শিক্ষা ক্ষেত্রে পড়ুয়াদের কোন কোন খরচ এডুকেশন লোনের আওতায় পড়বে?

Last Updated:

Education Loan: শিক্ষা ঋণের ব্যয়ের তালিকায় কী কী অন্তর্ভুক্ত থাকে?

#কলকাতা: শিক্ষার্থীদের ভবিষ্যৎ সমৃদ্ধ করতে গতানুগতিক স্নাতক, স্নাতকোত্তর পড়াশুনার পাশাপাশি উন্নত এবং উচ্চ স্তরের ডিগ্রির প্রয়োজন হয়। বেশির ভাগ ক্ষেত্রে দেখা এই সমস্ত প্রফেশনাল ডিগ্রি অর্জন করতে অনেক অর্থের প্রয়োজন। বিদেশে পড়াশুনার প্রসঙ্গ এলে টাকার অঙ্ক আরও কয়েক গুণ বেড়ে যায়। শিক্ষা ক্ষেত্রে ব্যবহারের জন্য প্রায় সমস্ত ব্যাঙ্কই ছাত্র-ছাত্রীদের ঋণ দিয়ে থাকে, যাকে স্টুডেন্ট লোন বা শিক্ষা ঋণ বলা হয়। দেশের কোনও বড় শিক্ষা প্রতিষ্ঠান হোক কিংবা বিদেশে পড়া-- দু’রকম পড়াশুনার জন্যই এই সুবিধা পাওয়া যায়। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নকে পূরণ করতে ব্যাঙ্ক শিক্ষা ঋণ প্রদান করে। সাধারণত এই লোন পরিশোধের জন্য সুদের হার বার্ষিক ৬.৭৫% থেকে শুরু হয় এবং ১৫ বছর অবধি ঋণ শোধের মেয়াদ পাওয়া যায়।
উচ্চশিক্ষা ছাড়াও স্কুলে পড়াশোনার জন্যও এই লোন পাওয়া যায়। এ ছাড়া পার্ট টাইম কোর্সের জন্যও শিক্ষা ঋণ পাওয়া যায়। শিক্ষার্থী লোনের যোগ্য কি না, তা সেটা ঋণদাতার মাপকাঠির উপর বিচার করে নির্ধারণ করা হয়।
advertisement
advertisement
 
শিক্ষা ঋণের ব্যয়ের তালিকায় কী কী অন্তর্ভুক্ত থাকে?
 
  •       শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি
  •       পরীক্ষা ফি / লাইব্রেরি ফি / ল্যাবরেটরি ফি
  •       হোস্টেল ফি
  •       বিদেশে পড়াশুনার ক্ষেত্রে যাতায়াতের খরচ
  • advertisement
  •       শিক্ষার্থীর বিমা প্রিমিয়াম (যদি প্রযোজ্য হয়)
  •       সতর্কতা ডিপোজিট / প্রতিষ্ঠান ফান্ড / প্রতিষ্ঠানের বিল / ফেরতযোগ্য অন্যান্য ফান্ড খরচ (এই সমস্ত খরচ মোট লোনের পরিমাণের ১০%-এর বেশি হওয়া যাবে না)
  •       বইখাতা / আসবাবপত্র / শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রপাতি / ইউনিফর্ম (এই সমস্ত খরচ মোট লোনের পরিমাণের ২০%-এর বেশি হওয়া যাবে না)
  • advertisement
  •       কম্পিউটার কেনার খরচ, যদি কোর্সের জন্য দরকারি হয় (এই খরচের পরিমাণ মোট ঋণের ২০%-এর বেশি হওয়া যাবে না) 
  •       প্রজেক্ট ওয়ার্ক, থিসিস বা স্টাডি ট্যুর-সহ ডিগ্রি শেষ করার জন্য অন্যান্য সমস্ত খরচ (এই সমস্ত খরচ মোট লোনের পরিমাণের ২০%-এর বেশি হওয়া যাবে না)
  • advertisement
    শিক্ষা ঋণের সুবিধা এবং বৈশিষ্ট্য:
     
