PPF Update: বড় সুখবর! শীঘ্রই পিপিএফ-এর সুদের হার বৃদ্ধি করতে পারে সরকার
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
চলতি মাসের শেষে যে বৈঠক হওয়ার কথা রয়েছে তাতে সুদের হার বাড়ানোর সম্ভাবনা রয়েছে ৷
ছোট বিনিয়োগকারীদের জন্য বড় খবর ৷ গত ৯টি ত্রৈমাসিক ধরে স্থির থাকা পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ-এর সুদের হার বৃদ্ধি করতে পারে সরকার ৷ বর্তমানে পিপিএফ-এ বছরে ৭.১ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে ৷ G-Sec বা সরকারি সিকিউরিটি-তে সুদের হার লাগাতার বাড়তে থাকায় অনুমান করা হচ্ছে পিপিএফ-এ সুদের হার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ৷
advertisement
G-Sec-এর বর্তমান সুদের হার ৭.৩ শতাংশ যা পিপিএফ-এর থেকে বেশি ৷ জানুয়ারি ২০২২-এ G-Sec-এর সুদের হার ৬.৫ শতাংশ, জুনে ৭.৬ শতাংশ ছিল ৷ স্মল সেভিংস যোজনায় সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৯ ত্রৈমাসিকে লাগাতার সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে ৷ G-Sec-এর সুদের হার বৃদ্ধির পর পিপিএফ-সহ স্মল সেভিংস যোজনায় সুদের হার নেগেটিভে চলে গিয়েছে ৷ ফলে চলতি মাসের শেষে যে বৈঠক হওয়ার কথা রয়েছে তাতে সুদের হার বাড়ানোর সম্ভাবনা রয়েছে ৷
advertisement
advertisement
অন্যান্য সেভিংস যোজনায়ও মিলবে লাভ পিপিএফ-এর সঙ্গে অন্যান্য স্মল সেভিংস যোজনার সুদের হার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ৷ এর মধ্যে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, কিষান বিকাশ পত্র, পিপিএফ, সিনিয়র সিটিজেন সেভিংস যোজনা ও সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের হার বাড়ানো হতে পারে ৷ অনুমান করা হচ্ছে চলতি মাসের শেষে যে বৈঠক হবে তাতে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে ৷