Blue Aadhaar Card: নীল রঙের আধার কার্ড? কী ভাবে তা পাওয়ার আবেদন করতে হবে জানুন

Last Updated:

Blue Aadhaar Card: কী এই নীল রঙের আধার কার্ড, এর বিশেষত্ব কী, কারাই বা এটি ব্যবহার করে জেনে নেওয়া যাক!

নীল আধার কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন
নীল আধার কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন
#কলকাতা: আধার কার্ড বর্তমানে যে কারও সবচেয়ে গুরুত্বপূর্ণ নথির মধ্য অন্যতম। এর ১২ সংখ্যার UIDAI নম্বর পরিচয়ের ক্ষেত্রে আজ যে কোনও জায়গায় কাজে লাগে। পাশাপাশি অ্যাড্রেস প্রুফেরও কাজ করে এই কার্ড। আমদের প্রায় সকলের কাছেই আধার কার্ড রয়েছে। সাদা রঙের। অনেকেই হয় তো জানেন না আধার কার্ড নীল রঙেরও হয়। কী এই নীল রঙের আধার কার্ড, এর বিশেষত্ব কী, কারাই বা এটি ব্যবহার করে জেনে নেওয়া যাক!
সাদা রঙের যে আধার কার্ড এর সূচনা পর্ব থেকে চলে আসছে, তা আমাদের সকলের কাছেই আছে এবং প্রায় সকলেরই চেনা। কিন্তু এই আধার কার্ডটি বাদে আধার কার্ডের আরও একটি ভ্যরিয়েশন রয়েছে। যার রঙ নীল।
সাদা আধার কার্ডটি বড়দের জন্য ব্যবহার হয় এবং নীল আধার কার্ডটি বাচ্চাদের জন্য। একে বাল আধার কার্ড নাম দেওয়া হয়েছে। ৫ বছরের পর্যন্ত শিশুদের জন্য ২০১৮ সালে এটির ব্যবহার প্রথম শুরু হয়।
advertisement
advertisement
কী কী পার্থক্য রয়েছে আধার কার্ডের সঙ্গে এই বাল আধারের?
সাধারণ আধার কার্ডের ক্ষেত্রে বায়োমেট্রিক বা আইরিশ স্ক্যানের তথ্য থাকে কার্ডে কিন্তু এক্ষেত্রে তা থাকে না। বাল আধার কার্ডের জন্য আবেদন করতে শুধুমাত্র বার্থ সার্টিফিকেট, বাবা মায়ের যে কারও আধার কার্ড লাগে।
যখনই বাচ্চার বয়স ৫ এর বেশি হয়ে যাবে তখনই এই বাল আধার কার্ডের কার্যকারিতা শেষ হয়ে যাবে এবং সাধারণ আধার কার্ডের জন্য আবেদন করতে হবে।
advertisement
যাঁরা সদ্য বাবা-মা হয়েছেন, তাঁরা সন্তানের বাল আধার কার্ডটির জন্য আবেদন করতে পারেন-
১. প্রথমেই এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে, সেখানে এনরোলমেন্ট ফর্ম পূরণ করতে হবে
২. বাচ্চার বার্থ সার্টিফিকেট ও বাবা- মায়ের আধার কার্ড নম্বর দিতে হবে সঙ্গে মোবাইল নম্বর
advertisement
৩. বাচ্চার একটি ছবি তোলা হবে
৪. বাচ্চার আধার কার্ড নম্বর তার বাবা- মায়ের কার্ড নম্বরের সঙ্গে লিঙ্ক করে দেওয়া হবে
৫. কাজ হয়ে যাওয়ার পর একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ নিতে হবে।
রেজিস্ট্রেশন ও ভেরিভিকেশন প্রসেস শেষ হয়ে গেলে একটি মেসেজ আসবে। সব ঠিক থাকলে এই প্রক্রিয়া ৬০ দিন পর বাল আধার হাতে পাওয়া যাবে।
advertisement
বাল আধার কার্ডের মেয়াদ শেষ হলে কী ভাবে অ্যাপয়ন্টমেন্ট নিতে হবে?
বাল আধার কার্ডের মেয়াদ শেষ হয়ে গেলে বায়োমেট্রিক করিয়ে নিতে হবে। যার জন্য অনলাইনে আবেদন করা যেতে পারে। UIDAI-র অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, সেখানে লিঙ্ক পাওয়া যাবে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Blue Aadhaar Card: নীল রঙের আধার কার্ড? কী ভাবে তা পাওয়ার আবেদন করতে হবে জানুন
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement