মাত্র ৫ হাজার টাকায় বাড়ি নিয়ে আসুন Alto k10, দেখে নিন কত ডাউন পেমেন্ট করতে হবে

Last Updated:

নতুন মডেলটি নয়া ইঞ্জিন ও ফিচার্সের সঙ্গে বাজারে লঞ্চ করা হয়েছে ৷

#কলকাতা: গত মাসেই দেশের বাজারে জনপ্রিয় গাড়ি Alto k10 এর নতুন ও আপডেটেড মডেল লঞ্চ করেছে মারুতি সুজুকি ৷ নতুন মডেলটি নয়া ইঞ্জিন ও ফিচার্সের সঙ্গে বাজারে লঞ্চ করা হয়েছে ৷ পাশাপাশি এর সঙ্গে ডিজাইনেও বেশ কিছু বদল করা হয়েছে ৷ গাড়ির দাম ৩.৯৯ লক্ষ টাকা এক্স শো-রুম থেকে শুরু হয়েছে এবং টপ মডেলের অটোমেটিক ভেরিয়েন্টের জন্য দাম রাখা হয়েছে ৫.৮৩ লক্ষ টাকা ৷
আপনারও কি এই উৎসবের মরশুম নতুন গাড়ি কেনার পরিকল্পনা রয়েছে ? বাজেট ৫ থেকে ৬ লক্ষ টাকা হলে Alto k10 আপনার জন্য সেরা অপশন ৷ এখানে গাড়ির ডাউন পেমেন্ট ও EMI সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নিন ৷ আপনি মাত্র ৫ হাজার টাকা ইএমআই-এ কিনতে পারবেন ৷
advertisement
advertisement
দেখে নিন কত টাকা ডাউন পেমেন্ট করতে হবে ?
আপনি অল্টো k10 এর বেস মডেল কিনতে চাইলে এর এক্স শো-রুম দাম ৩.৯৯ লক্ষ টাকা থেকে শুরু হবে ৷ এর জন্য আপনাকে ২.২৫ লক্ষ ডাউন পেমেন্ট করতে হবে ৷ ব্যাঙ্ক আপনাকে ৮ শতাংশ বার্ষিক সুদের হিসেবে কার লোন দিয়ে থাকলে আপনাকে মাসে প্রায় ৫ হাজার টাকা ইএমআই দিতে হবে ৷ আলাদা আলাদা ব্যাঙ্কের সুদের হার আলাদা হয়ে থাকে ৷ সেক্ষেত্রে ইএমআই-এর অঙ্কটা সামান্য এদিক-ওদিক হতে পারে ৷
advertisement
গাড়িতে রয়েছে অত্যাধুনিক ফিচার্স-
অল্টো K10 এর হাইএন্ড ভেরিয়েন্টে ৭ ইঞ্চির স্মার্টপ্লে স্টুডিও ইনফোটেনমেন্ট সিস্টেম রয়েছে যা অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপেল কারপ্লে থেকে কম ৷ এছাড়া গাড়িতে রয়েছে একটি নয়া ড্যাশবোর্ড, ইনস্ট্রুমেন্ট ক্লস্টার ও স্টিয়ারিং উইল ৷ সেফটি ফিচার্সের ক্ষেত্রে এটি ডুয়েল ফ্রন্ট এয়ারব্যাগ, রিভার্স পার্কিং সেন্সর  রয়েছে ৷
advertisement
দিয়ে থাকে দুর্দান্ত মাইলেজ-
মারুতি সুজুকি অল্টো K10-তে ১ লিটার ইঞ্জিন ৩ সিলিন্ডার K সিরিজের ইঞ্জিন রয়েছে যা ৫৫০০ আরপিএম-এ ৬৭ বিএইচপি ও ৮৯ এনএম পিক টার্ক উৎপাদন করতে পারে ৷ গাড়িতে রয়েছে ৫ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স ৷ এছাড়া গাড়িতে রয়েচে এএমটি বা এজিএস এর অপশন রয়েছে ৷ অল্টো K10 24.39 kmpl মাইলেজ দিয়ে থাকে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মাত্র ৫ হাজার টাকায় বাড়ি নিয়ে আসুন Alto k10, দেখে নিন কত ডাউন পেমেন্ট করতে হবে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement