Panchang|| পঞ্জিকা ২৮ ডিসেম্বর: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
২৮ ডিসেম্বরের কিছুটা পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের পৌষ মাসের কৃষ্ণপক্ষের নবমী তিথিতে।
#কলকাতা: পঞ্চ অঙ্গের সমাহার, তাই জ্যোতিষশাস্ত্রের ভাষায় একে বলা হচ্ছে পঞ্চাঙ্গ বা পঞ্চিকা (Panchang), সেখান থেকে অপভ্রংশে পঞ্জিকা। আদতে এটি গ্রহ-নক্ষত্র, বিশেষ করে চাঁদের অবস্থানের উপরে ভিত্তি করে রচিত প্রাচীন বৈদিক দিনপঞ্জি। যেখানে উল্লেখ থাকে নানা শুভ এবং অশুভ মুহূর্তের। প্রচলিত বিশ্বাস- এই মুহূর্তগুলিতে যে কাজ করা হচ্ছে, সেই অনুসারে শুভাশুভ ফললাভ হয়ে থাকে।
এই সংক্রান্ত আলোচনায় আসার আগে আরেকটি কথা একটু ব্যাখ্যা না করলেই নয়। বলা তো হচ্ছে পাঁচটি অঙ্গ, কিন্তু এগুলো আসলে কী?
advertisement
ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ২৮ ডিসেম্বরের কিছুটা পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের পৌষ মাসের কৃষ্ণপক্ষের নবমী তিথিতে। রাজা বিক্রমাদিত্য যে বছর গণনার রীতি প্রবর্তন করেছিলেন, সেই বিক্রম সম্বত অনুসারে এই পঞ্জিকা নির্ধারণ করা হয়ে হয়েছে। বার হল মঙ্গল এবং এই নবমী তিথি থাকবে ২৮ ডিসেম্বর সন্ধে ৬টা ০৯ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে কৃষ্ণপক্ষের দশমী তিথি।
advertisement
পঞ্জিকা (Panchang) মতে আজ সূর্যোদয় হয়েছে সকাল ৭টা ১১ মিনিটে, সূর্যাস্ত হবে বিকেল ৫টা ৪৫ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ২৮ ডিসেম্বর রাত ১টা ০৭ মিনিটে। চন্দ্র অস্ত যাবে ২৮ ডিসেম্বর দুপুর ১টা ১৫ মিনিটে।
advertisement
এই ২০৭৮ বিক্রম সম্বতের পৌষ মাসের কৃষ্ণপক্ষের নবমী তিথির নক্ষত্র হল চিত্রা। ২৯ ডিসেম্বর, ভোর ৪টে ১১ মিনিট পর্যন্ত চিত্রা নক্ষত্রের অবস্থান থাকবে। এর পর তিথিতে অবস্থান করবে স্বাতী নক্ষত্র।
সূর্য অবস্থান করবে ধনু রাশিতে। চন্দ্র অবস্থান করবে কন্যা রাশিতে ২৮ ডিসেম্বর বিকেল ৪টে ৪৪ মিনিট পর্যন্ত, এর পরে গমন করবে তুলা রাশিতে।
advertisement
শুভ মুহূর্ত- ২৮ ডিসেম্বর অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর ১২টা ০৭ মিনিট থেকে, শেষ হচ্ছে দুপুর ১২টা ৪৯ মিনিটে। অমৃতযোগ ২৮ ডিসেম্বর শুরু হচ্ছে রাত ১০টা ০২ মিনিট থেকে, শেষ হচ্ছে রাত ১১টা ৩৪ মিনিটে। এই অভিজিৎ মুহূর্ত এবং অমৃতকালকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।
advertisement
অশুভ মুহূর্ত- পঞ্জিকা (Panchang) মতে ২৮ ডিসেম্বর রাহুকাল শুরু হচ্ছে দুপুর ৩টে ০৭ মিনিট থেকে, শেষ হচ্ছে বিকেল ৪টে ২৬ মিনিটে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 28, 2021 8:18 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Panchang|| পঞ্জিকা ২৮ ডিসেম্বর: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!