Kolkata Bus Ticket QR Code: বাসে উঠে খুচরোর ঝামেলা শেষ! QR কোড স্ক্যান করে সরাসরি পেমেন্ট-টিকিট, বড় উদ্যোগ

Last Updated:

Bus Ticket Exclusive: বাসে থাকবে কিউ আর কোড। সেই কোড স্ক্যান করেই যাত্রীরা সরাসরি পেমেন্ট করতে পারবেন

QR কোড স্ক্যান করে সরাসরি পেমেন্ট-টিকিট
QR কোড স্ক্যান করে সরাসরি পেমেন্ট-টিকিট
কলকাতা: বাসে উঠলে খুচরো নিয়ে কন্ডাক্টরের সঙ্গে ঝামেলা যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার। অনেক যাত্রী বড় নোট দেন, আবার খুচরো দিতে চাইলে অনেক সময়ে বিপাকে পড়েন কন্ডাক্টরও। এই সমস্যায় মোটামুটি অনেকেই পড়েছেন। কিন্তু এবার এই সমস্যায় সুরাহা মিলতে চলেছে। বাসে থাকবে কিউ আর কোড। সেই কোড স্ক্যান করেই যাত্রীরা সরাসরি পেমেন্ট করতে পারবেন। ফলে খুচরো সমস্যায় থাকা যাত্রীদের এই সমস্যা থেকে অনেকটাই রেহাই পাবেন।
এ বিষয়ে নিউজ ১৮ বাংলা ডিজিটালের তরফে যোগাযোগ করা হয় সিটি সাবার্বান বাস সংগঠনের জেনারেল সেক্রেটারি টিটু সাহার সঙ্গে। তিনি বলেন, “কিউআর কোড প্রয়োগ করার জন্য অ্যাডভাইস এসেছে আমার কাছে। পুরো বিষয়টা পর্যালোচনা চলছে। দুটো অপশন রাখা হবে। প্রথমত, আগের মতো কন্ডাক্টরের কাছে নগদ টাকা নিয়ে টিকিট কাটা যাবে। আর দ্বিতীয়ত, কিউআর কোড-র মাধ্যমেও টিকিট কাটা যাবে। তিনি বলেন, খুচরো সমস্যা এখন বাড়ছে। এতে যাত্রীদের পাশাপাশি কন্ডাক্টররাও সমস্যায় পড়ছেন। সেই সমস্যা মেটানোর জন্যই এমন ভাবনা।”
advertisement
টিটু সাহা বলেন, “পুরো বিষয়টা আলোচনার স্তরে রয়েছে। আমরা রাজ্য সরকারকেও বিষয়টা নিয়ে জানিয়েছি। তবে যাত্রীদেরও এই বিষয়ে সজাগ থাকতে হবে। তাহলে পুরো বিষয়টা মসৃণ হবে। আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন সংস্থা এই বিষয়ে কথা বলছে। বাসের অনেকগুলো জায়গায় কিউআর কোড থাকবে। যেমন ড্রাইভারের সিটের পিছনে থাকবে, সামনের মূল রডে কিউ আর কোড থাকবে। এর পাশাপাশি বাসের আরও বেশ কিছু জায়গায় কিউ আর কোড থাকবে। যাতে বাসের ভিতরে থাকা যাত্রীদেরও কিউ আর কোড স্ক্যান করতে কোনও সমস্যা না হয়।”
advertisement
advertisement
পেমেন্টের বিষয়টি নিয়ে তিনি জানান, “কিউ আর কোড স্ক্যান করলে সংশ্লিষ্ট যাত্রীর মোবাইলে একটা টিকিট চলে আসবে। পুরো বিষয়টা একটি অ্যাপের মাধ্যমে করা হবে। কোনও একটি সংস্থা এই অ্যাপের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে। কোনও যাত্রী যদি চান, তাহলে অ্যাপে আগের থেকে ব্যালেন্স বেশি রাখতে পারবেন। তারপরে অ্যাপের মাধ্যমে পেমেন্ট করলে ওই যাত্রীর কাছে টিকিট মেসেজ মারফত চলে আসবে।”
advertisement
টিটু সাহা আরও বলেন, “এই ভাবনা আপাতত নতুন এসি বাসগুলিতে বসার বিষয়ে ভাবা হচ্ছে। নিউটাউন, সল্টলেক রুট যেমন আইটি প্রফেশনাল জায়গাগুলিতে চলাচল করা বাসগুলিতে এই সিস্টেম রাখার বিষয়ে ভাবনা চিন্তা চলছে। এই রুটগুলিতে প্রথমে চালু হবে। তারপরে বাকি রুটগুলিতে ধীরে ধীরে চালু হবে। তবে এ জন্য জরুরি রাজ্য সরকারের অনুমোদন। এর পাশাপাশি এই বিষয়ে সম্পর্কে জানা ট্রেনিংপ্রাপ্ত কন্ডাক্টরও প্রয়োজন হবে।”
advertisement
তাঁর দাবি, “এখনকার দিনে চায়ের দোকানেও কিউ আর কোড থাকে। দেশ ক্রমশ ডিজিটালের দিকে এগোচ্ছে। কেন্দ্রীয় সরকারও এ বিষয়ে উৎসাহিত করছে। ফলে এই সিস্টেম আজ হোক বা আগামীকাল হোক প্রয়োগ করতেই হত। এখন আমাদের পরিকাঠামো উন্নয়নের জন্য সরকার কতটা এগিয়ে আসে, তার জন্য আমরা অপেক্ষা করে আছি।”
advertisement
শহর কলকাতা থেকে জেলা। বিরাট অংশের যাত্রীদের বাসের উপরই নির্ভর করে থাকতে হয়। সাধারণত, খুচরো সবসময় মানিব্যাগেও থাকে না। কিন্তু কিউআউ কোড থাকলে সহজেই যাত্রীরা পেমেন্ট করে দিতে পারবেন। এর ফলে শহর কলকাতা-সহ জেলার একটা বড় অংশের যাত্রীদের বিরাট উপকার হবে বলে মনে করা হচ্ছে।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Kolkata Bus Ticket QR Code: বাসে উঠে খুচরোর ঝামেলা শেষ! QR কোড স্ক্যান করে সরাসরি পেমেন্ট-টিকিট, বড় উদ্যোগ
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • বৃষ্টি বাড়বে পাহাড়ে !

  • দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement