Gold Price Today: সোনার নতুন দাম জারি, দেখে নিন আজকে ২২ ও ২৪ ক্যারেট Gold এর দাম

Last Updated:

মিসড কল দিয়ে জেনে নিন সোনার লেটেস্ট দাম (Gold Silver Price Today)-

#নয়াদিল্লি: বিয়ের মরশুম শুরু হতেই ফের একবার ঊর্ধ্বমুখী সোনা ও রুপোর দাম (Gold Silver Price Today) ৷ লাগাতার বৃদ্ধির পরও সোনা এখনও রেকর্ড দাম থেকে অনেকটাই সস্তায় পাওয়া যাচ্ছে ৷ তাই সোনা কেনার পরিকল্পনা থাকলে দেরি না করে এখনই কিনে ফেলুন ৷ সোমবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) ফেব্রুয়ারিতে ডেলিভারি সোনার দাম ০.৩৪ শতাংশ দাম বেড়েছে ৷ রুপোর দাম (Silver price) ০.৯৬ শতাংশ বেড়ে গিয়েছে ৷
রেকর্ড হাই থেকে ৮০৭৭ টাকা সস্তায় মিলছে সোনা
২০২০ সালে এই সময় এমসিএক্সে ১০ গ্রাম সোনার দাম (Gold Silver Price Today) ৫৬,২০০ টাকা হয়ে গিয়েছিল যা এখনও পর্যন্ত সর্বকালীন রেকর্ড ৷ এদিন সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৮,১২৩ টাকার লেভেলে রয়েছে ৷ এই হিসেব অনুযায়ী, রেকর্ড দাম থেকে প্রায় ৮০৭৭ টাকা সস্তায় পাওয়া যাচ্ছে ৷
advertisement
advertisement
দেখে নিন সোনা-রুপোর দাম (Gold Silver Price)
অক্টোবরে ডেলিভারি গোল্ডের দাম এদিন ০.৩৪ শতাংশ বেড়ে প্রতি ১০ গ্রামে ৪৮১২৩ টাকা হয়েছে ৷ রুপোর দাম ০.৯৬ শতাংশ বেড়ে ১ কিলোগ্রামের দাম ৬৩৫৭১ টাকা হয়েছে ৷
advertisement
মিসড কল দিয়ে জেনে নিন সোনার লেটেস্ট দাম (Gold Silver Price Today)-
বাড়িতে বসে সহজেই জেনে নিতে পারবেন সোনা ও রুপোর লেটেস্ট দাম ৷ এর জন্য কেবল 8955664433 নম্বরে মিসড কল দিলেই ফোনে মেসেজের মাধ্যমে লেটেস্ট দাম জানতে পারবেন ৷
advertisement
এই ভাবে চেক করে নিন সোনার শুদ্ধতা -
সোনার শুদ্ধতা যাচাই করার জন্য কেন্দ্র সরকার ‘BIS Care app’ লঞ্চ করেছিল ৷ এই অ্যাপের মাধ্যমে সোনার শুদ্ধতা যাচাই করার পাশাপাশি সোনা সংক্রান্ত অভিযোগও জানাতে পারবেন ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold Price Today: সোনার নতুন দাম জারি, দেখে নিন আজকে ২২ ও ২৪ ক্যারেট Gold এর দাম
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement