Business Idea: 'মালামাল' হয়ে যাবেন রাতারাতি, সস্তার এই সবজি চাষ করেই কম সময়ে হবে দ্বিগুন লাভ!
- Reported by:PIYA GUPTA
- hyperlocal
- Published by:Riya Das
Last Updated:
Business Idea: দেখতে যেমন আকর্ষণীয় খেতে তেমন সুস্বাদু ও দামও হাতের নাগালে। মাত্র ২০ টাকা থেকে ২৫ টাকা দামে কেজি দরে বাজারে বিক্রি হয় এই বেনারসী জাতের বেগুন।
উত্তর দিনাজপুর: গাঢ় আকর্ষণীয় রং এবং সারাবছর ভাল ফলনের জন্য বেনারসী বেগুন চাষে ঝুঁকছেন চাষীরা। জেনে নিন এই বেনারসী বেগুন চাষের পদ্ধতি, ও এই বেগুনের বিশেষ বৈশিষ্ট্য। লম্বা ও শাখা প্রশাখা যুক্ত সরু অধিক ফলনশীল বেনারসী বেগুন ইতিমধ্যে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন গ্রামেগঞ্জে চাষ শুরু হয়েছে। দেখতে যেমন আকর্ষণীয় খেতে তেমন সুস্বাদু ও দামও হাতের নাগালে। মাত্র ২০ টাকা থেকে ২৫ টাকা দামে কেজি দরে বাজারে বিক্রি হয় এই বেনারসী জাতের বেগুন। উচ্চ ফলনশীল ও তাড়াতাড়ি ফল দেওয়ায় এই বেনারসি বেগুন চাষে ঝুঁকছেন চাষীরা।
এই বেগুন চাষের ব্যাপারে কৃষি বিশেষজ্ঞ বীরেন দেবশর্মা জানান বেনারসী জাতের বেগুন গাছে কাঁটা তেমন নেই। এছাড়া গাছের উচ্চতা মাঝারি এবং শাখা-প্রশাখা যুক্ত। এই বেনারসী বেগুন বছরের যে কোনও সময় চাষ করা যায়। তবে এই জাত মূলত ফেব্রুয়ারি ও মার্চ নাগাদ রোপণ করে বর্ষায় তোলা হয় আবার দ্বিতীয় জুন ও জুলাই মাসে বুনে আগস্ট ও সেপ্টেম্বর মাসে তুলতে হয়।
advertisement
advertisement
এটেল ও দোআঁশ মাটিতে বেনারসী বেগুন চাষের সবথেকে উপযোগী। জমিতে কিছু সার প্রয়োগ করলেই এই বেগুনের ভাল ফলন পাওয়া যায়। তবে এই বেগুনে মাঝে মাঝে রোগ পোকার আক্রমণ বৃদ্ধি পায় সেক্ষেত্রে জমি তৈরির সময় জমিতে পচা গোবর সার, নাইট্রোজেন, পটাশ , ফসফেট সহ বিভিন্ন ধরনের সার মিশিয়ে দিয়ে জমি তৈরি করে তারপরেই সেই জমিতে বেগুনের বীজ লাগাতে হয়। বীজ লাগানোর তিন থেকে চার মাস পরেই এই বেগুন তোলা যায়।
advertisement
পিয়া গুপ্তা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 22, 2023 1:09 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: 'মালামাল' হয়ে যাবেন রাতারাতি, সস্তার এই সবজি চাষ করেই কম সময়ে হবে দ্বিগুন লাভ!








