কোন কোন রাজ্যে অনলাইনে দায়বদ্ধতা শংসাপত্রের জন্য আবেদন করা যায়?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
অনলাইন প্রক্রিয়া তুলনামূলক সহজ হয় এবং খুব কম সময়ের মধ্যে শংসাপত্রের অনলাইন কপি পাওয়া যায়।
#নয়াদিল্লি: দায়বদ্ধতা শংসাপত্র হল-- এমন একটি সরকারি নথি, যার সাহায্যে সহজেই জানা যা যে, একটি সম্পত্তি কোনও আইনি বা অর্থনৈতিক জটিলতায় ফেঁসে রয়েছে কি না। রাজ্য সরকারের ভূমি দফতরের তরফে এই শংসাপত্র প্রদান করা হয়।
অনলাইন এবং অফলাইন-- দুই রকম পদ্ধতি ব্যবহার করে এই নথির জন্য আবেদন করা যায়। যদিও দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্য ছাড়া প্রায় সমস্ত রাজ্যেই এখনও অফলাইন আবেদন প্রক্রিয়ার চল রয়েছে। যে এলাকার সম্পত্তির শংসাপত্রের প্রয়োজন, সেখানকার সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রার অফিসে গিয়ে ফর্ম ২২ সংগ্রহ করে হাতে লিখে আবেদন করতে হয়। আবেদনে উল্লেখ করে দিতে হয় যে, কত সাল থেকে কত সাল পর্যন্ত সময়সীমার জন্য শংসাপত্র দরকার। এ ছাড়া, দুই রকম আবেদন প্রক্রিয়ার ক্ষেত্রেই নির্ধারিত ফি প্রদান করতে হয়। অফলাইনে আবেদনের ১৫-২০ দিনের মধ্যে যথাযথ তথ্য শংসাপত্রটি হাতে পাওয়া যায়।
advertisement
অন্যদিকে, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা এবং কেরল-সহ মাত্র কয়েকটি রাজ্যে অনলাইনে দায়বদ্ধতা শংসাপত্রের আবেদনের সুবিধা রয়েছে। অনলাইন প্রক্রিয়া তুলনামূলক সহজ হয় এবং খুব কম সময়ের মধ্যে শংসাপত্রের অনলাইন কপি পাওয়া যায়।
advertisement
নীচে এই কয়েকটি রাজ্যের অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হল--
advertisement
তামিলনাড়ুর ক্ষেত্রে দায়বদ্ধতা শংসাপত্র অনলাইন প্রক্রিয়া:
advertisement
advertisement
কর্নাটকের ক্ষেত্রে দায়বদ্ধতা শংসাপত্র অনলাইন প্রক্রিয়া:
advertisement
advertisement
কেরলের ক্ষেত্রে দায়বদ্ধতা শংসাপত্র অনলাইন প্রক্রিয়া:
তেলঙ্গানা দায়বদ্ধতা শংসাপত্র অনালাইন প্রক্রিয়া:
অন্ধ্রপ্রদেশ দায়বদ্ধতা শংসাপত্র অনালাইন প্রক্রিয়া:
- এই রাজ্যের দায়বদ্ধতা শংসাপত্র খুঁজতে IGRS অন্ধ্রপ্রদেশের ওয়েবসাইটে লগ ইন করতে হবে।
- উপরে ডান দিকের ‘List of Services’ সেকশন থেকে ‘Encumbrance Search’ অপশনটি খুঁজে বের করে ক্লিক করতে হবে।
- একটি নতুন পেজ আসবে, যেখানে ই-শংসাপত্রের সম্বন্ধে সমস্ত তথ্য দেওয়া থাকবে। পেজের নীচে দেওয়া ‘Submit’ অপশন ক্লিক করতে হবে।
- ‘Search Criteria’ বেছে নিয়ে যথাযথ তথ্য দিয়ে শংসাপত্র সার্চ করতে হবে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 22, 2022 6:38 PM IST