Huge Fall in Gold Price: হুড়মুড়িয়ে দাম কমছে সোনার ! দেখে নিন ১ গ্রামের দাম কত হল
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Huge Fall in Gold Price: সোনার বাজারে বড়সড় ধস! হঠাৎ করে কমে গেল সোনার দাম। ১ গ্রাম সোনার দাম এখন কত হয়েছে ? কেন পড়ছে দর?
চলতি সপ্তাহে বেশ অনেকটাই কমল সোনার দাম ৷ শনিবারও এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে সোনালি ধাতুর দাম ৷ মার্কেট বিশেষজ্ঞদের মতে সোনার দাম ইতিমধ্যেই সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছে ৷ ফলে এবার দাম নিম্নমুখী হওয়ার সম্ভাবনা বেশি ৷ এখন সকলের মনে যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে তা হল এটা কি সোনা কেনার সঠিক সময় না বিক্রি করার ? বাঙালি মধ্যবিত্তর সোনা কেনার পরিকল্পনা থাকুক বা না থাকুক সোনার দামের ওঠা-পড়া নিয়ে তাঁদের কৌতুহলের শেষ নেই ৷ এদিন অনেকটা দাম কমায় কিছুটা স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ ৷
advertisement
বর্তমানে যে জায়গায় সোনার দাম পৌঁছেছে তাতে মধ্যবিত্তের প্রায় ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে সোনা কেনা ৷ প্রাচীন কাল থেকে সোনাকে সুরক্ষিত বিনিয়োগের মাধ্যম হিসেবে দেখা হয় ৷ ফলে দাম আকাশছোঁয়া হলেও সোনার দরের ওঠা-নামার উপর সকলেরই নজর থাকে ৷ শুধু সোনা না রুপোর দামও আকাশছোঁয়া ৷ সম্প্রতি ১ লাখ টাকা ছাড়িয়ে গিয়েছে রুপোর দাম ৷
advertisement
advertisement
advertisement
advertisement