Agnipath Recruitment Scheme : সেনা বেতন, পেনশন বিলের ক্ষেত্রে অগ্নিপথ স্কিম কীভাবে কাজ করবে? কতটা লাভ হবে এতে?

Last Updated:

Agnipath Recruitment Scheme : কী এই অগ্নিপথ প্রকল্প, কারা আসবেন এর আওতায়, কেনই বা এত আলোচনা এই নতুন প্রকল্পকে ঘিরে, জেনে নেওয়া যাক খুঁটিনাটি।

Agnipath Recruitment Scheme
Agnipath Recruitment Scheme
Indian নয়াদিল্লি: অগ্নিপথ নিয়োগ প্রকল্প (Agnipath Recruitment Scheme) নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন । কী এই অগ্নিপথ প্রকল্প, কারা আসবেন এর আওতায়, কেনই বা এত আলোচনা এই নতুন প্রকল্পকে ঘিরে, জেনে নেওয়া যাক খুঁটিনাটি ।
এই অগ্নিপথ প্রকল্প আসছে সেনা,  নৌসেনা এবং বিমানবাহিনীর নিয়োগ সংক্রান্ত বিষয়ে । মঙ্গলবার, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহকে (Rajnath Singh) করা প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘ আমরা সশস্ত্র বাহিনীর জন্য ব্যয় করতে কখনই পিছপা নই । প্রয়োজনীয় যা খরচ করতে হবে, সরকার খরচ করতে রাজি । আমাদের লক্ষ্য দেশের সীমান্ত রক্ষা করা । যা খরচ করা দরকার, তা খরচ করা হবে ।’’
advertisement
কর্তৃপক্ষের দাবি ২০২০ সাল থেকে প্রতিরক্ষা পেনশনে খাতে প্রায় ৩:৩ লক্ষ কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে এবং প্রদান করা হয়েছে । বছরের পর বছর, পেনশনের কারণে, প্রতিরক্ষা মন্ত্রকের আয়ের অংশ সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণের জন্য ব্যবহৃত মূলধন ব্যয়ের থেকে বেশি হয়ে যাচ্ছে বলে দাবি । ফেব্রুয়ারিতে প্রস্তাবিত বাজেটে, সামগ্রিক প্রতিরক্ষা মূল্যের পরিসর ৫.২৫ লক্ষ কোটি টাকা করা হয়েছে । যা গত বছরের বরাদ্দ ৪.৭৮ লক্ষ কোটি টাকার তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি । তবুও মূল্য সীমার আয়ের অংশ মূলধন ব্যয়ের চেয়ে বেশি হয়ে যাচ্ছে বলে জানাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক।
advertisement
advertisement
আরও পড়ুন :  আজ আপনার শহরে কত হল পেট্রোল ও ডিজেলের দাম, জানলে চমকে যাবেন আপনিও....
এই বছর বরাদ্দ করা সম্পূর্ণ আয় হল ৩.৬৫ লক্ষ কোটি টাকা । এর মধ্যে পেনশনের জন্য ১,১৯,৬৯৬ কোটি টাকা ব্যয় হচ্ছে । সূত্রের খবর ২০২০-২১ সালে পেনশন খাতে বরাদ্দ সংশোধন করে ১.১৭ লক্ষ কোটি টাকা করা হয়েছিল । কিন্তু সেই সীমা পেরিয়ে গিয়েছে, পেনশন খাতে প্রায় ১.২০ লক্ষ কোটি টাকা ব্যয় করতে হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রককে । গত অর্থবর্ষে পেনশন বিল আরও বেশি ছিল । সেটা দাঁড়িয়েছিল প্রায় ১.২৮ লক্ষ কোটি টাকা ।
advertisement
সাম্প্রতিক বছরগুলির মতো এ বছরও বাজেটে, প্রতিরক্ষা পেনশনকে সামগ্রিক প্রতিরক্ষা বরাদ্দ সীমার এক চতুর্থাংশের কিছু কম রাখা হয়েছে ।
একই ভাবে, বাহিনীকে দেওয়া পারিশ্রমিকও বছরের পর বছর বাড়ছে । ২০২০-২০২১ সালে সেনাবাহিনীর বেতন এবং ভাতা খাতে ৮৮,৮০০ কোটি টাকারও বেশি ব্যয় করেছে কেন্দ্র । পরবর্তী ২০২১-২০২২ সালে তা ১০,০০০ কোটি টাকাও বেশি বেড়েছে । এই বছর সেনাবাহিনীর বেতন এবং ভাতার জন্য সংশোধিত তহবিল ধরা হয়েছিল ৯৯,৮০০ কোটি টাকারও বেশি ।
