PM Kisan: ১ জানুয়ারি অ্যাকাউন্টে আসবে ৪০০০ টাকা ? এই কাজটি না করলে আটকে যাবে টাকা....

Last Updated:

PM Kisan: আপনি কী যোজনার টাকা পাবেন? চেক করে নিন...

#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana)দশম কিস্তির জন্য অপেক্ষা করছেন যে কৃষকরা তাঁদের শীঘ্রই আসতে চলেছে সুখবর ৷ সরকারের তরফে দশম কিস্তির টাকা দেওয়ার দিন ঘোষণা করে দেওয়া হয়েছে ৷ আর মাত্র ৫ দিন পর অর্থাৎ ১ জানুয়ারি ২০২২ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) পিএম কিষান যোজনার দশম কিস্তির টাকা জারি করতে চলেছেন ৷ বেশ কিছু কৃষকদের অ্যাকাউন্টে ৪০০০ টাকা ট্রান্সফার করা হবে ৷
কোন কৃষকরা পাবেন ৪০০০ টাকা ?
যে কৃষকরা এখনও নবম কিস্তির টাকা পাননি তাঁদের অ্যাকাউন্টে দুটি কিস্তির টাকা এক সঙ্গে ট্রান্সফার করা হবে ৷ অর্থাৎ আগামী কিস্তিতে তাঁরা পেয়ে যাবেন মোট ৪০০০ টাকা ৷ তবে এই সুবিধা কেবল তাঁরাই পাবেন যাঁরা ৩০ সেপ্টেম্বরের আগে রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছেন ৷
advertisement
advertisement
e-KYC ছাড়া মিলবে না টাকা..
২০২১ এ পিএম কিষান যোজনায় মোদি সরকারের তরফে বড় বদল করা হয়েছে ৷ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কিস্তির টাকা e-KYC করলে তবেই পাবেন কৃষকরা ৷ সরকারের তরফে এই যোজনার ক্ষেত্রে e-KYC প্রক্রিয়া বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ বিনা e-KYC-তে আপনার টাকা আটকে যাবে ৷
advertisement
আপনি কী যোজনার টাকা পাবেন? চেক করে নিন...
পিএম কিষান যোজনায় রেজিস্ট্রেশন করিয়ে থাকলে অবশ্যই জেনে নিন এই যোজনার সুবিধাভোগীদের লিস্টে আপনার নাম আছে তো ? লিস্টে এই ভাবে চেক করে নিন নিজের নাম....
  • সবার প্রথমে পিএম কিষান যোজনার ওয়েবসাই https://pmkisan.gov.in ভিজিট করতে হবে
  • এরপর হোমপেজে Farmers Corner অপশনে যেতে হবে
  • Farmers Corner সেকশনের ভিতরের Beneficiaries List এর অপশনে ক্লিক করতে হবে
  • এরপর ড্রপ ডাউন লিস্টে রাজ্য, জেলা, উপ-জেলা, ব্লক ও গ্রাম সিলেক্ট করতে হবে
  • এরপর Get Report-এ ক্লিক করতেই সুবিধাভোগীদের পুরো লিস্ট দেখতে পাবেন
advertisement
হেল্পলাইনে করুন যোগাযোগ...
সমস্ত ডিটেল সঠিক ভাবে জমা দেওয়ার পরও লিস্টে নাম না থাকলে হেল্পলাইনে যোগাযোগ করে নিজের নাম যোগ করতে পারবেন ৷ এর জন্য 155261 বা 011-24300606 নম্বরে কল করতে হবে ৷ পাশাপাশি অফিশিয়াল ওয়েবসাইটে অভিযোগ জানাতে পারবেন ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: ১ জানুয়ারি অ্যাকাউন্টে আসবে ৪০০০ টাকা ? এই কাজটি না করলে আটকে যাবে টাকা....
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement