রমরমা ছিল আজ থেকে প্রায় ১০ থেকে ১৫ বছর আগে, বর্তমানে হারিয়ে যাচ্ছে এই ব্যবসা

Last Updated:

অনলাইন মার্কেট আসার পর, মানুষ বেছে নিয়েছেন রেডিমেড লেপ তোষক। দেখতে বেশি ফিটফাট, চকচকে প্যাকেজিং।

+
লেপ

লেপ তৈরি হচ্ছে

বাঁকুড়া: লাঠি দিয়ে লেপ পেটানোর আওয়াজ। শীতের মিষ্টি দুপুরে মোটা ছুঁচ নিয়ে লুঙ্গি পরেমুখে বিড়বিড় করতে করতে সকাল থেকে কাজ করে চলেছেন নাঈম মিয়া। বছরের দুটি মাস রোজগার। যারা হাতে বানানো লেপ-তোষক পছন্দ করেন, তারা চলে আসেন নাঈম মিঞার কাছে। সারা বছর সেই রোজগারের উপর ভিত্তি করে চলে জীবন।কালী পুজোর পরই বিহার থেকে বাঁকুড়া চলে আসেন মোহাম্মদ নাঈম। বাংলা বলতে পারেন গর গর করে। মাঝে মাঝে বলে ওঠেন “জয় মা তারা”, বাঁকুড়া শহরের এডওয়ার্ড মেমোরিয়াল হল এর ঠিক পাশে ভুটিয়া মার্কেটের বিপরীতে দেখতে পাবেন মহম্মদ নাঈমকে।
লেপ তোষক তৈরি করছেন একা হাতে। মোটা ছুঁচ নিয়ে মাথার মধ্যে সুতো ঘষে করছেন সেলাই। লাঠি দিয়ে পেটাচ্ছেন তোষক।এটি এমন একটি জীবিকা যে তার রমরমা ছিল আজ থেকে প্রায় ১০ থেকে ১৫ বছর আগে। তখনও জনপ্রিয় হয়নি অনলাইন বাজার। অনলাইন মার্কেটে রমরমা ছিল না বিন্দুমাত্র। হাতে বানানো লেপ-তোষক পছন্দ করতেন মানুষ। বাড়ির মা ঠাকুমারা মনে করতেন, হাতে বানানোর লেপ তোষকে থাকে ভালবাসার ছোঁয়া। তবে অনলাইন মার্কেট আসার পর, মানুষ বেছে নিয়েছেন রেডিমেড লেপ তোষক। দেখতে বেশি ফিটফাট, চকচকে প্যাকেজিং।
advertisement
advertisement
ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে মোহাম্মদ নাঈমের মত বহু ব্যবসায়ীর ব্যবসা। বাঁকুড়া শহরে আসলে ঈদগা মহল্লায় থাকেন তিনি। নাঈম মিয়ার বাবাও করতেন এই একই কাজ। সেই জন্য ছোট থেকেই বাঁকুড়ায় যাতায়াত। একদম বাঁকড়ি টানে, গড় গড় করে বাংলা বলতে পারেন তিনি।
advertisement
বাঁকুড়ার আনাচে-কানাচে লুকিয়ে রয়েছে বিভিন্ন গল্প এবং মানুষের মৌলিক জীবনধারা,জীবন চর্চা এবং জীবিকা। জীবিকা গুলি একটু স্টাডি করলে কিংবা পর্যবেক্ষণ করলে বোঝা যাবে জীবিকা গুলির গুরুত্ব এবং বর্তমান প্রেক্ষাপট। হাতে তৈরি করা লেপতোষক এর প্রেক্ষাপট বিবেচনা করে বোঝা গেল শীতকালে খুব একটা অর্ডার আসেনি। তবুও হতাশ না হয়ে কাজ করে চলেছেন মোহাম্মদ নাঈম।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
রমরমা ছিল আজ থেকে প্রায় ১০ থেকে ১৫ বছর আগে, বর্তমানে হারিয়ে যাচ্ছে এই ব্যবসা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement