Business Idea: চাকরি ছাড়ুন...! সামান্য টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, তিন গুণেরও বেশি লাভ, রাতারাতি হবেন 'মালামাল'...
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Business Idea: প্রথাকথিত ধান চাষ নয়, শীতকালীন এই সবজি চাষ করে এক মরশুমে লক্ষাধিক টাকা আয় এক কৃষকের।
পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলা বিখ্যাত ধান চাষের জন্য। জেলার অধিকাংশ জায়গায় বহু কৃষিজীবী মানুষ ধান চাষ করে নিজের জীবন জীবিকা নির্বাহ করেন। তবে বর্তমান দিনে অগ্নিমূল্যের বাজারে দাম কমেছে ধানের। তাই চাষ করে লাভ পাচ্ছেন না কৃষকেরা। স্বাভাবিকভাবে বেশ কয়েক বছর ধরে বিকল্প আয়ের দিশা পেতে নিত্য নতুন চাষ করছেন জেলার কৃষকেরা। তবে প্রায় ছয় বছর ধরে নতুন এই শীতকালীন সবজি ফলাচ্ছেন পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামের এক কৃষক। সামান্য কয়েক হাজার টাকা খরচ করে লক্ষাধিক টাকা লাভ করছেন প্রতি মরশুমে। কয়েক মাসের পরিচর্যায় এক মরশুমে লাখ লাখ টাকা আয় করছেন এই কৃষক। কীভাবে ফলাচ্ছেন এই সবজি? জানুন বিস্তারিত।
শীতের সময় গাজর, বিট, ফুলকপি, সিম-সহ একাধিক সবজি বাজারে পাওয়া যায়। অন্যান্য সবজির দাম নাগালের মধ্যে থাকলেও সিমের দাম বরাবরই ঊর্ধ্বমুখী থাকে বাজারে। স্বাভাবিকভাবে ধান চাষ না করে বেশ কয়েক ডেসিমেল জায়গাতে সিমের চাষ করে মালামাল হচ্ছে এই কৃষক। প্রায় ছয় বছর ধরে প্রতি মরশুমে চাষ করছেন সিমের। তার এই জায়গাতে মাত্র কয়েক হাজার টাকা খরচ করে লক্ষাধিক টাকা আয় করছেন তিনি। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর গ্রামীণের বড়কলা এলাকার বাসিন্দা অশ্বিনী ঘোষ প্রায় ৫০ ডেসিমেল জায়গাতে লাগিয়েছেন সিম। এক মরশুমে ওষুধ ও অন্যান্য খরচ বাবদ তার মোট খরচ ৫০ হাজার টাকা।
advertisement
advertisement
জানা গিয়েছে, ভাদ্র মাসের প্রথম সপ্তাহের দিকে সিমের চারা লাগানো হয়। চারা গাছ লাগানোর প্রায় আড়াই মাসের পর থেকে ফলন দেওয়া শুরু হয়। প্রায় চার থেকে পাঁচ মাস পর্যন্ত ফলন মিলে। কৃষক জানাচ্ছে, ছ’ফুট অন্তর প্রতিটি বীজ পুঁতে দেওয়ার পর গাছ হলে মাচা তৈরি করে দিতে হয়। এরপর ওষুধ বা অন্যান্য পরিচর্যায় গাছগুলি প্রায় চৈত্র মাস পর্যন্ত ফলন দেয়। ৫০ ডেসিমেলে তার খরচ ৫০ হাজার টাকা হলেও গত বছর তার মোট আয় হয়েছে প্রায় ২ লক্ষ ৩২ হাজার টাকা।
advertisement
তবে চলতি মরশুমে দাম সামান্য কম থাকায় খুব একটা তারতম্য হবে না বলেই মনে করছেন এই কৃষক। উৎপাদিত সবজি বিক্রি করেন খড়গপুর বাজারে। প্রসঙ্গত অন্যান্য শীতকালীন সবজি অথবা ধান চাষ করে যে লাভ না পাওয়া যায় মাত্র ৬ মাসে তার তিন থেকে চারগুণ লাভ মেলে সিমের চাষ করে। স্বাভাবিকভাবে প্রান্তিক এলাকায় থেকেও নতুন এই চাষ করে লাভের দিশা দেখাচ্ছেন এই কৃষক।
advertisement
রঞ্জন চন্দ
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 02, 2025 6:07 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: চাকরি ছাড়ুন...! সামান্য টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, তিন গুণেরও বেশি লাভ, রাতারাতি হবেন 'মালামাল'...