Market Price Of Old Coin: আপনার কাছে ‘এই’ ২৫ পয়সা আছে ? তাহলে আপনি হয়ে যেতে পারেন মালামাল !

Last Updated:

Market Price Of Old Coin: আপনার ড্রয়ারে থাকা পুরনো ২৫ পয়সা মুদ্রা আজ আপনাকে মালামাল করে তুলতে পারে!

News18
News18
আজকালকার দিনে দাঁড়িয়ে ২৫ পয়সা কিংবা ১০ পয়সার কোনও মূল্য নেই। অর্থাৎ অচল হয়ে গিয়েছে সেই সব মুদ্রা। কারণ এই মুদ্রা ব্যবহার করে কোনও কিছুই কেনা যাবে না। এখন কেবল বইয়ের পাতা এবং গল্পের অধ্যায়েই ২৫ পয়সা ও ১০ পয়সার কথা আমরা শুনতে পাই। কিন্তু আদতেই কি এর কোনও মূল্য নেই? যদিও এমনটা ভাবার কোনও কারণ নেই। আসলে বাস্তব জীবনে এর মূল্য জানতে পারলে যে কেউ অবাক হয়ে যেতে পারেন।
সম্প্রতি উত্তরপ্রদেশের মেরঠে অনুষ্ঠিত হয়েছে মুদ্রা মহোৎসব। সেখানেই চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্যের। আসলে যাঁরা পুরনো মুদ্রা জমান, এমন বিপুল সংখ্যক মানুষ ওই মহোৎসবে ভিড় জমিয়েছিলেন। এখানে কেবল পুরনো মুদ্রা বিক্রিই হচ্ছিল না, কিছু মুদ্রার মূল্য তো হাজার হাজার টাকায় পৌঁছে গিয়েছিল।
advertisement
advertisement
এই বিরল ২৫ পয়সার মুদ্রার মূল্য উঠেছিল ১০ হাজার টাকা পর্যন্ত
লখনউ থেকে এই মহোৎসবে যোগ দিয়েছিলেন মুদ্রা সংগ্রাহক সাহিল। তিনি বলেন যে, যদি কারও কাছে হায়দ্রাবাদ টাকশালের ২৫ পয়সার মুদ্রা থাকে এবং এটি বাজারে না ছড়িয়ে পড়ে থাকে, তাহলে সেই মুদ্রার বাজারদর হতে পারে ৮ থেকে ১০ হাজার টাকা। সাহিল বলেন, বিরল সংগ্রহের মুদ্রার চাহিদা সবসময় বেশি থাকে। কারণ এগুলি সীমিত পরিমাণে পাওয়া যায়। এই কারণেই যাঁরা পুরাতন মুদ্রা জমিয়ে  রেখেছেন, তাঁরা আজ প্রচুর পরিমাণে আয় করতে পারেন। সাহিল আরও বলেন, তাঁর সংগ্রহে বিভিন্ন দেশের এবং ভিন্ন ভিন্ন সময়ের অনেক বিরল মুদ্রা রয়েছে। এর মধ্যে অন্যতম হল ২৫ পয়সা এবং ১৮ পয়সা।
advertisement
শত শত বছরের পুরনো মুদ্রার এক অনন্য ভাণ্ডার
এই উৎসবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী অশ্বিনী কুমারও। তাঁর সংগ্রহে এমন এক অনন্য মুদ্রার ভান্ডার রয়েছে, যা দেখে সকলেরই তাক লাগিয়ে গিয়েছে। অশ্বিনী কুমারের সংগ্রহে দিল্লি সুলতানি যুগ, মুঘল আমল, হরপ্পা-সিন্ধু সভ্যতা যুগ, এমনকী ব্রিটিশ শাসন কালের মুদ্রাও রয়েছে। অশ্বিনী বলেন যে, ইতিহাসে একসময়ের প্রচলিত মুদ্রাগুলি এখনকার ইতিহাসের অমূল্য প্রতীক হয়ে উঠেছে। আর এই সব মুদ্রা সংগ্রহের শখের কারণে, অশ্বিনী লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন। তিনি বলেন যে, এই ধরনের মুদ্রা যখন নিলামে ওঠে, তখন এর দাম শুনে মানুষ অবাক হয়ে যান। কিন্তু যাঁরা প্রকৃত সংগ্রাহক, তাঁরা এর জন্য ভাল পরিমাণ অর্থ দিতে প্রস্তুত থাকেন।
advertisement
মেরঠে অনুষ্ঠিত মুদ্রা মহোৎসবের ভিড়:
এই মহোৎসবে প্রচুর মানুষের সমাগম ঘটেছিল। আর এর মধ্যে বাচ্চা থেকে বৃদ্ধ সকলেই ছিলেন। পুরাতন মুদ্রা দেখার, কেনার এবং নিলামে অংশগ্রহণ করার জন্য সকলেই উৎসাহী ছিলেন। এখানে প্রাচীন মুদ্রা কেনা-বেচার এই সুযোগটি কেবল মানুষের জন্য ঐতিহাসিক ভাবে গুরুত্বপূর্ণ নয়, বরং এই শখ মানুষের জন্য ভাল আয়ের উৎসও হয়ে উঠতে পারে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Market Price Of Old Coin: আপনার কাছে ‘এই’ ২৫ পয়সা আছে ? তাহলে আপনি হয়ে যেতে পারেন মালামাল !
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement