আপনার সোনা কতটা শুদ্ধ ? এবার এই অ্যাপ ব্যবহার করে নিজেই জানতে পারবেন

Last Updated:

এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা সহজেই যে কোনও জিনিসের হলমার্কিং বা ISI মার্ক যাচাই করতে পারবেন ৷

#নয়াদিল্লি: সাধারণ মধ্যবিত্তের কাছে সোনা বিনিয়োগ করার একটি সবচেয়ে জনপ্রিয় বিকল্প ৷ কিন্তু অনেক সময়ই দেখা গিয়েছে যে বহু টাকা দিয়ে সোনা কিনে পরে সেটি বিক্রি করতে গিয়ে জানতে পেরেছেন যে সোনায় খাদের পরিমাণ অনেকটাই বেশি ৷ ফলে স্বাভাবিক ভাবেই বহু টাকার লোকসানের মুখে পড়তে হয়েছে আমজনতাকে ৷
সাধারণ মানুষকে প্রতারণা থেকে বাঁচাতে সরকার এবার সোনার শুদ্ধতা যাচাই করার জন্য হলমার্কিং বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ তবে বিপুল সংখ্যক মানুষ এখনও এই বিষয়ে সচেতন না হওয়ায় একাধিকবার সোনা কিনে ফেলছেন  যার শুদ্ধতা অনেকটাই কম  ৷ এর জেরেই সকলের সুবিধার্থে এবার Bureau of Indian Standards-BIS কেয়ার অ্যাপ নামে একটি মোবাইল অ্যাপ তৈরি করেছে যা হলমার্ক জুয়েলারি যাচাই শীঘ্রই করে দেয় ৷
advertisement
এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা সহজেই যে কোনও জিনিসের হলমার্কিং বা ISI মার্ক যাচাই করতে পারবেন ৷ শুধু তাই নয়, পণ্যের মান বা নির্ভরযোগ্যতা নিয়ে গ্রাহকদের কোনও সন্দেহ বা সংশয় থাকলে অ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে পারেন।
advertisement
advertisement
মানি কন্ট্রোলের একটি রিপোর্ট অনুযায়ী, BIS Care App নামে একটি অ্যাপ্লিকেশন Play Store থেকে ডাউনলোড করা যেতে পারে ৷ এর মাধ্যমে হলমার্কিং জুয়েলারির যাচাই বাড়িতে বসে মিনিটের মধ্যে করতে পারবেন ৷ বিআইএস কেয়ার অ্যাপ ব্যবহার করার জন্য সবার আগে আপনাকে নিজের স্মার্টফোনে ডাউনলোড করতে হবে ৷ ডাউনলোড হওয়ার পর আপনাকে এটি ওপেন করতে হবে ৷ এরপর নিজের নাম, ফোন নম্বর ও ই-মেল আইডি দিতে হবে ৷  আপনার মোবাইল নম্বর ও ই-মেল আইডি ওটিপি-র মাধ্যমে ভেরিফাই করতে হবে ৷ ভেরিফিকেশনের পর এই অ্যাপ ব্যবহার করা যেতে পারে ৷
advertisement
BIS Care অ্যাপে ‘Verify HUID’ এর ফিচার দেওয়া হয়েছে ৷ এই ফিচারের সাহায্যে আপনি হলমার্ক জুয়েলারির শুদ্ধতা যাচাই করতে পারবেন ৷ এছাড়া অ্যাপের লাইসেন্সিং ডিটেল সেকশনে গিয়ে ব্র্যান্ডেড প্রোডাক্টসের যাচাই করতে পারবেন ৷ আপনার হলমার্ক জুয়েলারি নিয়ে কোনও সমস্যা থাকলে অ্যাপের কমপ্লেন্ট বিভাগে গিয়ে অভিযোগ জানাতে পারবেন ৷
advertisement
প্রত্যেক সোনার গয়নাতে দেওয়া হয় HUID নম্বর
সরকার গত বছর ১ জুলাই থেকে সমস্ত সোনার গয়নাতে হলমার্কিংয়ে বদল করে তিন ভাগ করে দিয়েছে ৷ প্রথম ভাগ বিআইএস হলমার্ক হয় ৷ দ্বিতীয় ভাগ শুদ্ধতার এবং তৃতীয় ভাগে ছ’ডিজিটের একটি আল্ফানিউমেরিক কোড থাকে যাকে HUID নম্বর বলা হয়ে থাকে ৷ HUID এর মানে হচ্ছে হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর ৷ এই ৬ ডিজিটের কোডে লেটার ও ডিজিটিস সামিল থাকে ৷ হলমার্কিংয়ের সময় প্রত্যেক গয়নার একটি HUID নম্বর অ্যালট করা হয়ে থাকে ৷ এটি একটি ইউনিক নম্বর ৷ অর্থাৎ এক HUID নম্বরের দুটি গয়না হতে পারে না ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আপনার সোনা কতটা শুদ্ধ ? এবার এই অ্যাপ ব্যবহার করে নিজেই জানতে পারবেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement