#নয়াদিল্লি: গত মাসে পেট্রোল ও ডিজেলের লাগাতর দাম বৃদ্ধির পর চলতি মাসে এখনও পর্যন্ত স্থির রয়েছে দাম ৷ সরকারি তেল সংস্থাগুলি বুধবার ১৭ নভেম্বরের জন্য পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রেখেছে ৷ উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্যে ১০০ টাকার নীচে চলে এসেছে পেট্রোলের দাম ৷
দীপাবলির একদিন আগে কেন্দ্র সরকারের তরফে পেট্রোলে ৫ টাকা এবং ডিজেলে ১০ টাকা এক্সাইজ ডিউটি কমানো হয়েছিল ৷ এর জেরে অনেকটাই দাম কমেছে পেট্রোল ও ডিজেলের (Petrol Diesel Price Today) ৷ আবগারি শুল্ক কমানোর পর থেকেই স্থির রয়েছে জ্বালানির দাম ৷
আরও পড়ুন: ভারত বন্ড ইটিএফ তাদের তৃতীয় কিস্তি লঞ্চ করতে চলেছে; জানুন বিশদে!
কেন্দ্র সরকার আবগারি শুল্ক (Excise Duty) কমানোর পর একাধিক রাজ্য সরকার তাদের স্তরেও দাম কমিয়েছে ৷ উত্তরপ্রদেশে রাজ্য সরকার পেট্রোল ও ডিজেলে ১২-১২ টাকা দাম কমিয়েছে ৷ এরপর উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্যে তেলের দাম (Petrol Diesel Price Today) ১০০ টাকার কম হয়ে গিয়েছে প্রতি লিটারে ৷ বুধবার দিল্লিতে লিটারপ্রতি পেট্রোলের দাম ১০৩.৯৭ টাকা ৷ ডিজেল মিলছে ৮৬.৬৭ টাকায় ৷
আরও পড়ুন: ৪০,০০০ টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, ৬ মাসে আয় করবেন ১০ লক্ষ টাকা!
বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price on 17 November 2021)
যে শহরে ১০০ টাকার কমে মিলছে পেট্রোল ও ডিজেল (Petrol Diesel Price Today)
প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷
এই ভাবে জানতে পারবেন পেট্রোল ও ডিজেলের দাম (How to check diesel petrol price daily)-
এসএমএস-এর মাধ্যমে পেট্রোল-ডিজেলের দাম বাড়িতে বসে সহজেই জানতে পারবেন ৷ ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা RSP লিখে 9224992249 নম্বরে , বিপিসিএল-এর গ্রাহকরা RSP লিখে 9223112222 নম্বরে এবং এইচপিসিএল উপভোক্তারা HPPrice লিখে 9222201122 নম্বরে মেসেজ পাঠাতেই পেট্রোল ও ডিজেলের লেটেস্ট দাম জানতে পারবেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Petrol And Diesel Price