হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে নেট লাভ ৯০%, বিজ্ঞপ্তি প্রকাশ কানাড়া ব্যাঙ্কের

Canara bank: জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে নেট লাভ ৯০%, বিজ্ঞপ্তি প্রকাশ কানাড়া ব্যাঙ্কের

বিজ্ঞপ্তি প্রকাশ কানাড়া ব্যাঙ্কের

বিজ্ঞপ্তি প্রকাশ কানাড়া ব্যাঙ্কের

Canara Bank: ২০২১-২০২২ সালের জানুয়ারি-মার্চ কোয়ার্টারে এই ব্যাঙ্কের লাভ ১,৬৬৬.২২ কোটি টাকা

  • Share this:

নয়া দিল্লি: কানারা ব্যাঙ্ক সোমবার উচ্চ হারে সুদে আয়ের পিছনে ২০২৩ সালের মার্চ শেষ হওয়া ত্রৈমাসিক কোয়ার্টারে নেট মুনাফা প্রায় দ্বিগুণ হওয়ার কথা জানিয়েছে। ২০২১-২০২২ সালের জানুয়ারি-মার্চ কোয়ার্টারে এই ব্যাঙ্কের লাভ ১,৬৬৬.২২ কোটি টাকা।

 

স্টক এক্সচেঞ্জে ফাইলিংয়ে কানাড়া ব্যাঙ্ক বলেছে যে চলতি বছরের ৩১ মার্চ আর্থিক বছরের শেষ দিন হিসাব অনুযায়ী লাভ ৯০.৬৩ শতাংশ বৃদ্ধি হয়েছে। ৩১ মার্চ তারিখে শেষ ত্রৈমাসিকের মোট সুদের হার ২৩.০১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

মার্চ মাসের শেষ কোয়ার্টারে মোট লাভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩,২৩২.৮৪ কোটি টাকা, যা আগের অর্থবছরের একই সময়ের মধ্যে ১,৯৬৯.০৪ কোটি টাকা থেকে বেড়েছে।

ঋণদাতা আরও বলেছেন যে ২০২৩ সালের মার্চে শেষ হওয়া বছরে ব্যাঙ্কের স্ট্যান্ডালোন প্রফিট পরিমাণ ৫,৬৭৮.৪২ কোটি টাকা থেকে বেড়ে ১০,৬০৩.৭৬ কোটি টাকা হয়েছে।

আরও পড়ুন, এসি-কুলারের দাম অনেক! গরমে ঘরে রেখে দিন এই ফ্যান, ঘর ঠান্ডা হবে কয়েক মিনিটে

আরও পড়ুন, ‘বিমানের টিকিট কাটব কীভাবে, নেটই তো নেই!’ আতঙ্কে মণিপুরে থাকা বাঙালি পড়ুয়ারা

অন্যদিকে, চলতি বছরের মার্চে শেষ হওয়া বছরের জন্য মুনাফা ৫,৭৯৫.১০ কোটি টাকা থেকে ২০২২-২০২৩ সালে ১০,৮০৭,৮০ কোটি টাকা হয়েছে।

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Canara Bank