শিক্ষা ক্ষেত্রে পড়ুয়াদের কোন কোন খরচ এডুকেশন লোনের আওতায় পড়বে?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Education Loan: শিক্ষা ঋণের ব্যয়ের তালিকায় কী কী অন্তর্ভুক্ত থাকে?
#কলকাতা: শিক্ষার্থীদের ভবিষ্যৎ সমৃদ্ধ করতে গতানুগতিক স্নাতক, স্নাতকোত্তর পড়াশুনার পাশাপাশি উন্নত এবং উচ্চ স্তরের ডিগ্রির প্রয়োজন হয়। বেশির ভাগ ক্ষেত্রে দেখা এই সমস্ত প্রফেশনাল ডিগ্রি অর্জন করতে অনেক অর্থের প্রয়োজন। বিদেশে পড়াশুনার প্রসঙ্গ এলে টাকার অঙ্ক আরও কয়েক গুণ বেড়ে যায়। শিক্ষা ক্ষেত্রে ব্যবহারের জন্য প্রায় সমস্ত ব্যাঙ্কই ছাত্র-ছাত্রীদের ঋণ দিয়ে থাকে, যাকে স্টুডেন্ট লোন বা শিক্ষা ঋণ বলা হয়। দেশের কোনও বড় শিক্ষা প্রতিষ্ঠান হোক কিংবা বিদেশে পড়া-- দু’রকম পড়াশুনার জন্যই এই সুবিধা পাওয়া যায়। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নকে পূরণ করতে ব্যাঙ্ক শিক্ষা ঋণ প্রদান করে। সাধারণত এই লোন পরিশোধের জন্য সুদের হার বার্ষিক ৬.৭৫% থেকে শুরু হয় এবং ১৫ বছর অবধি ঋণ শোধের মেয়াদ পাওয়া যায়।
উচ্চশিক্ষা ছাড়াও স্কুলে পড়াশোনার জন্যও এই লোন পাওয়া যায়। এ ছাড়া পার্ট টাইম কোর্সের জন্যও শিক্ষা ঋণ পাওয়া যায়। শিক্ষার্থী লোনের যোগ্য কি না, তা সেটা ঋণদাতার মাপকাঠির উপর বিচার করে নির্ধারণ করা হয়।
advertisement
advertisement
শিক্ষা ঋণের ব্যয়ের তালিকায় কী কী অন্তর্ভুক্ত থাকে?
advertisement
advertisement
advertisement
শিক্ষা ঋণের সুবিধা এবং বৈশিষ্ট্য:
advertisement
advertisement
আরও পড়ুন: ৩১ ডিসেম্বরের মধ্যে এই কাজটি সেরে রাখতে হবে পিএফ অ্যাকাউন্ট হোল্ডারদের, না হলে হতে পারে বড় লোকসান
দেশের প্রথম সারির ব্যাঙ্কগুলির শিক্ষা ঋণে সুদের হার:
ব্যাঙ্কের নাম / ঋণদাতা | বার্ষিক সুদের হার | লোনের পরিমাণ | প্রসেসিং ফি |
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক | ৬.৯০% থেকে ৯.৫৫% পর্যন্ত | ১৫ লক্ষ টাকা পর্যন্ত | মোট লোনের পরিমাণের ১% |
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া | ৬.৮৫% থেকে ৮.৬৫% পর্যন্ত | ১.৫ কোটি টাকা পর্যন্ত | ১০,০০০ টাকা + ট্যাক্স |
অ্যাক্সিস ব্যাঙ্ক | ১৩.৭০% থেকে ১৫.২০% পর্যন্ত | ৭৫ লক্ষ টাকা পর্যন্ত | ০ থেকে শুরু করে ১৫,০০০ টাকা + ট্যাক্স |
ব্যাঙ্ক অফ বরোদা | ৬.৭৫% থেকে ৯.৮৫% পর্যন্ত | ৪ লক্ষ টাকার উপরে | মোট লোনের পরিমাণের ১%, ১০০০০ টাকা |
HDFC ব্যাঙ্ক | ৯.৪৫% থেকে ১৩.৩৪% পর্যন্ত | ব্যাঙ্কে যোগাযোগ করতে হবে | মোট লোনের পরিমাণের ১.৫% |
টাটা ক্যাপিটাল | ১০.৯৯% থেকে শুরু | ৩০ লক্ষ টাকা পর্যন্ত | মোট লোনের পরিমাণের ২.৭৫% + ট্যাক্স |
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া | ৮.৮০% থেকে ১০.০৫% পর্যন্ত | প্রয়োজন ভিত্তিক ঋণ | ● ভারতীয় শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ● অনাবাসী শিক্ষার্থীদের জন্য মোট লোনের ০.৫০% + GST |
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া | ৬.৮৫% থেকে ৯.৩৫% পর্যন্ত | ● ভারতে পড়াশুনার জন্য: ১০ লক্ষ টাকা পর্যন্ত ● বিদেশে পড়াশুনার জন্য: ২০ লক্ষ টাকা পর্যন্ত | ● ভারতে পড়াশুনার ক্ষেত্রে বিনামূল্যে ● বিদেশে পড়াশুনার ক্ষেত্রে ৫,০০০ + অন্যান্য ফি |
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক | ১৬.০০% পর্যন্ত | ● ভারতে পড়াশুনার জন্য: ১০ লক্ষ টাকা পর্যন্ত ● বিদেশে পড়াশুনার জন্য: ২০ লক্ষ টাকা পর্যন্ত | ব্যাঙ্কে যোগাযোগ করতে হবে |
ICICI ব্যাঙ্ক | ১০.৫০% থেকে শুরু | ● ভারতে পড়াশুনার জন্য: ৫০ লক্ষ টাকা পর্যন্ত ● বিদেশে পড়াশুনার জন্য: ১ কোটি টাকা পর্যন্ত | ব্যাঙ্কে যোগাযোগ করতে হবে |
ফেডেরাল ব্যাঙ্ক | ১০.০৫% থেকে শুরু | ● ভারতে পড়াশুনার জন্য: ১০ লক্ষ টাকা পর্যন্ত ● বিদেশে পড়াশুনার জন্য: ২০ লক্ষ টাকা পর্যন্ত | ব্যাঙ্কে যোগাযোগ করতে হবে |
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 19, 2021 9:05 AM IST