#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana)দশম কিস্তির জন্য অপেক্ষা করছেন যে কৃষকরা তাঁদের শীঘ্রই আসতে চলেছে সুখবর ৷ সরকারের তরফে দশম কিস্তির টাকা দেওয়ার দিন ঘোষণা করে দেওয়া হয়েছে ৷ আর মাত্র ৫ দিন পর অর্থাৎ ১ জানুয়ারি ২০২২ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) পিএম কিষান যোজনার দশম কিস্তির টাকা জারি করতে চলেছেন ৷ বেশ কিছু কৃষকদের অ্যাকাউন্টে ৪০০০ টাকা ট্রান্সফার করা হবে ৷
আরও পড়ুন: কলকাতায় কত হল পেট্রোল ও ডিজেলের দাম? দেখে নিন এখানে...
কোন কৃষকরা পাবেন ৪০০০ টাকা ?
যে কৃষকরা এখনও নবম কিস্তির টাকা পাননি তাঁদের অ্যাকাউন্টে দুটি কিস্তির টাকা এক সঙ্গে ট্রান্সফার করা হবে ৷ অর্থাৎ আগামী কিস্তিতে তাঁরা পেয়ে যাবেন মোট ৪০০০ টাকা ৷ তবে এই সুবিধা কেবল তাঁরাই পাবেন যাঁরা ৩০ সেপ্টেম্বরের আগে রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছেন ৷
আরও পড়ুন: ২০২২-এ নতুন বিনিয়োগ শুরু করে টাকা জমাতে চান? এক নজরে দেখে নিন সেরা ২২ উপায়!
e-KYC ছাড়া মিলবে না টাকা..
২০২১ এ পিএম কিষান যোজনায় মোদি সরকারের তরফে বড় বদল করা হয়েছে ৷ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কিস্তির টাকা e-KYC করলে তবেই পাবেন কৃষকরা ৷ সরকারের তরফে এই যোজনার ক্ষেত্রে e-KYC প্রক্রিয়া বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ বিনা e-KYC-তে আপনার টাকা আটকে যাবে ৷
আপনি কী যোজনার টাকা পাবেন? চেক করে নিন...
পিএম কিষান যোজনায় রেজিস্ট্রেশন করিয়ে থাকলে অবশ্যই জেনে নিন এই যোজনার সুবিধাভোগীদের লিস্টে আপনার নাম আছে তো ? লিস্টে এই ভাবে চেক করে নিন নিজের নাম....
আরও পড়ুন: Bisleri লঞ্চ করেছে নিজস্ব মোবাইল অ্যাপ, এখন থেকে ঘরে বসেই পেয়ে যাবেন বিশুদ্ধ পানীয় জল!
হেল্পলাইনে করুন যোগাযোগ...
সমস্ত ডিটেল সঠিক ভাবে জমা দেওয়ার পরও লিস্টে নাম না থাকলে হেল্পলাইনে যোগাযোগ করে নিজের নাম যোগ করতে পারবেন ৷ এর জন্য 155261 বা 011-24300606 নম্বরে কল করতে হবে ৷ পাশাপাশি অফিশিয়াল ওয়েবসাইটে অভিযোগ জানাতে পারবেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।