Business Idea: এবার সব ছাড়ুন...! ভরে ভরে চাষ করুন দেশীয় তরমুজ, মোটা টাকা লক্ষ্মীলাভ! রোজগারের দারুণ সুযোগ
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Rahi Haldar
Last Updated:
Business Idea: গরমের সময়ের সবচেয়ে জনপ্রিয় ফল হল তরমুজ। সেই তরমুজ যদি দেশি তরমুজ হয় তাহলে তো কোনও কোথায় নেই। আর সেই দেশি তরমুজ চাষ করে চাষের নতুন দিশা দেখাচ্ছেন গোঘাটের বালি গ্রাম পঞ্চায়েত এলাকার গোয়ালশাঁড়া এলাকার কৃষকরা।
হুগলি: গরমের সময়ের সবচেয়ে জনপ্রিয় ফল হল তরমুজ। সেই তরমুজ যদি দেশি তরমুজ হয় তাহলে তো কোনও কোথায় নেই। আর সেই দেশি তরমুজ চাষ করে চাষের নতুন দিশা দেখাচ্ছেন গোঘাটের বালি গ্রাম পঞ্চায়েত এলাকার গোয়ালশাঁড়া এলাকার কৃষকরা। বালি পঞ্চায়েত এলাকায় প্রায় দু থেকে আড়াইশো একর জমিতে তরমুজ চাষ হয়। তার মধ্যে গোয়ালশাঁড়া গ্রামের মাঠে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ একর জমিতে চাষ হচ্ছে দেশি তরমুজ। প্রায় কুড়ি থেকে পঁচিশ বছর ধরে গোয়ালশাঁড়া এলাকার কৃষকরা গরমের সময় মাঠে এই দেশি তরমুজ চাষ করে আসছেন।
কৃষকরা জানাচ্ছেন, এক বিঘা জমিতে তরমুজ চাষ করতে খরচ হয় প্রায় কুড়ি হাজার টাকা, খরচ বাদ দিয়ে তা থেকে প্রায় কুড়ি হাজার টাকা লাভ হয়ে যায়। যদিও এই বছর প্রকৃতিক দুর্যোগের কারণে ফলন কম হয়েছে, স্বাভাবিক ভাবে তাতে লাভ একটু কম হবে বলে জানাচ্ছেন তারা। গরমের সময় অন্যান্য জায়গায় তিল,পাট,বাদাম চাষ হয়।ওই সমস্ত চাষের তুলনায় তরমুজ চাষে লাভ বেশি। পাশাপাশি ওই সমস্ত চাষের তুলনায় তরমুজ চাষে খরচ, পরিশ্রমও অনেক কম হওয়ার কারণে গোয়ালশাঁড়া এলাকার কৃষকরা তরমুজ চাষকে বেছে নিয়েছেন।
advertisement
advertisement
কৃষকদের দাবি, তরমুজ গাছ রোপন করার ৫৫-৬০ দিনের মাথায় গাছে ফল তুলে নেওয়ার মতো হয়ে যায়। একটি গাছে তিনবার ধরে ফল হয়। তারা এই সমস্ত তরমুজ পাইকারি হিসাবে বিক্রি করেন। তরমুজ গাছ থেকে তোলার পর মাঠ থেকেই গাড়ি লোড হয়ে তরমুজ চলে যাই রাজ্যের বিভিন্ন প্রান্তের কোনায় কোনায়। যেহেতু তরমুজ গ্রীষ্মকালের উপকারী ফল, তাই তরমুজের চাহিদাও আছে বেশ।
advertisement
এই চাষে শুধু যে কৃষকরাই লাভ করেন এমনটা নয়,যারা তরমুজ তোলার কাজ করেন তারাও কিছুটা লাভের মুখ দেখেন এই কাজ করে। তাঁদের মতে, তারা কুইন্টাল হিসাবে এই তরমুজ তোলার কাজ করে থাকেন। তা করে কম সময়ে ভাল রোজগার করেন তারা। তারাও বলেন এই বছর ফলন অনেক কম হয়েছে চাষে, এতে তাঁদেরও রোজগার কম হচ্ছে কিছুটা। দীর্ঘ বছর ধরে গোয়ালশাঁড়া এলাকার কৃষকরা তরমুজ চাষে যুক্ত থাকলেও তারা এই চাষের জন্য কোনওরকম অনুদান বা লোন পান না। লোন পেলে তারা এই চাষ আরও বেশি করে করতে পারবেন, সরকার যাতে তাঁদের লোনের ব্যবস্থা করেন সেই দাবি নিয়ে তারা প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা করছেন।
advertisement
রাহী হালদার
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 20, 2025 8:43 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: এবার সব ছাড়ুন...! ভরে ভরে চাষ করুন দেশীয় তরমুজ, মোটা টাকা লক্ষ্মীলাভ! রোজগারের দারুণ সুযোগ