Aadhaar Card Update: আধার নিয়ে বড় আপডেট ! শীঘ্রই অনলাইনে বদল করা যাবে নাম, ঠিকানা ও ফোন নম্বর ?

Last Updated:
Aadhaar Card Update: UIDAI-এর নতুন পদক্ষেপে আধার কার্ড আপডেট হবে আরও সহজ। নভেম্বর ২০২৫ থেকে নাম, ঠিকানা ও ফোন নম্বর অনলাইনে পরিবর্তন করা যাবে বলে ৷
1/6
সম্প্রতি ঠিকানা বদল করেছেন ? তাহলে অবশ্যই আপনার আধার কার্ডে নতুন ঠিকানা আপডেট করুন ৷ আপনার কাছে বৈধ ঠিকানার প্রমাণপত্র বা Address Validation Letter থাকলে আপনি সহজেই ঠিকানা আপডেট করতে পারবেন ৷

সম্প্রতি ঠিকানা বদল করেছেন ? তাহলে অবশ্যই আপনার আধার কার্ডে নতুন ঠিকানা আপডেট করুন ৷ আপনার কাছে বৈধ ঠিকানার প্রমাণপত্র বা Address Validation Letter থাকলে আপনি সহজেই ঠিকানা আপডেট করতে পারবেন ৷
advertisement
2/6
নভেম্বর ২০২৫ থেকে আধার কার্ডের বেশ কয়েকটি তথ্য—যেমন মোবাইল নম্বর, ঠিকানা, নাম এবং জন্মতারিখ—অনলাইনের মাধ্যমেই আপডেট করা যাবে। অনেক ক্ষেত্রেই আর আধার কেন্দ্রে যেতে হবে না, ফলে আপডেট প্রক্রিয়া হবে আরও সহজ এবং সুবিধাজনক।

নভেম্বর ২০২৫ থেকে আধার কার্ডের বেশ কয়েকটি তথ্য—যেমন মোবাইল নম্বর, ঠিকানা, নাম এবং জন্মতারিখ—অনলাইনের মাধ্যমেই আপডেট করা যাবে। অনেক ক্ষেত্রেই আর আধার কেন্দ্রে যেতে হবে না, ফলে আপডেট প্রক্রিয়া হবে আরও সহজ এবং সুবিধাজনক।
advertisement
3/6
এই পরিবর্তনের ফলে ডকুমেন্টের হার্ড কপির উপর নির্ভরতা কমবে এবং অধিকাংশ পরিবর্তনের জন্য আধার কেন্দ্রে যাওয়ার ঝামেলা দূর হবে। পরিষেবাগুলি অনলাইনে চলে আসার ফলে আধার আপডেট করার প্রক্রিয়া হবে আরও দ্রুত, নিরাপদ ও সহজ—যা সারা ভারতের লক্ষ লক্ষ মানুষের জন্য উল্লেখযোগ্য সুবিধা নিয়ে আসবে।
এই পরিবর্তনের ফলে ডকুমেন্টের হার্ড কপির উপর নির্ভরতা কমবে এবং অধিকাংশ পরিবর্তনের জন্য আধার কেন্দ্রে যাওয়ার ঝামেলা দূর হবে। পরিষেবাগুলি অনলাইনে চলে আসার ফলে আধার আপডেট করার প্রক্রিয়া হবে আরও দ্রুত, নিরাপদ ও সহজ—যা সারা ভারতের লক্ষ লক্ষ মানুষের জন্য উল্লেখযোগ্য সুবিধা নিয়ে আসবে।
advertisement
4/6
UIDAI এখন সরকারি ডেটাবেস যেমন PAN, পাসপোর্ট ও রেশন কার্ডের মাধ্যমে আপনার তথ্য স্বয়ংক্রিয়ভাবে যাচাই করবে, ফলে বারবার নথি আপলোড করার প্রয়োজন হবে না। এমনকি বিদ্যুৎ বিলের মতো ইউটিলিটি বিলও এখন ঠিকানা যাচাইয়ের জন্য ব্যবহার করা যাবে, যা আপডেট প্রক্রিয়াটিকে আরও সহজ ও কার্যকর করে তুলবে।
UIDAI এখন সরকারি ডেটাবেস যেমন PAN, পাসপোর্ট ও রেশন কার্ডের মাধ্যমে আপনার তথ্য স্বয়ংক্রিয়ভাবে যাচাই করবে, ফলে বারবার নথি আপলোড করার প্রয়োজন হবে না। এমনকি বিদ্যুৎ বিলের মতো ইউটিলিটি বিলও এখন ঠিকানা যাচাইয়ের জন্য ব্যবহার করা যাবে, যা আপডেট প্রক্রিয়াটিকে আরও সহজ ও কার্যকর করে তুলবে।
advertisement
5/6
UIDAI শীঘ্রই একটি নতুন মোবাইল অ্যাপ্লিকেশন চালু করতে চলেছে, যেখানে QR কোড-সহ ডিজিটাল আধার কার্ডের সুবিধা থাকবে। এই আপডেটের মাধ্যমে আর আধার কার্ডের ফটোকপি জমা দেওয়ার প্রয়োজন হবে না। তার বদলে ব্যবহারকারীরা যখন প্রয়োজন হবে, তখনই নিরাপদ ডিজিটাল বা masked ভার্সন শেয়ার করতে পারবেন। এই উদ্যোগের মূল লক্ষ্য হল জালিয়াতি আটকানো এবং ভুয়ো আধার কার্ডের প্রচলন কমানো।
UIDAI শীঘ্রই একটি নতুন মোবাইল অ্যাপ্লিকেশন চালু করতে চলেছে, যেখানে QR কোড-সহ ডিজিটাল আধার কার্ডের সুবিধা থাকবে। এই আপডেটের মাধ্যমে আর আধার কার্ডের ফটোকপি জমা দেওয়ার প্রয়োজন হবে না। তার বদলে ব্যবহারকারীরা যখন প্রয়োজন হবে, তখনই নিরাপদ ডিজিটাল বা masked ভার্সন শেয়ার করতে পারবেন। এই উদ্যোগের মূল লক্ষ্য হল জালিয়াতি আটকানো এবং ভুয়ো আধার কার্ডের প্রচলন কমানো।
advertisement
6/6
যদি আপনি শুধুমাত্র আপনার ঠিকানা আপডেট করতে চান, তাহলে UIDAI বর্তমানে এই পরিষেবাটি myAadhaar পোর্টালের মাধ্যমে ২০২৬ সালের ১৪ জুন পর্যন্ত বিনা খরচে দিচ্ছে। তবে মনে রাখবেন, আপডেট সম্পন্ন করার জন্য আপনার আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে, কারণ প্রক্রিয়াটি OTP (One-Time Password) যাচাইকরণের মাধ্যমে সম্পন্ন হবে।
যদি আপনি শুধুমাত্র আপনার ঠিকানা আপডেট করতে চান, তাহলে UIDAI বর্তমানে এই পরিষেবাটি myAadhaar পোর্টালের মাধ্যমে ২০২৬ সালের ১৪ জুন পর্যন্ত বিনা খরচে দিচ্ছে। তবে মনে রাখবেন, আপডেট সম্পন্ন করার জন্য আপনার আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে, কারণ প্রক্রিয়াটি OTP (One-Time Password) যাচাইকরণের মাধ্যমে সম্পন্ন হবে।
advertisement
advertisement
advertisement