GST: জানুয়ারি মাসের ১ তারিখ থেকে বদলে যাচ্ছে এই কয়েকটি দ্রব্যে জিএসটির পরিমাণ, দেখে নিন

Last Updated:
GST: নতুন বছরে একাধিক দ্রব্যের উপর নির্ধারিত জিএসটির পরিমাণে অনেকটাই বদল আসতে চলেছে। অর্থাৎ পরের শনিবার থেকে কোথাও কোথাও দিতে হবে অনেকটাই খরচ। কোথাও আবার কমছে জিএসটির খরচ। দেখে নিন এক নজরে।
1/5
নতুন বছরে একাধিক দ্রব্যের উপর নির্ধারিত জিএসটির পরিমাণে অনেকটাই বদল আসতে চলেছে। অর্থাৎ পরের শনিবার থেকে কোথাও কোথাও দিতে হবে অনেকটাই খরচ। কোথাও আবার কমছে জিএসটির খরচ। দেখে নিন এক নজরে।
নতুন বছরে একাধিক দ্রব্যের উপর নির্ধারিত জিএসটির পরিমাণে অনেকটাই বদল আসতে চলেছে। অর্থাৎ পরের শনিবার থেকে কোথাও কোথাও দিতে হবে অনেকটাই খরচ। কোথাও আবার কমছে জিএসটির খরচ। দেখে নিন এক নজরে।
advertisement
2/5
জানুয়ারিতে বাড়ছে ড্রেস, শার্ট বা জুতোর উপর জিএসটি। আগে এর উপর জিএসটি-র পরিমাণ ছিল ৫ শতাংশ, সেটা বেড়ে হতে চলেছে ১২ শতাংশ। সমস্ত জুতোর দামের উপরেই জিএসটি বেড়ে ১২ শতাংশ হবে। এ ছাড়া সুতির তৈরি জামাকাপড় ছাড়া সমস্ত জামাকাপড়ে নতুন ভচরে দিতে হবে ১২ শতাংশ জিএসটি।
জানুয়ারিতে বাড়ছে ড্রেস, শার্ট বা জুতোর উপর জিএসটি। আগে এর উপর জিএসটি-র পরিমাণ ছিল ৫ শতাংশ, সেটা বেড়ে হতে চলেছে ১২ শতাংশ। সমস্ত জুতোর দামের উপরেই জিএসটি বেড়ে ১২ শতাংশ হবে। এ ছাড়া সুতির তৈরি জামাকাপড় ছাড়া সমস্ত জামাকাপড়ে নতুন ভচরে দিতে হবে ১২ শতাংশ জিএসটি।
advertisement
3/5
 যদিও কেন্দ্রে বিরোধী দলগুলি এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। অমিত মিত্র দাবি করেছিলেন, এর ফলে দেশে ১ কোটি ৫০ লক্ষ মানুষ কাজ হারাতে পারেন।
যদিও কেন্দ্রে বিরোধী দলগুলি এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। অমিত মিত্র দাবি করেছিলেন, এর ফলে দেশে ১ কোটি ৫০ লক্ষ মানুষ কাজ হারাতে পারেন।
advertisement
4/5
 নতুন বছরে জিএসটির আওতায় আসবে অনলাইন ট্রান্সপোর্ট সার্ভিস যেমন ওলা ও উবার। নতুন করের নিয়মে ৫ শতাংশ হারে কর দিতে হবে এই সংস্থাগুলিকে।
নতুন বছরে জিএসটির আওতায় আসবে অনলাইন ট্রান্সপোর্ট সার্ভিস যেমন ওলা ও উবার। নতুন করের নিয়মে ৫ শতাংশ হারে কর দিতে হবে এই সংস্থাগুলিকে।
advertisement
5/5
 এ ছাড়াও সকলেই জানেন সুইগি ও জোম্যাটোর মতো খাবার ডেলিভারি সংস্থার জিএসটি জমা দেওয়ার নিয়মে কিছু বদল আসতে চলেছে। তবে এক্ষেত্রে খরচের তেমন কোনও হেরফের হবে না বলেই মনে করা হচ্ছে।
এ ছাড়াও সকলেই জানেন সুইগি ও জোম্যাটোর মতো খাবার ডেলিভারি সংস্থার জিএসটি জমা দেওয়ার নিয়মে কিছু বদল আসতে চলেছে। তবে এক্ষেত্রে খরচের তেমন কোনও হেরফের হবে না বলেই মনে করা হচ্ছে।
advertisement
advertisement
advertisement