Budget 2024: পূর্ণাঙ্গ বাজেটে বড় ছাড় পেতে পারেন মধ্যবিত্তরা, মোদি সরকার কী পরিকল্পনা করছে দেখে নিন
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Budget 2024: কেন বেতনভোগী শ্রেণী বাজেটে বড় ছাড়ের আশা করছেন ?
নয়াদিল্লি: জুলাই মাসে পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বেশ কিছু বড় ঘোষণার সম্ভাবনা রয়েছে। বেতনভোগী শ্রেণী বাজেটে বড় ছাড়ের আশা করছেন, যাতে কিছুটা হলেও স্বস্তি মেলে।
কেন বেতনভোগী শ্রেণী বাজেটে বড় ছাড়ের আশা করছেন: এই আশার পিছনে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বাস। মধ্যবিত্তকে স্বস্তি দিতে নতুন সরকার পদক্ষেপ করবে বলে ইঙ্গিত দিয়েছিলেন তিনি।
advertisement
রিপোর্ট কী বলছে: ইটি নাউ-এর প্রতিবেদন অনুযায়ী, তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর নয়া এনডিএ সরকার করদাতা এবং মধ্যবিত্তদের বড়সড় করছাড় দিতে চলেছে। এতে দুই শ্রেণীর মানুষই উপকৃত হবেন। আবার ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, আয়কর ব্যবস্থায় পরিবর্তন আনতে চলেছে এনডিএ সরকার। বিশেষ করে নিম্ন আয়ের ব্র্যাকেটে এই পরিবর্তন হতে পারে।
advertisement
ট্যাক্স ছাড়ের প্রস্তাব কেন ভেবে দেখছে সরকার: আর্থিক বিশেষজ্ঞরা অনুমান করছেন, জুলাইয়ের শেষে আসন্ন পূর্ণাঙ্গ বাজেটে কল্যাণমূলক প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির বদলে আয়কর কমাতে পারে কেন্দ্রীয় সরকার, বিশেষ করে নিম্ন আয়ের করদাতাদের জন্য। নিষ্পত্তিযোগ্য আয় বৃদ্ধির কারণেই এমন সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র। এর ফলে একটা বড় অংশের মানুষ উপকৃত হবেন। অর্থনৈতিক কার্যকলাপ বৃদ্ধি পাবে।
advertisement
বর্তমানে করের হার: নয়া কর কাঠামোয় ৩ থেকে ৬ লাখ টাকা আয়ে ৫ শতাংশ, ৬ থেকে ৯ লাখ টাকা আয়ে ১০ শতাংশ, ৯ থেকে ১২ লাখ টাকা আয়ে ১৫ শতাংশ, ১২ থেকে ১৫ লাখ টাকা আয়ে ২০ শতাংশ এবং ১৫ লাখ টাকার বেশি আয়ে ৩০ শতাংশ হারে কর দিতে হয়।
advertisement
রাজস্ব একত্রীকরণে জোর দিচ্ছে সরকার: সাম্প্রতিক বছরগুলোয় রাজস্ব ঘাটতি কমাতে রাজস্ব একত্রীকরনে জোর দিয়েছে কেন্দ্র সরকার। ২০২৪-২৫ অর্থবর্ষে রাজস্ব ঘাটতি জিডিপি-র ৫.১ শতাংশে এবং ২০২৫-২৬ অর্থবর্ষে তা ৪.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
advertisement
দেশের আর্থিক বৃদ্ধি নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের পূর্বাভাস: সম্প্রতি মুদ্রানীতি কমিটির বৈঠকে ২০২৫ অর্থবর্ষে ৭.২ শতাংশ আর্থিক বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। গ্রামীণ চাহিদার উন্নতি এবং মুদ্রাস্ফীতি হ্রাসের ফলে এই প্রবৃদ্ধি আসতে চলেছে বলে অনুমান কেন্দ্রীয় ব্যাঙ্কের।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 18, 2024 7:45 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Budget 2024: পূর্ণাঙ্গ বাজেটে বড় ছাড় পেতে পারেন মধ্যবিত্তরা, মোদি সরকার কী পরিকল্পনা করছে দেখে নিন









