Borosil Renewables: ১ লাখ টাকা হয়েছে ২০ লাখ টাকা; এই মাল্টিব্যাগার স্টক বিনিয়োগকারীকে করেছে মালামাল!

Last Updated:

মাল্টিব্যাগার স্টক বোরোসিল রিনিউবেলসের শেয়ার প্রায় ১৯০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে (Borosil Renewables)।

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#নয়াদিল্লি: করোনা মহামারীর পর শেয়ার বাজারের তেজ গতির ফলে বেশ কয়েকটি স্টক মাল্টিব্যাগার স্টকে পরিণত হয়েছে। বোরোসিল রিনিউবেলসের (Borosil Renewables) শেয়ার পরিণত হয়েছে মাল্টিবেগার স্টকে। এই মাল্টিব্যাগার স্টক বোরোসিল রিনিউবেলসের শেয়ার ১৯ মাসে ৩৪.৯৫ টাকা থেকে বেড়ে পৌঁছে গিয়েছে ৬৯৪ টাকায়। এর ফলে এই মাল্টিব্যাগার স্টক বোরোসিল রিনিউবেলসের শেয়ার প্রায় ১৯০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এই মাল্টিব্যাগার স্টক বোরোসিল রিনিউবেলসের শেয়ার বিগত ১ মাসে ৫১০ টাকা থেকে বেড়ে পৌঁছে গিয়েছে ৬৯৪ টাকায়। এই ১ মাসে এই মাল্টিব্যাগার স্টক বোরোসিল রিনিউবেলসের শেয়ার রিটার্ন দিয়েছে প্রায় ৩৬ শতাংশ। বিগত ৬ মাসে এই মাল্টিব্যাগার স্টক বোরোসিল রিনিউবেলসের শেয়ার ২৬০ টাকা থেকে বেড়ে পৌঁছে গিয়েছে ৬৯৪ টাকায়।
advertisement
advertisement
এই ৬ মাসে এই মাল্টিব্যাগার স্টক বোরোসিল রিনিউবেলসের শেয়ার রিটার্ন দিয়েছে প্রায় ১৬৬ শতাংশ। একই ভাবে বিগত ১ বছরে এই মাল্টিব্যাগার স্টক বোরোসিল রিনিউবেলসের শেয়ার ১৭০ টাকা থেকে বেড়ে পৌঁছে গিয়েছে ৬৯৪ টাকায়। এই ১ বছরে এই মাল্টিব্যাগার স্টক বোরোসিল রিনিউবেলসের শেয়ার রিটার্ন দিয়েছে প্রায় ৩১০ শতাংশ।
advertisement
২০২০ সালের ২১ মার্চ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই মাল্টিব্যাগার স্টক বোরোসিল রিনিউবেলসের শেয়ার ছিল ৩৪.৯৫ টাকায়। ২০২১ সালের ১৭ ডিসেম্বর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই মাল্টিব্যাগার স্টক বোরোসিল রিনিউবেলসের শেয়ারের দাম বেড়ে পৌঁছে গিয়েছে ৬৯৪ টাকায়। এর ফলে বিগত ১৯ মাসে এই মাল্টিব্যাগার স্টক বোরোসিল রিনিউবেলসের শেয়ার প্রায় ১,৯০০ শতাংশ রিটার্ন দিয়েছে।
advertisement
১ লাখ টাকা হয়েছে ২০ লাখ টাকা
যদি কেউ ১ মাস আগে এই মাল্টিব্যাগার স্টক বোরোসিল রিনিউবেলসের শেয়ারে ১ লাখ টাকা বিনিয়োগ করে থাকে, তাহলে এখন সে রিটার্ন পাবে প্রায় ১ লাখ ৩৬ হাজার টাকা। ৬ মাস আগে কেউ এই মাল্টিব্যাগার স্টক বোরোসিল রিনিউবেলসের শেয়ার ১ লাখ টাকা বিনিয়োগ করলে এখন সে রিটার্ন পাবে প্রায় ২.৬৬ লাখ টাকা। ১ বছর আগে এই মাল্টিব্যাগার স্টক বোরোসিল রিনিউবেলসের শেয়ারে ১ লাখ টাকা বিনিয়োগ করলে এখন রিটার্ন হবে প্রায় ৪.১০ লাখ টাকা। ১৯ মাস আগে এই মাল্টিব্যাগার স্টক বোরোসিল রিনিউবেলসের শেয়ারে ১ লাখ টাকা বিনিয়োগ করলে এখন রিটার্ন আসবে প্রায় ২০ লাখ টাকা। সন্দেহ কী, এই মাল্টিব্যাগার স্টকে বিনিয়োগকারীরা পেয়েছে ভালো রিটার্ন!
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Borosil Renewables: ১ লাখ টাকা হয়েছে ২০ লাখ টাকা; এই মাল্টিব্যাগার স্টক বিনিয়োগকারীকে করেছে মালামাল!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement