Coal India: কোল ইন্ডিয়া লিমিটেডের বিরাট উদ্যোগ! CSR-এ বিরাট সাফল্য
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Coal India: কোল ইন্ডিয়া লিমিটেডের কর্পোরেট সোশ্যাল রেসপন্সবিলিটি (CSR) এর উপর চলতি আর্থিক বছরে ৫১৩ কোটি টাকা খরচ করেছে
নিউ দিল্লি: কোল ইন্ডিয়া লিমিটেডের কর্পোরেট সোশ্যাল রেসপন্সবিলিটি (CSR) এর উপর চলতি আর্থিক বছরে ৫১৩ কোটি টাকা খরচ করেছে। আগের থেকে যা ১৫.৩ শতাংশ বেশি। টানা চতুর্থ বছরে এই কৃতিত্ব অর্জন করেছে সংস্থাটি।
কর্পোরেট সোশ্যাল রেসপন্সবিলিটি-র বেশিরভাগ টাকা ৫৪ শতাংশ অর্থাৎ প্রায় ১,২০৯ কোটি টাকা স্বাস্থ্য, স্যানিটেশন এবং পুষ্টিতে খরচ হয়েছে। শিক্ষা এবং জীবিকাতে খরচ হয়েছে ২১ শতাংশ। এর মূল্য ৪৬৩ কোটি টাকা। বাকিটা গ্রামীণ উন্নয়ন, পরিবেশগত বিষয়ে, খেলাধুলা এবং অন্যান্য বিষয়ে খরচ করা হয়েছে।
advertisement
কর্পোরেট সোশ্যাল রেসপন্সবিলিটি-র মধ্যে বড় বড় প্রকল্পের মধ্যে রয়েছে রাঁচি বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার আসন বিশিষ্ট লাইব্রেরি নির্মাণ, বদ্রীনাথে বৃষ্টির জেরে আশ্রয়স্থল তৈরি, রামগড় (ঝাড়খণ্ড) এর ৫০ হাজার শিক্ষার্থীকে মধ্যাহ্নভোজের জন্য কেন্দ্রীভূত রান্নাঘর স্থাপন।
advertisement
এর পাশাশাশি অস্থিমজ্জা প্রতিস্থাপনের মাধ্যমে নিরাময়ের জন্য সমাজের আর্থিকভাবে দুর্বল অংশের জন্য থ্যালাসেমিয়া শিশুদের চিকিৎসা হল একটি উদ্যোগ।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 01, 2023 2:04 PM IST