advertisement
আরও পড়ুন : রান্নার তেলের দামে ফের পতন! লিটার প্রতি সর্ষে-বাদাম-সয়াবিন তেলের দর কত? দেখুন...
এই বছর, কেন্দ্রীয় সরকার সেনাবাহিনীর বেতন ও ভাতা খাতে ১.০৭ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে। তিন বাহিনীর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল এই সেনাবাহিনী । এতে রয়েছেন ১১ লাখেরও বেশি সেনা এবং আধিকারিক ।
advertisement
২০২০-২১ সালে নৌ বাহিনীর জন্য বেতন এবং ভাতা খাতে প্রায় ৬,৬৫৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল । ২০২১-২২ সালে তা বাড়িয়ে করা হয়েছিল ৭,৮৩২ কোটি টাকা । এ বছরের বাজেটে তা আরও বাড়িয়ে করা হয়েছে ৯,১৩৩ কোটি টাকা ।
আরও পড়ুন :  LIC শেয়ারে রেকর্ড পতন, মাথায় হাত বিনিয়োগকারীদের! বাঁচতে হলে এখুনি করুন এই কাজ
একইভাবে, IAF-এর সংখ্যাও ক্রমশ বাড়ছে । এই খাতেও বাড়ছে খরচ । ২০২০-২১ সালে IAF বেতন এবং ভাতা বাবদ খরচ হয়েছিল ১৫,৯৮৪ কোটি টাকা । ২০২১-২২ সালে তা বাড়িয়ে করা হয় ১৬,৩৪৭ কোটি টাকা । এ বছরের বাজেটে বরাদ্দ আরও বেশ খানিকটা বাড়ানো হয়েছে । এ বছর এই খাতে বাজেট বরাদ্দ হয়েছে ১৮,৩৪৬ কোটি টাকা ।
advertisement
এ বছরের জন্য তিন বাহিনীর সম্পূর্ণ বেতন এবং ভাতা প্রায় ১.৩৫ লক্ষ কোটি টাকার কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছে । এর সঙ্গে যুক্ত রয়েছে পেনশনের ১.২ লক্ষ কোটি টাকা । কেন্দ্রীয় সরকার এই বছর কেবল মজুরি এবং পেনশনের জন্য ২.৫৫ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে । এ দিকে প্রতিরক্ষা বাহিনীর আধুনিকীকরণের জন্য ব্যবহৃত মূলধন হিসেবে বরাদ্দ করা হয়েছে ২.৩৩ লক্ষ কোটি টাকা ।
পরিসংখ্যান বলছে, ২০১২-১৩ সালের চেয়ে ক্রমশ বেড়েছে প্রতিরক্ষা খাতে ব্যয়ের বহর । কী ভাবে বাড়ছে এই খাতে বরাদ্দের পরিমাণ । একটু নজর দিলেই বোঝা যাবে । দশ বছর আগে, কেন্দ্রীয় সরকার প্রতিরক্ষা পেনশনের জন্য ৩৯,০০০ কোটি টাকা বরাদ্দ করেছিল । বাহিনীর বেতন এবং ভাতা খাতে বরাদ্দ করা হয়েছিল ৫৬,০০০ কোটি টাকা । মূলধন ব্যয়ের জন্য প্রায় ৮০,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল । গোটা বছরের সামগ্রিক প্রতিরক্ষা খাতে বরাদ্দের উর্ধ্বসীমা ছিল ২.৩৮ লক্ষ কোটি টাকা ।
ভাতা ও পেনশন খাতে কী ভাবে খরচ কমানো যায়, সে বিষয়ে একটি প্রাথমিক প্রস্তাব দেওয়া হয়েছিল সেনাবাহিনীর তরফেই । সেটা ২০২০ সালের কথা । সেখানেই নতুন প্রকল্পের প্রস্তাব এসেছিল। প্রাথমিক প্রস্তাবে তিন বছরের মডেল ধরে ভাবনা চিন্তা করা শুরু হয়েছিল ।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Agnipath Recruitment Scheme : সেনা বেতন, পেনশন বিলের ক্ষেত্রে অগ্নিপথ স্কিম কীভাবে কাজ করবে? কতটা লাভ হবে এতে?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement