Business Success Story: আলোকিত জীবনসীমা! বাল্ব বিজনেসে স্বনির্ভর হওয়ার পথ দেখাচ্ছেন মথুরার সীমা দেবী!

Last Updated:

Business Success Story: সীমা দেবী জানিয়েছেন যে তিনি প্রথমে ইলেকট্রিকের মিটার রিডিংয়ের কাজ শুরু করেন।

স্বপ্ন উড়ান সফল মথুরার সীমার!
স্বপ্ন উড়ান সফল মথুরার সীমার!
#মথুরা: মথুরা (Mathura) জেলার মুখরাই (Mukhrai) গ্রামের এক আলাদাই ধার্মিক মাহাত্ম্য রয়েছে। এই গ্রাম মথুরা থেকে ২১ কিলোমিটার এবং বৃন্দাবন (Vrindavan) থেকে ১৮ কিলোমিটার দূরে অবস্থিত। এই গ্রামের এক মহিলাই সৃষ্টি করেছেন এক অন্যন্য নজির। ছোটবেলা থেকেই দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে করতে বড় হওয়া সীমা দেবী (Seema Devi) নামের সেই মহিলা এখন নিজেই এক নজিরের (Business Success Story) সৃষ্টি করেছেন।
সীমা দেবী ঘরের সকল কাজকর্ম করে তার থেকে সময় বের করে শুরু করেছেন এলইডি (Led) বাল্বের ব্যবসা  (Business Success Story)। তিনি নিজেই তৈরি করেন সেই এলইডি বাল্ব। এছাড়াও তিনি ইলেকট্রিকের মিটার রিডিংয়েয়ের কাজ করেন। এক নজরে দেখে নেওয়া যাক সীমা দেবীর জীবনের কাহিনী।
advertisement
advertisement
সীমা দেবী জানিয়েছেন যে তিনি প্রথমে ইলেকট্রিকের মিটার রিডিংয়ের কাজ শুরু করেন। এর জন্য তিনি কাজ শুরু করার আগে ট্রেনিং নিয়েছেন। কিন্তু এই কাজ শুরু করার পর প্রথম প্রথম তার সেটি ভালো লাগেনি। কারণ এই কাজের জন্য তাকে সবার বাড়ি বাড়ি গিয়ে ভিজিট করতে হত। কিন্তু তিনি সেটি না ছেড়ে দিয়ে, নিজেকে তার সঙ্গে মানিয়ে নেন। এর ফলে ধীরে ধীরে গ্রামের সবার সঙ্গে তার পরিচিতি বাড়তে থাকে। যা সীমা দেবীকে পরবর্তী সময়ে বিশাল সাহায্য করে। মিটার রিডিং করার পর, সেই বিলের টাকা তিনি নিজেই জমা দেন। ইলেকট্রিক বিল জমা দেওয়ার কাজটি তিনি ফোনের মাধ্যমে অনলাইনেই করেন। এর ফলে প্রতিটি বিলের ওপর তিনি ২০ টাকা করে কমিশন পান।
advertisement
ইলেকট্রিক বিল জমা দেওয়ার কাজে দক্ষ হয়ে ওঠার পর, তিনি নতুন কোনও কাজ  (Business Success Story) শুরু করার চিন্তাভাবনা করতে থাকেন। এর পর তিনি এলইডি বাল্ব বানানোর ট্রেনিং নেন। এর পর তিনি বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে বাল্ব তৈরির প্রয়োজনীয় উপকরণ কেনেন। এর পর সীমা দেবী নিজেই প্রায় ২০০-র মতো বাল্ব তৈরি করে ফেলেন। এক একটি বাল্ব প্রায় ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হয় (Business Success Story)। এবার সীমা দেবী তাঁর এই এলইডি বাল্বের ব্যাবসা বাড়ানোর কথা ভাবছেন। সীমা দেবীর এই আর্থিক আত্মনির্ভরতা দেখে গ্রামের অন্যান্য মহিলারাও এখন নিজের পায়ে দাঁড়াতে চান। তাঁদের সকলের কাছে সীমা দেবী একটি রোল মডেল। বর্তমানে সীমা দেবী সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে আর্থিক ভাবে পিছিয়ে পড়া মহিলাদের সাহায্যের কাজে হাত লাগিয়েছেন। মুখরাই জেলার সীমা দেবীর জীবনের এই কাহিনি সকলের কাছেই এক মহান অনুপ্রেরণা।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Success Story: আলোকিত জীবনসীমা! বাল্ব বিজনেসে স্বনির্ভর হওয়ার পথ দেখাচ্ছেন মথুরার সীমা দেবী!
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement