Gold Price Today: দাম বাড়ল না কমল ? দেখে নিন আজকে সোনার দাম কত হল....
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
মিসড কল দিয়ে জানতে পারবেন সোনার দাম-
#নয়াদিল্লি: সপ্তাহের প্রথম দিন সোনা ও রুপোর দামে বেশি বদল দেখা যায়নি ৷ তবে ফিউচার ট্রেডিংয়ে সোনার দাম সামান্য বেড়েছে ৷ এদিন মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (Multi Commodity Exchange) সোনালি ধাতুর দাম প্রতি ১০ গ্রামে ৪১৪ টাকা বেড়েছে ৷
সোনার দাম আগামী দিনে আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে ৷ IIFL Securities এ কমোডিটি অ্যান্ড কারেন্সি ট্রেডের সভাপতি অনুজ গুপ্ত জানিয়েছেন, এমসিএক্সে সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৭,৭০০ টাকা হয়েছে ৷ শর্ট টার্মের জন্য ৪৮,৫০০ টাকায় সোনা কেনা যেতে পারে ৷
advertisement
advertisement
দিল্লিতে সোনার দাম (Gold Price in Delhi)
Goodreturns অনুযায়ী, দিল্লির সরাফা বাজারে ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ৪৭৮৫ টাকা৷ অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম ৫২,২০০ টাকা প্রতি ১০ গ্রামে ৷ মুম্বইয়ে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৭৬৮০ টাকা ৷ ২৪ ক্যারেটের দাম ৪৮,৬৮০ টাকা ৷
advertisement
সোনার শুদ্ধতা যাচাই করার জন্য সরকারের তরফে একটি অ্যাপ তৈরি করা হয়েছে ৷ ‘BIS Care app’ থেকে গ্রাহকরা সোনার শুদ্ধতা যাচাই করতে পারবেন ৷ এই অ্যাপের মাধ্যমে কেবল সোনার শুদ্ধতা যাচাই করার পাশাপাশি সোনা সংক্রান্ত অভিযোগও জানাতে পারবেন ৷ এই অ্যাপে জিনিসের রেজিস্ট্রেশন, লাইসেন্স, হলমার্ক নম্বর ভুল থাকলে গ্রাহকরা সঙ্গে সঙ্গে অভিযোগ জানাতে পারবেন ৷
advertisement
মিসড কল দিয়ে জানতে পারবেন সোনার দাম
বাড়িতে বসে সহজেই সোনার দাম জানতে পারবেন ৷ এর জন্য আপনাকে কেবল 8955664433 নম্বরে মিসড কল দিতে হবে ৷ এবং আপনার ফোনে মেসেজ চলে আসবে যেখানে আপনি সোনার লেটেস্ট দাম দেখতে পাবেন ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 20, 2021 2:01 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold Price Today: দাম বাড়ল না কমল ? দেখে নিন আজকে সোনার দাম কত হল....