ কোকো চাষের জন্য খুবই উপযুক্ত। সরাসরি রোদ না পেলে এই গাছ ভাল জন্মে, তাই ছায়াযুক্ত স্থান বা ছাদবাগানেও সহজে লাগানো যায়।
advertisement
advertisement
আরও পড়ুন: একঘেয়েমি কাটাতে চাইছেন? কলকাতার কাছেই সবুজে মোড়া গন্তব্য, একদিনের ছুটিতে ঘুরে আসুন হাড়োয়ার কুটলি সমোজপুর
শাহরুখ বলেন, “দুইটি গাছ থেকেই যখন এভাবে বিক্রি হচ্ছে, তখন বড় পরিসরে চাষ করলে কৃষকরা আরও ভাল আয় করতে পারবেন। ভবিষ্যতে এখান থেকে স্থানীয় কোকো বাজার গড়ে তোলার স্বপ্ন দেখছি।” চকলেটের গন্ধে এখন বসিরহাটের মাটিতেও লেগেছে মিষ্টি সম্ভাবনার সুবাস — ছোট উদ্যোগ থেকেই শুরু হতে পারে বাংলার কোকো বিপ্লব।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: মাত্র দুই গাছেই কোকো চাষে সাফল্য, বসিরহাটে চকলেটের সুবাস, প্রতি কেজি ৮০০ টাকা!
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement