মাত্র ৫ হাজার টাকায় বাড়ি নিয়ে আসুন Alto k10, দেখে নিন কত ডাউন পেমেন্ট করতে হবে

Last Updated:

নতুন মডেলটি নয়া ইঞ্জিন ও ফিচার্সের সঙ্গে বাজারে লঞ্চ করা হয়েছে ৷

#কলকাতা: গত মাসেই দেশের বাজারে জনপ্রিয় গাড়ি Alto k10 এর নতুন ও আপডেটেড মডেল লঞ্চ করেছে মারুতি সুজুকি ৷ নতুন মডেলটি নয়া ইঞ্জিন ও ফিচার্সের সঙ্গে বাজারে লঞ্চ করা হয়েছে ৷ পাশাপাশি এর সঙ্গে ডিজাইনেও বেশ কিছু বদল করা হয়েছে ৷ গাড়ির দাম ৩.৯৯ লক্ষ টাকা এক্স শো-রুম থেকে শুরু হয়েছে এবং টপ মডেলের অটোমেটিক ভেরিয়েন্টের জন্য দাম রাখা হয়েছে ৫.৮৩ লক্ষ টাকা ৷
আপনারও কি এই উৎসবের মরশুম নতুন গাড়ি কেনার পরিকল্পনা রয়েছে ? বাজেট ৫ থেকে ৬ লক্ষ টাকা হলে Alto k10 আপনার জন্য সেরা অপশন ৷ এখানে গাড়ির ডাউন পেমেন্ট ও EMI সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নিন ৷ আপনি মাত্র ৫ হাজার টাকা ইএমআই-এ কিনতে পারবেন ৷
advertisement
advertisement
দেখে নিন কত টাকা ডাউন পেমেন্ট করতে হবে ?
আপনি অল্টো k10 এর বেস মডেল কিনতে চাইলে এর এক্স শো-রুম দাম ৩.৯৯ লক্ষ টাকা থেকে শুরু হবে ৷ এর জন্য আপনাকে ২.২৫ লক্ষ ডাউন পেমেন্ট করতে হবে ৷ ব্যাঙ্ক আপনাকে ৮ শতাংশ বার্ষিক সুদের হিসেবে কার লোন দিয়ে থাকলে আপনাকে মাসে প্রায় ৫ হাজার টাকা ইএমআই দিতে হবে ৷ আলাদা আলাদা ব্যাঙ্কের সুদের হার আলাদা হয়ে থাকে ৷ সেক্ষেত্রে ইএমআই-এর অঙ্কটা সামান্য এদিক-ওদিক হতে পারে ৷
advertisement
গাড়িতে রয়েছে অত্যাধুনিক ফিচার্স-
অল্টো K10 এর হাইএন্ড ভেরিয়েন্টে ৭ ইঞ্চির স্মার্টপ্লে স্টুডিও ইনফোটেনমেন্ট সিস্টেম রয়েছে যা অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপেল কারপ্লে থেকে কম ৷ এছাড়া গাড়িতে রয়েছে একটি নয়া ড্যাশবোর্ড, ইনস্ট্রুমেন্ট ক্লস্টার ও স্টিয়ারিং উইল ৷ সেফটি ফিচার্সের ক্ষেত্রে এটি ডুয়েল ফ্রন্ট এয়ারব্যাগ, রিভার্স পার্কিং সেন্সর  রয়েছে ৷
advertisement
দিয়ে থাকে দুর্দান্ত মাইলেজ-
মারুতি সুজুকি অল্টো K10-তে ১ লিটার ইঞ্জিন ৩ সিলিন্ডার K সিরিজের ইঞ্জিন রয়েছে যা ৫৫০০ আরপিএম-এ ৬৭ বিএইচপি ও ৮৯ এনএম পিক টার্ক উৎপাদন করতে পারে ৷ গাড়িতে রয়েছে ৫ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স ৷ এছাড়া গাড়িতে রয়েচে এএমটি বা এজিএস এর অপশন রয়েছে ৷ অল্টো K10 24.39 kmpl মাইলেজ দিয়ে থাকে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মাত্র ৫ হাজার টাকায় বাড়ি নিয়ে আসুন Alto k10, দেখে নিন কত ডাউন পেমেন্ট করতে হবে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement