Bank Rules: ব্যাঙ্কের নিয়মে আমূল বদল, না মানলে ক্লিয়ার করা হবে না চেক

Last Updated:

Banking Rules: জানুয়ারি ২০২১-এ রিজার্ভ ব্যাঙ্কের তরফে ব্যাঙ্কগুলিকে পিপিএস লাগু করার নির্দেশ দিয়েছিল ৷

#নয়াদিল্লি: আপনি যদি ব্যাঙ্ক অফ বরোদার গ্রাহক হন এবং চেকের মাধ্যমে লেনদেন করে থাকেন তাহলে এই খবরটি জেনে রাখা আপনার জন্য অত্যন্ত জরুরি ৷ ব্যাঙ্ক চেক সংক্রান্ত বেশ কিছু নিয়মে বদল করেছে ৷ নতুন নিয়ম অনুযায়ী, চেক জমা না করলে সেটি ক্যানসেল করে দেওয়া হতে পারে ৷ ১ অগাস্ট থেকে ৫ লক্ষ বার তার বেশি অ্যামাউন্টের চেকের ক্ষেত্রের পজিটিভ পে সিস্টেম (পিপিএস) লাগু করে দিয়েছে ৷
জানুয়ারি ২০২১-এ রিজার্ভ ব্যাঙ্কের তরফে ব্যাঙ্কগুলিকে পিপিএস লাগু করার নির্দেশ দিয়েছিল ৷ তবে এখনও পর্যন্ত বেশ কয়েকটি ব্যাঙ্ক সেটি করে উঠতে পারেনি ৷ আরবিআই-এর নির্দেশ মেনে এবার ব্যাঙ্ক অফ বরোদা ১ অগাস্ট থেকে পিপিএস লাগু করে দিয়েছে ৷ নতুন এই সিস্টেমের মাধ্যমে চেকের মাধ্যমে হওয়া ফ্রডের উপরে লাগাম টানার প্রয়াস চালানো হচ্ছে ৷
advertisement
advertisement
কী এই পিপিএস ?
পজিটিভ পে সিস্টেম সেই পদ্ধতি যার মাধ্যমে চেক জারি করেছেন যে ব্যক্তি তাঁকে এসএমএস, মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাঙ্কিং বা এটিএম এর মাধ্যমে চেক যাঁর নামে ইস্যু সেই ব্যক্তি সংক্রান্ত তথ্য জানাতে হবে ৷ এর মধ্যে চেকের অ্যামাউন্ট, বেনিফিশিয়ারির নাম, অ্যাকাউন্ট নম্বর, চেক নম্বর-সহ অন্যান্য তথ্য সামিল রয়েছে ৷ যিনি চেক জারি করেছেন তিনি এই সমস্ত তথ্য না জানালে চেক ক্লিয়ার করা হবে না ৷
advertisement
ব্যাঙ্ক অফ বরোদা ৫ লক্ষ বা তার বেশি অ্যামাউন্টের চেকের পজিটিভ পে সিস্টেম লাগু করার জন্য জুন মাসে নির্দেশ জারি করেছিল ৷ ব্যাঙ্ক জানিয়েছিল কোনও গ্রাহক যদি ১ অগাস্ট ২০২২ এর পর পিপিএস ছাড়া চেক জারি করেন তাহলে তাঁর চেক ক্লিয়ার না করে ফেরত দিয়ে দেওয়া হতে পারে ৷
advertisement
আজ থেকে লাগু হওয়া অন্যান্য বড় বদল-
১ অগাস্ট থেকে ব্যাঙ্ক অফ বরোদার চেক সংক্রান্ত নিয়মে বদল ছাড়াও অন্যান্য নিয়মেও বদল হয়েছে ৷ এর প্রভাব সরাসরি সাধারণের উপরে পড়েছে ৷ এর মধ্যে আইটিআর জমা দেওয়ার জন্য জরিমানা, এলপিজির দাম, পিএম কিষানের কেওয়াইসি এবং পিএম ফসল যোজনার রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যাওয়া সামিল রয়েছে ৷ সোমবার কর্মাশিয়াল গ্যাস সিলিন্ডারের দাম ৩৬ টাকা কমে গিয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bank Rules: ব্যাঙ্কের নিয়মে আমূল বদল, না মানলে ক্লিয়ার করা হবে না চেক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement