সোনা-হিরের গয়নায় বিপুল ছাড়, ধনতেরসে কেনাকাটার সবচেয়ে ভাল দোকানগুলো চিনে নিন এখনই!

Last Updated:

জেনে নেওয়া যাক কোথা থেকে কেনাকাটা করলে সবচেয়ে বেশি ছাড় মিলবে।

#কলকাতা: দীপাবলির দুদিন আগে ধনতেরস। এ বছর পড়েছে ২২ ও ২৩ অক্টোবর। এ দিন সোনা, রুপো বা মূল্যবান ধাতু কেনাকে শুভ মনে করা হয়। ধনতেরস উপলক্ষ্যে ব্যাপক ডিসকাউন্ট দেয় জুয়েলার্সরা। সারা দেশ জুড়ে চলে সোনা ও হিরের গয়না কেনাকাটা। এ বছরও বিপুল ছাড় নিয়ে হাজির হয়েছে দেশের একাধিক বড় জুয়েলারি সংস্থা। দেখে নেওয়া যাক সেই সব বিপণির সুলুক সন্ধান। জেনে নেওয়া যাক কোথা থেকে কেনাকাটা করলে সবচেয়ে বেশি ছাড় মিলবে।
তনিষ্ক: টাটা গ্রুপের তনিষ্ক সোনা এবং হিরের গয়নায় ২০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। শুধু তাই নয়, গ্রাহকরা তনিষ্কের গোল্ড, পোলকি, কুন্দন পোলকি, গ্লাস কুন্দন এবং কালার স্টোন জুয়েলারিতে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন। এই অফারটি শুধুমাত্র অনলাইন পোর্টাল এবং তনিষ্ক অ্যাপে পাওয়া যাবে। ছাড় পাওয়া যাবে ২৬ অক্টোবর পর্যন্ত।
advertisement
advertisement
পিসি জুয়েলার্স: পিসি জুয়েলার্স হিরে, সোনা ও রুপোর গয়না এবং অন্যান্য আইটেমের জন্য ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। গ্রাহকরা পুরনো সোনার ওজনের উপর শূন্য শতাংশ ছাড়ের সঙ্গে মুদ্রা তৈরিতে ১০ শতাংশ ছাড়ও পেতে পারেন। এছাড়াও, আইসিআইসিআই ব্যাঙ্ক ক্রেডিট কার্ড, এইচএসবিসি ব্যাঙ্ক ক্রেডিট কার্ড এবং কোটাক ব্যাঙ্কের ডেবিট কার্ড ব্যবহারকারীরা ৫০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন৷ ন্যূনতম ২৫০,০০০-১,০০,০০০ টাকার কেনাকাটায় ২৫০০-৫০০০ টাকার ফ্ল্যাট ক্যাশব্যাকও মিলবে। এই অফার চলবে ২৬ অক্টোবর পর্যন্ত।
advertisement
জয়লুক্কাস: এই ধনতেরাসে বিশেষ দিওয়ালি ক্যাশব্যাক নিয়ে এসেছে জয়লুক্কাস। হিরে, না কাটা হিরে কিংবা ৫০,০০০ টাকা বা তার বেশি মূল্যের কেনাকাটায় গ্রাহকদের দেওয়া হচ্ছে ২০০০ টাকা মূল্যের গিফট ভাউচার। ৫০,০০০ টাকা বা তার বেশি মূল্যের সোনার গয়না এবং ১০,০০০ টাকা বা তার বেশি মূল্যের রুপোর গয়নার কেনাকাটায় গ্রাহকরা পেতে পারেন ৫০০ এবং ১০০০ টাকার গিফট ভাউচার। এসবিআই কার্ড দিয়ে কেনাকাটা করলে অতিরিক্ত ৫ শতাংশ ক্যাশব্যাকও মিলবে। এই অফার চলবে ২৪ অক্টোবর পর্যন্ত।
advertisement
সেনকো: সেনকো গোল্ড এ বছর ফিরিয়ে এনেছে ধনতেরস সগুন অফার। হিরের গয়নার মজুরিতে ১০০ শতাংশ, রুপোর গয়নার মজুরিতে ১৫ শতাংশ, সোনা এবং প্ল্যাটিনামের গয়নার মজুরিতে ২৫ শতাংশ ছাড় দিচ্ছে সংস্থা। শুধু তাই নয়, ২ লাখ টাকা বা তার বেশি মূল্যের কেনাকাটায় গ্রাহকরা পাবেন ১ গ্রাম ২২ ক্যারেট সোনার কয়েন বিনামূল্যে। এইচডিএফসি ডেবিট এবং ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের অতিরিক্ত ৫ শতাংশ ক্যাশব্যাক দেওয়া হবে। এই অফারটি শুধুমাত্র ওয়েবসাইটে কেনাকাটার ক্ষেত্রে বৈধ। অফারের সুবিধে পাওয়া যাবে ১ নভেম্বর পর্যন্ত।
advertisement
পিসি চন্দ্র জুয়েলার্স: পিসি চন্দ্র জুয়েলার্স ধনবর্ষা অফারে গ্রাহকদের সমস্ত গয়নার মূল্যের উপর ২৫ শতাংশ এবং হিরে ও জ্যোতিষী পাথরের মূল্যে ১২ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। এছাড়াও, জুয়েলারি প্রতি গ্রাম সোনার গয়নাতে ১২৫ টাকা ছাড় মিলছে। এই অফারটি শুধুমাত্র অনলাইনে উপলব্ধ। ছাড় পাওয়া যাবে ২৩ অক্টোবর পর্যন্ত।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সোনা-হিরের গয়নায় বিপুল ছাড়, ধনতেরসে কেনাকাটার সবচেয়ে ভাল দোকানগুলো চিনে নিন এখনই!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement