মাসের পর মাস লটারি কেটেও ভাগ্য খুলছিল না কারও! তার পর যা জানা গেল...শিউরে উঠবেন!

Last Updated:

Lottery: মাসের পর মাস লটারি কেটেও ছিঁড়ল না ভাগ্যের শিকে! ঠিক লটারি কিনছিলেন তো? ক্রেতারা যা জানলেন তার পর...! চোখ কপালে।

মাসের পর মাস ধরে বিক্রি হচ্ছিল জাল লটারির টিকিট! শুনেই চক্ষু চড়কগাছ ক্রেতাদের
মাসের পর মাস ধরে বিক্রি হচ্ছিল জাল লটারির টিকিট! শুনেই চক্ষু চড়কগাছ ক্রেতাদের
অনেকেই গোছা গোছা লটারির টিকিট কাটছিলেন, কিন্তু ভাগ্য খুলছিল না কারওই। শেষে জানা গেল, সেই সব টিকিট জাল। এমন ঘটনায় তাজ্জব পূর্ব বর্ধমানের মেমারির লটারির টিকিট ক্রেতারা। কোনও রকম অনুমতি ছাড়াই সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে লটারির টিকিট বিক্রি করার অভিযোগে পূর্ব বর্ধমান জেলা দুর্নীতি দমন শাখা ও মেমারি থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে মেমারি থেকে ৩ জনকে গ্রেফতার করল।
তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর পরিমাণে সরকারি অনুমোদনহীন লটারির টিকিট। মেমারি থানার অন্তর্গত চকদিঘি মোড় ও বামুনপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেফতার করে পুলিশ।ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ১৬ হাজার ২০০ টি বেআইনি লটারির টিকিট।
লটারি কেটে সাফল্য পেতে হলে কোন কোন অঙ্কগুলি মাথায় রাখতে হবে তা তুলে বিগত বেশ কিছুদিনের লটারির যে রেজাল্টগুলি আপনার কাছে রয়েছে সেগুলিকে আরো একবার ভালোভাবে যাচাই করুন। সাধারণত লটারির টিকিটে ১-৪ এবং ৫-৯ এভাবে সংখ্যা দেওয়া থাকে। দেখে নিন যে ১ থেকে ৪ নম্বর সংখ্যার টিকিট বেশি খেলা হয়েছে নাকি ৫ থেকে ৯ নম্বর সংখ্যার। যে টিকিটের খেলা বেশি হয়েছে সেই টিকিট বাদ দিয়ে অন্য টিকিটগুলি ক্রয় করুন।
advertisement
advertisement
লটারি কেটে সাফল্য পেতে হলে কোন কোন অঙ্কগুলি মাথায় রাখতে হবে তা তুলে বিগত বেশ কিছুদিনের লটারির যে রেজাল্টগুলি আপনার কাছে রয়েছে সেগুলিকে আরও একবার ভালোভাবে যাচাই করুন। সাধারণত লটারির টিকিটে ১-৪ এবং ৫-৯ এভাবে সংখ্যা দেওয়া থাকে। দেখে নিন যে ১ থেকে ৪ নম্বর সংখ্যার টিকিট বেশি খেলা হয়েছে নাকি ৫ থেকে ৯ নম্বর সংখ্যার। যে টিকিটের খেলা বেশি হয়েছে সেই টিকিট বাদ দিয়ে অন্য টিকিটগুলি ক্রয় করুন।
advertisement
ধৃত সত্যজিৎ দাস-এর বাড়ি মেমারির বিনয়পল্লীতে এবং পরিতোষ বিশ্বাস-এর বাড়ি মেমারীর বিষ্ণুপুরে ও রাজু ঘোষের বাড়ি মেমারির দিলালপুরে। জেলা দুর্নীতি দমন শাখা সূত্রে জানা গেছে,বাজারে যে লটারির টিকিটগুলো বিক্রি করা হচ্ছিলো সেই কোম্পানিগুলির টিকিট পশ্চিমবঙ্গ রাজ্যে বিক্রির কোনও অনুমোদন নেই। সরকার এই টিকিট বিক্রির ওপর কোনও ট্যাক্স পায় না।
advertisement
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মেমারির চকদিঘি মোড় ও বামুনপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে ওই ৩ জনকে গ্রেফতার করা হয়।  তল্লাশিতে তাদের কাছ থেকে ১৬২০০ টি বেআইনি লটারি টিকিট বাজেয়াপ্ত করা হয়।
Three Arrested for Selling Fake Lottery Tickets in Purba Bardhaman
advertisement
দুর্নীতি দমন শাখার আধিকারিকদের মতে, এই লটারির টিকিটগুলি কোনও সরকারি অনুমোদিত সংস্থার নয় এবং এগুলি পশ্চিমবঙ্গে বিক্রির জন্য অনুমতি পায়নি। এর ফলে সরকার এই বিক্রি থেকে কোনো রাজস্ব পায়নি। অর্থাৎ সম্পূর্ণ বেআইনি ভাবে এই টিকিটগুলি বিক্রি করে আসছিল অভিযুক্তরা, যার ফলে রাজ্যের রাজস্ব ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় এবং এই তিনজনকে হাতেনাতে ধরে ফেলে। পুলিশ খতিয়ে দেখছে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে চায়, এই বেআইনি লটারির যোগান কারা দিচ্ছে, এবং আর কোথায় কোথায় এই টিকিট সরবরাহ করা হচ্ছিল। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, বেআইনি ব্যবসা বন্ধ করতে আগামী দিনে আরও তৎপর হবে পুলিশ।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মাসের পর মাস লটারি কেটেও ভাগ্য খুলছিল না কারও! তার পর যা জানা গেল...শিউরে উঠবেন!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement