মহারাষ্ট্রে কং-NCP জোটে ৪৫টি আসনে রফা চূড়ান্ত: পাওয়ার

Last Updated:

তা হলে রাজ ঠাকরের সঙ্গে কি জোট করছে না এনসিপি? গোটাটাই গুজব বলে উড়িয়ে শরদ পাওয়ারের দাবি, মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সঙ্গে কোনও জোট করছে না এনসিপি৷

#মুম্বই: মহারাষ্ট্রে কংগ্রেস ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)-র মধ্যে লোকসভা ভোটে কোন দল কটি আসনে লড়বে, তা চূড়ান্ত হয়ে গিয়েছে বলে জানিয়ে দিলেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার৷ News18-কে শরদ পাওয়ার জানালেন, মহারাষ্ট্রে ৪৮টি আসনের মধ্যে ৪৫টি আসনে কগ্রেস ও এনসিপি-র আসন ভাগের চূড়ান্ত রফা হয়ে গিয়েছে৷ এই জোটে থাকছে না মহারাষ্ট্র নবনির্মাণ সেনা৷
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির সঙ্গে রূদ্ধদ্বার বৈঠকের পর এক্সক্ল‌ুসিভ সাক্ষাত্‍‌কারে শরদ পাওয়ার জানালেন, নিজেদের কোটা থেকে একটি আসন রাজু শেট্টির স্বভিমানী শেতকারি সংগঠনকে ছাড়ছে এনসিপি৷ এছাড়া কংগ্রেস কিছু আসন ছাড়ছে বামেদের৷
তা হলে রাজ ঠাকরের সঙ্গে কি জোট করছে না এনসিপি? গোটাটাই গুজব বলে উড়িয়ে শরদ পাওয়ারের দাবি, মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সঙ্গে কোনও জোট করছে না এনসিপি৷ শরদ পাওয়ারের কথায়, 'এনসিপি ও কংগ্রেসের মধ্যে আসন ভাগ নিয়ে রফা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে৷ ২-৩টি আসন নিয়ে আলোচনা চলছে৷ আমাদের বক্তব্য, যে দলের জেতার সম্ভাবনা বেশি, বাকি ২-৩টি আসন তাদেরকেই ছাড়া হোক৷ খুব শীঘ্রই আমরা জানিয়ে দেব বাকি আসনগুলি নিয়ে৷'
advertisement
advertisement
মহারাষ্ট্রে এনসিপি-কংগ্রেসের বৃহত্তর জোট নিয়ে শরদ পাওয়ারের বক্তব্য, 'রাজ্যের আরও কয়েকটি ছোটদলের সঙ্গে কথা বলছি৷ কিছু আসন তাদেরও ছাড়া হবে৷ আমি শুনেছি, রাজু চান ওয়ার্ধা আসনটি৷ কিন্তু আমি জানি, ওয়ার্ধা আমাদের সঙ্গে নেই৷ ওই এলাকার মানুষ কংগ্রেসকে চান৷ তাই আমাদের কোটা থেকেই একটি আসন স্বভিমানী শেতকারি সংগঠনকে দিচ্ছি৷'
বাংলা খবর/ খবর/দেশ/
মহারাষ্ট্রে কং-NCP জোটে ৪৫টি আসনে রফা চূড়ান্ত: পাওয়ার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement