রমরমা ছিল আজ থেকে প্রায় ১০ থেকে ১৫ বছর আগে, বর্তমানে হারিয়ে যাচ্ছে এই ব্যবসা
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
অনলাইন মার্কেট আসার পর, মানুষ বেছে নিয়েছেন রেডিমেড লেপ তোষক। দেখতে বেশি ফিটফাট, চকচকে প্যাকেজিং।
বাঁকুড়া: লাঠি দিয়ে লেপ পেটানোর আওয়াজ। শীতের মিষ্টি দুপুরে মোটা ছুঁচ নিয়ে লুঙ্গি পরেমুখে বিড়বিড় করতে করতে সকাল থেকে কাজ করে চলেছেন নাঈম মিয়া। বছরের দুটি মাস রোজগার। যারা হাতে বানানো লেপ-তোষক পছন্দ করেন, তারা চলে আসেন নাঈম মিঞার কাছে। সারা বছর সেই রোজগারের উপর ভিত্তি করে চলে জীবন।কালী পুজোর পরই বিহার থেকে বাঁকুড়া চলে আসেন মোহাম্মদ নাঈম। বাংলা বলতে পারেন গর গর করে। মাঝে মাঝে বলে ওঠেন “জয় মা তারা”, বাঁকুড়া শহরের এডওয়ার্ড মেমোরিয়াল হল এর ঠিক পাশে ভুটিয়া মার্কেটের বিপরীতে দেখতে পাবেন মহম্মদ নাঈমকে।
লেপ তোষক তৈরি করছেন একা হাতে। মোটা ছুঁচ নিয়ে মাথার মধ্যে সুতো ঘষে করছেন সেলাই। লাঠি দিয়ে পেটাচ্ছেন তোষক।এটি এমন একটি জীবিকা যে তার রমরমা ছিল আজ থেকে প্রায় ১০ থেকে ১৫ বছর আগে। তখনও জনপ্রিয় হয়নি অনলাইন বাজার। অনলাইন মার্কেটে রমরমা ছিল না বিন্দুমাত্র। হাতে বানানো লেপ-তোষক পছন্দ করতেন মানুষ। বাড়ির মা ঠাকুমারা মনে করতেন, হাতে বানানোর লেপ তোষকে থাকে ভালবাসার ছোঁয়া। তবে অনলাইন মার্কেট আসার পর, মানুষ বেছে নিয়েছেন রেডিমেড লেপ তোষক। দেখতে বেশি ফিটফাট, চকচকে প্যাকেজিং।
advertisement
advertisement
ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে মোহাম্মদ নাঈমের মত বহু ব্যবসায়ীর ব্যবসা। বাঁকুড়া শহরে আসলে ঈদগা মহল্লায় থাকেন তিনি। নাঈম মিয়ার বাবাও করতেন এই একই কাজ। সেই জন্য ছোট থেকেই বাঁকুড়ায় যাতায়াত। একদম বাঁকড়ি টানে, গড় গড় করে বাংলা বলতে পারেন তিনি।
advertisement
বাঁকুড়ার আনাচে-কানাচে লুকিয়ে রয়েছে বিভিন্ন গল্প এবং মানুষের মৌলিক জীবনধারা,জীবন চর্চা এবং জীবিকা। জীবিকা গুলি একটু স্টাডি করলে কিংবা পর্যবেক্ষণ করলে বোঝা যাবে জীবিকা গুলির গুরুত্ব এবং বর্তমান প্রেক্ষাপট। হাতে তৈরি করা লেপতোষক এর প্রেক্ষাপট বিবেচনা করে বোঝা গেল শীতকালে খুব একটা অর্ডার আসেনি। তবুও হতাশ না হয়ে কাজ করে চলেছেন মোহাম্মদ নাঈম।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 04, 2024 4:18 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
রমরমা ছিল আজ থেকে প্রায় ১০ থেকে ১৫ বছর আগে, বর্তমানে হারিয়ে যাচ্ছে এই ব্যবসা