    •       শিক্ষা লোনে ১ কোটি টাকা পর্যন্ত ঋণের সুবিধা রয়েছে।
    •       ঋণ পরিশোধের জন্য ১৫ বছর অবধি মেয়াদ পাওয়া যায়।
    • advertisement
    •       দেশ এবং বিদেশে পড়ার জন্য শিক্ষার্থী ঋণের পরিষেবা রয়েছে।
    •       কিছু কিছু লোনদাতা ভিসার জন্য আবেদন করার আগে ঋণ গ্রহণের সুবিধা প্রদান করে।
    •       প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের জন্য ঋণদাতা শিক্ষার্থীর দরজায় কর্মী পাঠায়।
    •       বিভিন্ন ব্যাঙ্ক কর্মীদের সন্তানরা শিক্ষা ঋণের সুদের হারে আকর্ষণীয় ছাড় পায়।
    • advertisement
    •       বেশ কিছু ব্যাঙ্ক ছাত্রীদের জন্য ঋণের সুদের হারে ছাড় দেয়।
    •       কোর্স শেষ হওয়ার পর এক বছর ঋণ পরিশোধ থেকে বিরত থাকার সুবিধা রয়েছে।
    •       প্রদত্ত সুদের উপর ৮ বছর পর্যন্ত কর সুবিধা উপভোগ করা যায়।
    • দেশের প্রথম সারির ব্যাঙ্কগুলির শিক্ষা ঋণে সুদের হার:
       
       
      ব্যাঙ্কের নাম / ঋণদাতাবার্ষিক সুদের হারলোনের পরিমাণপ্রসেসিং ফি
      পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক৬.৯০% থেকে ৯.৫৫% পর্যন্ত১৫ লক্ষ টাকা পর্যন্তমোট লোনের পরিমাণের ১%
      স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৬.৮৫% থেকে ৮.৬৫% পর্যন্ত১.৫ কোটি টাকা পর্যন্ত১০,০০০ টাকা + ট্যাক্স
      অ্যাক্সিস ব্যাঙ্ক১৩.৭০% থেকে ১৫.২০% পর্যন্ত৭৫ লক্ষ টাকা পর্যন্ত০ থেকে শুরু করে ১৫,০০০ টাকা + ট্যাক্স
      ব্যাঙ্ক অফ বরোদা৬.৭৫% থেকে ৯.৮৫% পর্যন্ত৪ লক্ষ টাকার উপরেমোট লোনের পরিমাণের ১%, ১০০০০ টাকা
      HDFC ব্যাঙ্ক৯.৪৫% থেকে ১৩.৩৪% পর্যন্তব্যাঙ্কে যোগাযোগ করতে হবেমোট লোনের পরিমাণের ১.৫%
      টাটা ক্যাপিটাল১০.৯৯% থেকে শুরু৩০ লক্ষ টাকা পর্যন্তমোট লোনের পরিমাণের ২.৭৫% + ট্যাক্স
      ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৮.৮০% থেকে ১০.০৫% পর্যন্তপ্রয়োজন ভিত্তিক ঋণ       ভারতীয় শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে       অনাবাসী শিক্ষার্থীদের জন্য মোট লোনের ০.৫০% +  GST
      ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৬.৮৫% থেকে ৯.৩৫% পর্যন্ত       ভারতে পড়াশুনার জন্য: ১০ লক্ষ টাকা পর্যন্ত       বিদেশে পড়াশুনার জন্য: ২০ লক্ষ টাকা পর্যন্ত       ভারতে পড়াশুনার ক্ষেত্রে বিনামূল্যে       বিদেশে পড়াশুনার ক্ষেত্রে ৫,০০০ + অন্যান্য ফি
      কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক১৬.০০% পর্যন্ত       ভারতে পড়াশুনার জন্য: ১০ লক্ষ টাকা পর্যন্ত       বিদেশে পড়াশুনার জন্য: ২০ লক্ষ টাকা পর্যন্তব্যাঙ্কে যোগাযোগ করতে হবে
      ICICI ব্যাঙ্ক১০.৫০% থেকে শুরু       ভারতে পড়াশুনার জন্য: ৫০ লক্ষ টাকা পর্যন্ত       বিদেশে পড়াশুনার জন্য: ১ কোটি টাকা পর্যন্তব্যাঙ্কে যোগাযোগ করতে হবে
      ফেডেরাল ব্যাঙ্ক১০.০৫% থেকে শুরু       ভারতে পড়াশুনার জন্য: ১০ লক্ষ টাকা পর্যন্ত       বিদেশে পড়াশুনার জন্য: ২০ লক্ষ টাকা পর্যন্তব্যাঙ্কে যোগাযোগ করতে হবে
      Click here to add News18 as your preferred news source on Google.
      ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
      view comments
      বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
      শিক্ষা ক্ষেত্রে পড়ুয়াদের কোন কোন খরচ এডুকেশন লোনের আওতায় পড়বে?
      Next Article
      advertisement
      MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
      মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
      • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

      • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

      • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

      VIEW MORE
      advertisement
      advertisement