আধার কার্ডে নাম-ঠিকানা ভুল রয়েছে? বাড়িতে বসেই এবার বদলে ফেলতে পারবেন....

Last Updated:

দেখে নিন কীভাবে আধারে সংশোধন করবেন ?

#নয়াদিল্লি: দেশের সমস্ত নাগরিকের জন্য আধার কার্ড (Aadhaar Card Update) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে এলপিজি গ্যাস কানেকশম সমস্ত ক্ষেত্রে আধার কার্ডের থাকা জরুরি ৷ এর জন্য আধার কার্ডে দেওয়া তথ্যের অন্যান্য ডকুমেন্ট দেওয়া তথ্যের সঙ্গে মিল থাকে দরকার ৷ আধার কার্ডের সঙ্গে অন্যান্য ডকুমেন্টের তথ্য ম্যাচ না করলে আপনাকে সমস্যায় পড়তে হবে ৷ আধার কার্ডে নাম, জন্ম তারিখ বা ঠিকানা ভুল থাকলে এবার অনলাইনে সেগুলি সংশোধন করার সুবিধা মিলবে ৷
দেখে নিন কীভাবে আধারে সংশোধন করবেন ? আধার কার্ডে কিছু বদল করতে চাইলে প্রথমে Aadhaar Self Service Update Portal (uidai.gov.in) এ যেতে হবে ৷ এরপর আপনাকে Update Your Aadhaar অপশনে ক্লিক করতে হবে ৷ ক্লিক করতেই আপনার সামনে নতুন একটি পেজ খুলে যাবে ৷
কীভাবে আপডেট করবেন নাম, ঠিকানা ও জন্মতারিখ ? Update Your Aadhaar অপশনে ক্লিক করলে Update Address in your Aadhaar এর মধ্যে Update Demographics Data Online বিকল্পে ক্লিক করতে হবে ৷ এখানে আপনার নাম, জন্মতারিখ, Gender, Address and Language Online দেখতে পারবেন৷ এর নীচে Proceed To Update Aadhaar লেখা থাকবে ৷ এখানে ক্লিক করুন ৷
advertisement
advertisement
এবার নতুন পেজ খুলে যাবে যেখানে আপনার আধার কার্ড নম্বর দিতে হবে ৷ আধার কার্জ নম্বর দেওয়ার পর ওখানে Captcha দেওয়া থাকবে ৷ Captcha দেওয়ার পর Send OTP-তে ক্লিক করতে হবে ৷ এরপর আপনাকে Update Demographics Data-তে ক্লিক করতে হবে ৷ এরপর যে ডেটা বদলাতে চাইবেন সেটা চেঞ্জ করে Proceed-এ ক্লিক করতে হবে ৷ যে ডেটা চেঞ্জ করতে চান তার ডকুমেন্ট আপলোড করতে হবে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আধার কার্ডে নাম-ঠিকানা ভুল রয়েছে? বাড়িতে বসেই এবার বদলে ফেলতে পারবেন....
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement