Success Story: বাড়িতে হার্বাল প্রডাক্ট তৈরি করে মাসে-মাসে অঢেল আয়, সাফল্যের আর এক নাম ডা. জাহ্নবীবেন জোশী

Last Updated:

সাবান, শ্যাম্পু এবং ত্বকের যত্নের জন্য ৫০-টিরও বেশি প্রডাক্ট তৈরি করে সাড়া ফেলেছেন

Business Tips
Business Tips
গুজরাত: রূপচর্চার পণ্যের প্রতি টান অল্প-বিস্তর সবারই থাকে। কিন্তু কোন পণ্য কার ত্বকের জন্য সঠিক, সেটা অনেকেই জানেন না। আবার, বাজারের বেশিরভাগ রূপচর্চার পণ্যেই রাসায়নিক থাকে, যা দীর্ঘমেয়াদে উপকারের বদলে অপকারই করে থাকে। আজকাল অবশ্য অনেকে প্রাকৃতিক রূপচর্চার পণ্য তৈরি করছেন ঘরে, বিক্রিও করছেন।
ইদানীং বহু মহিলা নিজস্ব ব্যবসা শুরু করছেন এবং সফল হচ্ছেন। ভাবনগরের বাসিন্দা, পেশায় চিকিৎসক জাহ্নবীবেন জোশী তাঁর নিজস্ব গৃহশিল্প পরিচালনা করছেন। তিনি ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার না করেই সাবান, শ্যাম্পু এবং ত্বকের যত্নের জন্য ৫০-টিরও বেশি প্রডাক্ট তৈরি করছেন এবং বিক্রি করেছেন।
ডা. জাহ্নবীবেন জোশী প্রথমে একটি প্রডাক্ট তৈরি করেছিলেন! প্রডাক্টটি বাজারে বিপুল সাড়া ফেলে।আজ, তিনি ৫০টিরও বেশি পণ্য প্রস্তুত করছেন। বিশেষ করে বাচ্চাদের স্পর্শকাতর ত্বকের জন্য তিনি বিভিন্ন পণ্য প্রস্তুত এবং বিক্রি করছেন, যা থেকে প্রতি মাসে ৩০,০০০ টাকারও বেশি আয় করছেন।
advertisement
advertisement
ডা. জাহ্নবীবেন জোশী বলেন, ” আমি একটি পাবলিক সার্ভিস ব্যবসা পরিচালনা করি, যেখানে ঘরে বসেই ফেসওয়াশ, সাবান, শ্যাম্পু, স্ক্রাবের মতো বিভিন্ন জিনিসপত্র তৈরি করে বিক্রি করি। আমার সাবানে কেসুডো, নিম তুলসী থাকে, কোনও ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার না করেই এগুলো তৈরি হয়। এছাড়াও, আমি একজন চিকিৎসক এবং বিভিন্ন ধরনের ভেষজ চিকিৎসাও করি। আগে, আমি বাজার থেকে নিয়ে আসা জিনিসপত্র ব্যবহার করতাম, কিন্তু পার্শ্বপ্রতিক্রিয়া দেখে আমি নিজের পণ্য তৈরি করার সিদ্ধান্ত নিই। এছাড়াও, আমি ভেষজ চিকিৎসার উপর একটি কোর্সও করেছি। এখন আমি ৫০টিরও বেশি প্রডাক্ট তৈরি এবং বিক্রি করি এবং প্রতি মাসে ৩০,০০০ টাকারও বেশি আয় করছি। স্ক্রাবারের চাহিদা বেশি।”
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Success Story: বাড়িতে হার্বাল প্রডাক্ট তৈরি করে মাসে-মাসে অঢেল আয়, সাফল্যের আর এক নাম ডা. জাহ্নবীবেন জোশী
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement