#Budget2019: সুখবর! ২.৫ থেকে ৫ লক্ষ টাকা হতে চলেছে আয়কর ছাড়ের সীমা
Last Updated:
#নয়াদিল্লি: আসন্ন লোকসভা নির্বাচন ৷ তার আগে মানুষের ভরসা জিততে জোরকদমে প্রস্তুতিতে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি ৷ সংরক্ষণের পর আরও বেশ কয়েকটি পদক্ষেপ নিতে পারে মোদি সরকার ৷ সেই কারণেই এবারের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছে বিশেষজ্ঞরা ৷ অনুমান করা হচ্ছে ইনকাম ট্যাক্সে বড় ছাড় পেতে পারেন চাকুরিজীবিরা ৷ CNBC-TV18 অনুযায়ী, যাদের ৫ লাখ টাকা বছরে ইনকাম তাদের ইনকাম ট্যাক্সের বাইরে রাখার উপর পর্যলোচনা করছে কেন্দ্র সরকার ৷ ১ ফেব্রুয়ারি পেশ করা হবে অন্তর্বর্তীকালীন বাজেট ৷ সেখানে এই বিষয়ে ঘোষণা করতে পারে মোদি সরকার ৷
বর্তমান ট্যাক্স স্ল্যাবে আপাতত ২.৫ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় ইনকাম ট্যাক্সে কর দিত হয় না ৷ ২.৫ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা আয়ে ৫ শতাংশ ট্যাক্স দিতে হবে ৷ ৫ থেকে ১০ লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে ট্যাক্স দিতে হয় ২০ শতাংশ ৷ ১০ লাখ টাকার উপরে আয়ের ক্ষেত্রে ট্যাক্স লাগে ৩০ শতাংশ ৷
advertisement
advertisement
আরও পড়ুন: সিলিন্ডার ফেটে বিস্ফোরণ, কুম্ভমেলায় আগুন
সূত্রের খবর, এবার কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে কোনও বদলের সম্ভাবনা নেই ৷ বর্তমানে ১ শতাংশ কর্পোরেট ট্যাক্স লাগে ৷
স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়তে পারে ৷ বর্তমানে ৪০০০০ টাকা বছরে স্ট্যার্ন্ডাড ডিডাকশন পাওয়া যায় ৷ ট্যাক্সে ৫,২০,২০ শতাংশের মধ্যে একটি বিকল্প আনা হওয়ার সম্ভাবনা রয়েছে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 14, 2019 7:30 PM IST